নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ শুরু হয়েছে জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। প্রথম দিনেই দেখা মিলেছে চারটি রেকর্ডের। দুই রেকর্ডে নাম লিখিয়েছেন সামিউল ইসলাম রাফি ও কাজল মিয়া।
৫০ মিটার ব্যাক স্ট্রোকে তিনি গত বছর নিজের করা ২৬.৭৯ সেকেন্ডের রেকর্ড ভেঙে এবার ২৬.০৫ সেকেন্ড সময় নিয়েছেন রাফি। পরে ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নাহিদ, নুর আলম ও আসিফ রাজার সঙ্গে দলগতভাবে নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। আজকের পত্রিকাকে ২১ বছর বয়সী এই সাঁতারু বলেন, ‘টাইমিং নিয়ে আমি সন্তুষ্ট। টানা চারবার রেকর্ড গড়ে সোনা জিতেছি। যা বলে দেয় আমি এক জায়গায় আটকে থাকছি না।’
২০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড সময় নিয়ে ৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন কাজল। ২০১৬ সালে আগের রেকর্ডের মালিক মাহফিজুর রহমান সাগরের টাইমিং ছিল ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ড। কাজল দিনের দ্বিতীয় রেকর্ডটি গড়েন ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে। ২ মিনিট ৫.৯৫ সেকেন্ড সময় নেন তিনি। আগের রেকর্ডটিও ছিল তাঁর। গত বছর তাঁর টাইমিং ছিল ২ মিনিট ৯.৪১ সেকেন্ড।
নারী সাঁতারেও একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনীর মাইশা আক্তার, যুথী আক্তার, এ্যানি আক্তার ও সোনিয়া আক্তার যৌথভাবে এই রেকর্ডটি (৪ মিনিট ২৫.৫৫ সেকেন্ড) গড়েন।প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ৮ সোনা, ৫ রুপা ও ৬ ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে আছে।
মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ শুরু হয়েছে জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। প্রথম দিনেই দেখা মিলেছে চারটি রেকর্ডের। দুই রেকর্ডে নাম লিখিয়েছেন সামিউল ইসলাম রাফি ও কাজল মিয়া।
৫০ মিটার ব্যাক স্ট্রোকে তিনি গত বছর নিজের করা ২৬.৭৯ সেকেন্ডের রেকর্ড ভেঙে এবার ২৬.০৫ সেকেন্ড সময় নিয়েছেন রাফি। পরে ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নাহিদ, নুর আলম ও আসিফ রাজার সঙ্গে দলগতভাবে নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। আজকের পত্রিকাকে ২১ বছর বয়সী এই সাঁতারু বলেন, ‘টাইমিং নিয়ে আমি সন্তুষ্ট। টানা চারবার রেকর্ড গড়ে সোনা জিতেছি। যা বলে দেয় আমি এক জায়গায় আটকে থাকছি না।’
২০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড সময় নিয়ে ৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন কাজল। ২০১৬ সালে আগের রেকর্ডের মালিক মাহফিজুর রহমান সাগরের টাইমিং ছিল ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ড। কাজল দিনের দ্বিতীয় রেকর্ডটি গড়েন ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে। ২ মিনিট ৫.৯৫ সেকেন্ড সময় নেন তিনি। আগের রেকর্ডটিও ছিল তাঁর। গত বছর তাঁর টাইমিং ছিল ২ মিনিট ৯.৪১ সেকেন্ড।
নারী সাঁতারেও একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনীর মাইশা আক্তার, যুথী আক্তার, এ্যানি আক্তার ও সোনিয়া আক্তার যৌথভাবে এই রেকর্ডটি (৪ মিনিট ২৫.৫৫ সেকেন্ড) গড়েন।প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ৮ সোনা, ৫ রুপা ও ৬ ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে আছে।
হারারেতে প্রথম দিনটা আফগানিস্তানের কাছে ভুলে যাওয়ার মতোই। ব্যাটিং, বোলিংয়ে জিম্বাবুয়ের ওপর বিন্দুমাত্র চাপ প্রয়োগ করতে পারেনি আফগানরা। ম্যাচের প্রথম দিন থেকেই চোখে সর্ষেফুল দেখছে আফগানিস্তান।
৩৫ মিনিট আগেএকটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। সুনীল গাভাস্কার চুপ করে বসে থাকার পাত্র নন। কোনো কিছুর তোয়াক্কা না করে চাঁচাছোলা মন্তব্য করে বসেন ভারতীয় এই কিংবদন্তি। পার্থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে শেষেও ক্রিকেটের এক পদ্ধতিগত ব্যাপার নিয়েই প্রশ্ন তুলেছেন গাভাস্কার।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে শুরুতে হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করে ২-২ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। ফর্টিস এফসিকে ঘরের মাঠে হারিয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে কিউবা মিচেলের।
২ ঘণ্টা আগেমিরপুরে পরশু প্রথম ওয়ানডেতে ২০৮ রানের লক্ষ্য পেলেও ৭৫ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেনের ঘূর্ণিজাদুতে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন ক্যারিবীয় ব্যাটাররা। কালো জাদুর উইকেটে বাংলাদেশকে জবাব দিতে কৌশলগত জায়গায় পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ।
৩ ঘণ্টা আগে