ক্রীড়া ডেস্ক
২০২৩ এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে নিয়মিত। লাহোরে গতকাল সুপার ফোরে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে পাকিস্তানের ঝুলিতে যোগ হয়েছে আরও এক রেকর্ড।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য বিশেষ এক ম্যাচ। ঘরের মাঠে নবম দল হিসেবে ২০০তম ওয়ানডে খেলেছে পাকিস্তান। মাইলফলকের ম্যাচে বাবর আজমের দল শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছিল। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি পুরো ৫০ ওভারও। ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৩৯.৩ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। ওয়ানডে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, যা এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি জয়।
ওয়ানডে এশিয়া কাপে পাকিস্তানের পর দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে ১২ ম্যাচে। তালিকায় ৩ নম্বরে থাকা দলটি হচ্ছে ভারত। তাদের রেকর্ডও বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে ১১ ম্যাচে হারিয়েছে ভারত। ভারত, পাকিস্তান—এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে ১০ বার করে হারিয়েছে শ্রীলঙ্কা।
ওয়ানডে এশিয়া কাপে সর্বোচ্চ ম্যাচ খেলা ও জয়—দুটো রেকর্ডই শ্রীলঙ্কার। ৫২ ম্যাচ খেলে লঙ্কানরা জিতেছে ৩৬ ম্যাচ। ৫১ ম্যাচ খেলে ভারতের জয়ের রেকর্ড ৩১ ম্যাচে। ৪৮ ম্যাচ খেলা পাকিস্তানের জয় ২৮টিতে। আর বাংলাদেশের ৪৬ ম্যাচে জয় ৮টিতে। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণ মিলে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। শ্রীলঙ্কা জিতেছে ছয়বার ও দুবার জিতেছে পাকিস্তান। বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।
ওয়ানডে এশিয়া কাপে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বেশি জয়:
১৩: পাকিস্তান; প্রতিপক্ষ: বাংলাদেশ
১২: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: বাংলাদেশ
১১: ভারত; প্রতিপক্ষ: বাংলাদেশ
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: ভারত
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: পাকিস্তান
২০২৩ এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে নিয়মিত। লাহোরে গতকাল সুপার ফোরে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে পাকিস্তানের ঝুলিতে যোগ হয়েছে আরও এক রেকর্ড।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য বিশেষ এক ম্যাচ। ঘরের মাঠে নবম দল হিসেবে ২০০তম ওয়ানডে খেলেছে পাকিস্তান। মাইলফলকের ম্যাচে বাবর আজমের দল শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছিল। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি পুরো ৫০ ওভারও। ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৩৯.৩ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। ওয়ানডে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, যা এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি জয়।
ওয়ানডে এশিয়া কাপে পাকিস্তানের পর দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে ১২ ম্যাচে। তালিকায় ৩ নম্বরে থাকা দলটি হচ্ছে ভারত। তাদের রেকর্ডও বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে ১১ ম্যাচে হারিয়েছে ভারত। ভারত, পাকিস্তান—এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে ১০ বার করে হারিয়েছে শ্রীলঙ্কা।
ওয়ানডে এশিয়া কাপে সর্বোচ্চ ম্যাচ খেলা ও জয়—দুটো রেকর্ডই শ্রীলঙ্কার। ৫২ ম্যাচ খেলে লঙ্কানরা জিতেছে ৩৬ ম্যাচ। ৫১ ম্যাচ খেলে ভারতের জয়ের রেকর্ড ৩১ ম্যাচে। ৪৮ ম্যাচ খেলা পাকিস্তানের জয় ২৮টিতে। আর বাংলাদেশের ৪৬ ম্যাচে জয় ৮টিতে। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণ মিলে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। শ্রীলঙ্কা জিতেছে ছয়বার ও দুবার জিতেছে পাকিস্তান। বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।
ওয়ানডে এশিয়া কাপে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বেশি জয়:
১৩: পাকিস্তান; প্রতিপক্ষ: বাংলাদেশ
১২: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: বাংলাদেশ
১১: ভারত; প্রতিপক্ষ: বাংলাদেশ
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: ভারত
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: পাকিস্তান
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৭ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
৭ ঘণ্টা আগে