নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই বছরের বিরতির পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছে ক্লাবগুলো। এরই অংশ হিসেবে এবারের আসরের জন্য পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে দলে ভেড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ শুরুর দিন আজ ঢাকায় এসে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাফিজ।
বাংলাদেশের মুসলিম সংস্কৃতি উপভোগ করার লক্ষ্যেই মোহামেডানের হয়ে খেলতে রাজি হন হাফিজ। একই সঙ্গে এ মৌসুমে জৈব সুরক্ষা বলয় না থাকায় চুক্তিতে আপত্তি ছিল না এই অলরাউন্ডারের। মোহামেডানের সঙ্গে চুক্তির পর সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
চুক্তি পত্রে স্বাক্ষর শেষে হাফিজ জানান, বায়ো-বাবল নেই বলেই চুক্তি করেছেন। কোনো বাধা ছাড়াই এখানকার সংস্কৃতি, বিশেষ করে মুসলিম সংস্কৃতি ঘুরে ঘুরে দেখতে পারেন, উপভোগ করতে পারেন। তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় না থাকায় আমি চুক্তি করতে রাজি হয়েছি (হাসি)। এটা বড় কারণ ছিল না, তবে সূক্ষ্ম কারণও ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ওখানে কি জৈব সুরক্ষা বলয় থাকবে? ও (সাব্বির) জানাল, না। আমি বললাম, ঠিক আছে আমি আসব। আমি সত্যিই এখানে এসে উপভোগ করতে চেয়েছিলাম।’
করোনার কারণে দীর্ঘ সময় জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন হাফিজ। সে কঠিন অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় বরাবরই কঠিন। এটা আপনার ওপর চড়ে বসে। এই লিগে সেটা নেই এ জন্য ক্রিকেটাররা নিশ্চিতভাবেই উপভোগ করবে। পাশাপাশি শতভাগ দিয়ে পারফর্ম করতে পারবে।’
৪১ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার যোগ করেন, ‘আমরা প্রত্যেকে মানুষ। আমি জৈব সুরক্ষা বলয় নিয়ে ২০২০ সালে এই পয়েন্টটা তুলেছিলাম যখন আমরা আড়াই মাস ইংল্যান্ড সফরে ছিলাম পরিবার ছাড়া। আমরা জানতাম, যখন এটা শুরু হলো তখন কতটা কঠিন ছিল। মানসিকভাবে এটি আপনাকে যেকোনো সময় ভেঙে ফেলতে পারে।’
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাফিজের সঙ্গে ক্লাবটিতে আছেন দেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা।
দুই বছরের বিরতির পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছে ক্লাবগুলো। এরই অংশ হিসেবে এবারের আসরের জন্য পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে দলে ভেড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ শুরুর দিন আজ ঢাকায় এসে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাফিজ।
বাংলাদেশের মুসলিম সংস্কৃতি উপভোগ করার লক্ষ্যেই মোহামেডানের হয়ে খেলতে রাজি হন হাফিজ। একই সঙ্গে এ মৌসুমে জৈব সুরক্ষা বলয় না থাকায় চুক্তিতে আপত্তি ছিল না এই অলরাউন্ডারের। মোহামেডানের সঙ্গে চুক্তির পর সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
চুক্তি পত্রে স্বাক্ষর শেষে হাফিজ জানান, বায়ো-বাবল নেই বলেই চুক্তি করেছেন। কোনো বাধা ছাড়াই এখানকার সংস্কৃতি, বিশেষ করে মুসলিম সংস্কৃতি ঘুরে ঘুরে দেখতে পারেন, উপভোগ করতে পারেন। তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় না থাকায় আমি চুক্তি করতে রাজি হয়েছি (হাসি)। এটা বড় কারণ ছিল না, তবে সূক্ষ্ম কারণও ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ওখানে কি জৈব সুরক্ষা বলয় থাকবে? ও (সাব্বির) জানাল, না। আমি বললাম, ঠিক আছে আমি আসব। আমি সত্যিই এখানে এসে উপভোগ করতে চেয়েছিলাম।’
করোনার কারণে দীর্ঘ সময় জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন হাফিজ। সে কঠিন অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় বরাবরই কঠিন। এটা আপনার ওপর চড়ে বসে। এই লিগে সেটা নেই এ জন্য ক্রিকেটাররা নিশ্চিতভাবেই উপভোগ করবে। পাশাপাশি শতভাগ দিয়ে পারফর্ম করতে পারবে।’
৪১ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার যোগ করেন, ‘আমরা প্রত্যেকে মানুষ। আমি জৈব সুরক্ষা বলয় নিয়ে ২০২০ সালে এই পয়েন্টটা তুলেছিলাম যখন আমরা আড়াই মাস ইংল্যান্ড সফরে ছিলাম পরিবার ছাড়া। আমরা জানতাম, যখন এটা শুরু হলো তখন কতটা কঠিন ছিল। মানসিকভাবে এটি আপনাকে যেকোনো সময় ভেঙে ফেলতে পারে।’
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাফিজের সঙ্গে ক্লাবটিতে আছেন দেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে