Ajker Patrika

ডিপিএলে তামিম কেন ওপেনিংয়ে নামতে পারেননি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৮: ৪০
ডিপিএলে তামিম কেন ওপেনিংয়ে নামতে পারেননি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্কোরকার্ড দেখে আজ একটু অবাক হওয়ারই কথা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার তামিম ইকবাল ব্যাটিং করেছেন তিন নম্বরে। অথচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই তাঁকে ব্যাটিং করতে দেখা গেছে ওপেনিংয়ে।

শুধু তামিমের তিন নম্বরে ব্যাটিং করাই নয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে হচ্ছে ৪৯ ওভারে। এমনকি সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে খেলা নির্ধারিত সকাল ৯টার দিকেও শুরু করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলীতে সড়ক দুর্ঘটনার কারণে তীব্র যানজট দেখা দেয়। সেখানে খেলোয়াড়-ম্যাচ কর্মকর্তাদের পৌঁছাতে একটু দেরি হয়। ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে ৯টা ৪০ মিনিটে। তামিমেরও পৌছাতে দেরি হওয়ায় তাঁকে নামতে হয়েছে তিনে। ম্যাচের দৈর্ঘ্যও তাই এক ওভার কমানো হয়েছে।

নির্ধারিত সময়ে তামিম আসতে না পারায় প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব তাঁর জায়গায় দেওয়া হয় মোহাম্মদ মিঠুনকে। তামিমের পরিবর্তে আজ ওপেনিং করেন শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমন। দিপু, ইমন দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন ও দারুণ শুরু এনে দিয়েছেন। ৩৬.২ ওভারে তাঁরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪৬ রান। তামিম তিনে নেমে ১৫ বলে ২ চারে করেন ১৬ রান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রান করেছে। ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ইমনের ১৫১ রান দলের সর্বোচ্চ। দীপু করেন ১১১ বলে ১১৯ রান। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ইউনিয়ন লিমিটের স্কোর এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেটে করেছে ৯৭ রান। আবদুল মাজিদ ৩৩ বলে ৩০ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত রহমতউল্লাহ আলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত