Ajker Patrika

বিএনপির কর্মসূচিতে বিসিবির ম্যাচ রেফারি, অতঃপর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১২: ৩৫
বিএনপির কর্মসূচিতে বিসিবির ম্যাচ রেফারি, অতঃপর পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি হিসেবে লম্বা সময় কাজ করা দেবব্রত পাল গতকাল পদত্যাগ করেছেন। আজ সকালে বিষয়টি তিনি নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পদত্যাগ নিয়ে দেবব্রত বললেন, ‘হ্যাঁ, গতকাল পদত্যাগ করেছি। আমি আর কাজটা উপভোগ করছি না। এত সময়ও নেই। ব্যক্তিগত কাজ বেড়ে গেছে।’ গতকাল বিকেলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেবব্রত।

সূত্র জানিয়েছে, গত কিছুদিন ধরে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন দেবব্রত। এর আগে একটি মিছিলে অংশ নেওয়া, সর্বশেষ গতকাল ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান তিনি সঞ্চালনা করেছেন, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিয়ে বিসিবির দুজন পরিচালক সরাসরি আপত্তি তুলেছেন সাবেক ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপরই পদত্যাগ করেন দেবব্রত।

গত কিছুদিনে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে দেবব্রতকেবিসিবির ম্যাচ রেফারি হিসেবে পদত্যাগ করলেও ক্রিকেটার কল্যাণ সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যাবেন দেবব্রত। জানা গেছে, আজ বিসিবি ডেকেছে বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসানকেও। গত কদিনে সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইবে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত