নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্কোরকার্ড দেখে আজ একটু অবাক হওয়ারই কথা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার তামিম ইকবাল ব্যাটিং করেছেন তিন নম্বরে। অথচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই তাঁকে ব্যাটিং করতে দেখা গেছে ওপেনিংয়ে।
শুধু তামিমের তিন নম্বরে ব্যাটিং করাই নয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে হচ্ছে ৪৯ ওভারে। এমনকি সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে খেলা নির্ধারিত সকাল ৯টার দিকেও শুরু করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলীতে সড়ক দুর্ঘটনার কারণে তীব্র যানজট দেখা দেয়। সেখানে খেলোয়াড়-ম্যাচ কর্মকর্তাদের পৌঁছাতে একটু দেরি হয়। ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে ৯টা ৪০ মিনিটে। তামিমেরও পৌছাতে দেরি হওয়ায় তাঁকে নামতে হয়েছে তিনে। ম্যাচের দৈর্ঘ্যও তাই এক ওভার কমানো হয়েছে।
নির্ধারিত সময়ে তামিম আসতে না পারায় প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব তাঁর জায়গায় দেওয়া হয় মোহাম্মদ মিঠুনকে। তামিমের পরিবর্তে আজ ওপেনিং করেন শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমন। দিপু, ইমন দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন ও দারুণ শুরু এনে দিয়েছেন। ৩৬.২ ওভারে তাঁরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪৬ রান। তামিম তিনে নেমে ১৫ বলে ২ চারে করেন ১৬ রান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রান করেছে। ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ইমনের ১৫১ রান দলের সর্বোচ্চ। দীপু করেন ১১১ বলে ১১৯ রান। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ইউনিয়ন লিমিটের স্কোর এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেটে করেছে ৯৭ রান। আবদুল মাজিদ ৩৩ বলে ৩০ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত রহমতউল্লাহ আলি।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্কোরকার্ড দেখে আজ একটু অবাক হওয়ারই কথা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার তামিম ইকবাল ব্যাটিং করেছেন তিন নম্বরে। অথচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই তাঁকে ব্যাটিং করতে দেখা গেছে ওপেনিংয়ে।
শুধু তামিমের তিন নম্বরে ব্যাটিং করাই নয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে হচ্ছে ৪৯ ওভারে। এমনকি সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে খেলা নির্ধারিত সকাল ৯টার দিকেও শুরু করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলীতে সড়ক দুর্ঘটনার কারণে তীব্র যানজট দেখা দেয়। সেখানে খেলোয়াড়-ম্যাচ কর্মকর্তাদের পৌঁছাতে একটু দেরি হয়। ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে ৯টা ৪০ মিনিটে। তামিমেরও পৌছাতে দেরি হওয়ায় তাঁকে নামতে হয়েছে তিনে। ম্যাচের দৈর্ঘ্যও তাই এক ওভার কমানো হয়েছে।
নির্ধারিত সময়ে তামিম আসতে না পারায় প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব তাঁর জায়গায় দেওয়া হয় মোহাম্মদ মিঠুনকে। তামিমের পরিবর্তে আজ ওপেনিং করেন শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমন। দিপু, ইমন দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন ও দারুণ শুরু এনে দিয়েছেন। ৩৬.২ ওভারে তাঁরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪৬ রান। তামিম তিনে নেমে ১৫ বলে ২ চারে করেন ১৬ রান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রান করেছে। ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ইমনের ১৫১ রান দলের সর্বোচ্চ। দীপু করেন ১১১ বলে ১১৯ রান। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ইউনিয়ন লিমিটের স্কোর এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেটে করেছে ৯৭ রান। আবদুল মাজিদ ৩৩ বলে ৩০ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত রহমতউল্লাহ আলি।
রাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
২২ মিনিট আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
১ ঘণ্টা আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
২ ঘণ্টা আগে