২০২৪ আইপিএলে প্রথম ম্যাচের পর কাল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের ওয়াল যেন হলুদ রঙে রূপ নেয়! আর সেটি মোস্তাফিজুর রহমানের সৌজন্যে। দুর্দান্ত বোলিংয়ে আলোচনার কেন্দ্রে তিনি।
কাল আইপিএলে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোস্তাফিজ। ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। আগের সেরা ছিল ১৬ রানে ৩ উইকেট। তাঁর স্বীকৃতিস্বরূপ ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন। শুধু পুরস্কারেই শেষ নয়, অবিশ্বাস্য বোলিং করায় প্রশংসায় ভাসছেন তিনি।
ম্যাচ শেষে দুই দলের হাত মেলানোর সময় বিরাট কোহলি তো মোস্তাফিজকে বুকেই টেনে নিলেন ৷ সেখানেই ফিজকে দেখে উচ্ছ্বসিত বেঙ্গালুরুতে কাজ করা বাংলাদেশ দলের সাবেক দুই কোচ নিল ম্যাকেঞ্জি আর রিচার্ড হ্যালসাল ৷ পুরোটা সময় সম্প্রচারকারী টেলিভিশনের ক্যামেরা তাক করা ছিল মোস্তাফিজের দিকে ৷
ভারতের সাবেক ক্রিকেটাররাও মোস্তাফিজের বোলিংয়ে মজেছেন। জিও সিনেমার পোস্ট ম্যাচ শোতে প্রশংসা করেছেন দুই সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের হয়ে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৯৫৬ উইকেটের মালিক কুম্বলে বলেছেন, ‘সে (মোস্তাফিজ) বাঁহাতি পেসার হিসেবে অসাধারণ একজন বোলার। দুর্দান্ত বোলিং করেছে সে। আজকের দিনের সেরা বোলার ছিল মোস্তাফিজ।’ অনুষ্ঠানটির সহ-আলোচক উথাপ্পা বলেছেন, ‘আপনি সব সময় একাদশে বাঁহাতি পেসারকে রাখতে চাইবেন। গত কয়েক বছর আইপিএলে ভালো কিছু করতে পারেনি মোস্তাফিজ। তবে চেন্নাই তাঁর সেরাটা বের করেছে। ফিজের কবজিতে বিভ্রান্ত হয়েছে ব্যাটাররা।’
ভারতের আরেক সাবেক পেসার ইরফান পাঠান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘চেন্নাইয়ের পিচে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য দেখাটা ছিল লোভনীয়।’ শুধু ভারতীয়রাই নন, মোস্তাফিজের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও। এবারের আইপিএলে দল না পাওয়া অজি ব্যাটার স্টার স্পোর্টসের শো ক্রিকেট লাইভে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। সেই শোতেই তিনি বলেছেন, ‘এই মাঠের সঙ্গে (চেন্নাই) খাপ খাইতে পারেনি বেঙ্গালুরু। চেন্নাই তাদের শক্তি দিয়েই খেলেছে। প্রতিপক্ষকে মাঝখানে চেপে ধরেছে তারা। এ সময় দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে উইকেট নিয়েছেন মোস্তাফিজ।’
বেঙ্গালুরুর উইকেট পড়া দেখে মজা করেছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক সামাজিক মাধ্যমে মাছ শিকারির একটা ছবি দিয়ে লিখেছেন, ‘মোস্তাফিজের বর্তমান সময়।’
২০২৪ আইপিএলে প্রথম ম্যাচের পর কাল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের ওয়াল যেন হলুদ রঙে রূপ নেয়! আর সেটি মোস্তাফিজুর রহমানের সৌজন্যে। দুর্দান্ত বোলিংয়ে আলোচনার কেন্দ্রে তিনি।
কাল আইপিএলে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোস্তাফিজ। ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। আগের সেরা ছিল ১৬ রানে ৩ উইকেট। তাঁর স্বীকৃতিস্বরূপ ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন। শুধু পুরস্কারেই শেষ নয়, অবিশ্বাস্য বোলিং করায় প্রশংসায় ভাসছেন তিনি।
ম্যাচ শেষে দুই দলের হাত মেলানোর সময় বিরাট কোহলি তো মোস্তাফিজকে বুকেই টেনে নিলেন ৷ সেখানেই ফিজকে দেখে উচ্ছ্বসিত বেঙ্গালুরুতে কাজ করা বাংলাদেশ দলের সাবেক দুই কোচ নিল ম্যাকেঞ্জি আর রিচার্ড হ্যালসাল ৷ পুরোটা সময় সম্প্রচারকারী টেলিভিশনের ক্যামেরা তাক করা ছিল মোস্তাফিজের দিকে ৷
ভারতের সাবেক ক্রিকেটাররাও মোস্তাফিজের বোলিংয়ে মজেছেন। জিও সিনেমার পোস্ট ম্যাচ শোতে প্রশংসা করেছেন দুই সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের হয়ে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৯৫৬ উইকেটের মালিক কুম্বলে বলেছেন, ‘সে (মোস্তাফিজ) বাঁহাতি পেসার হিসেবে অসাধারণ একজন বোলার। দুর্দান্ত বোলিং করেছে সে। আজকের দিনের সেরা বোলার ছিল মোস্তাফিজ।’ অনুষ্ঠানটির সহ-আলোচক উথাপ্পা বলেছেন, ‘আপনি সব সময় একাদশে বাঁহাতি পেসারকে রাখতে চাইবেন। গত কয়েক বছর আইপিএলে ভালো কিছু করতে পারেনি মোস্তাফিজ। তবে চেন্নাই তাঁর সেরাটা বের করেছে। ফিজের কবজিতে বিভ্রান্ত হয়েছে ব্যাটাররা।’
ভারতের আরেক সাবেক পেসার ইরফান পাঠান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘চেন্নাইয়ের পিচে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য দেখাটা ছিল লোভনীয়।’ শুধু ভারতীয়রাই নন, মোস্তাফিজের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও। এবারের আইপিএলে দল না পাওয়া অজি ব্যাটার স্টার স্পোর্টসের শো ক্রিকেট লাইভে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। সেই শোতেই তিনি বলেছেন, ‘এই মাঠের সঙ্গে (চেন্নাই) খাপ খাইতে পারেনি বেঙ্গালুরু। চেন্নাই তাদের শক্তি দিয়েই খেলেছে। প্রতিপক্ষকে মাঝখানে চেপে ধরেছে তারা। এ সময় দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে উইকেট নিয়েছেন মোস্তাফিজ।’
বেঙ্গালুরুর উইকেট পড়া দেখে মজা করেছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক সামাজিক মাধ্যমে মাছ শিকারির একটা ছবি দিয়ে লিখেছেন, ‘মোস্তাফিজের বর্তমান সময়।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে