Ajker Patrika

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৬: ৪৮
স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন 

ফিফটির পর দারুণ খেলতে থাকা লিটন দাস স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। ৩৪তম ওভারে সিকান্দার রাজার প্রথম বলে সিঙ্গেল নিতে গিয়ে ব্যথা অনুভব করেন লিটন। রানটা সম্পূর্ণ করেই শুয়ে পড়েন তিনি। কিছুক্ষণ শুশ্রূষার পর স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।      

রিটায়ার্ড হার্ট হওয়ার সময় ৮৯ বলে ৮১ রান অপরাজিত ছিলেন লিটন। লিটনের ইনিংসে ৯ চারের সঙ্গে ছিল একটি ছক্কা। ফিফটি ছোঁয়ার আগে বেশ রয়েসয়ে খেলেন। ৭৫ বলে ফিফটি ছুঁয়েছিলেন। তবে পরের ১৪ বলে লিটন করেন ৩১ রান। ওপেনার তামিম ইকবালকে হারিয়ে এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৯৫ রান।

উইকেটে আছেন এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিম। তিনে নামা বিজয় অপরাজিত আছেন ৩৫ রানে। তাঁর সঙ্গী মুশফিকের রান ৬। ৮৮ বলে ৬২ রানে আউট হন তামিম। তামিম-লিটনের ওপেনিং জুটি থেকে আসে ১১৯ রান। তামিমের বিদায়ের পর লিটন-বিজয় জুটি বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন। দুজনের জুটি থেকে আসে ৫২ রান।

লিটনের আগে চোট পেয়ে মাঠ ছাড়েন জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত