প্রত্যাবর্তনের গল্প কীভাবে লিখতে হয়, তা-ই যেন গতকাল চেমসফোর্ডে দেখালেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং করে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচসেরার এই ডলার দিয়ে শপিং করার কথা জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
ওয়ানডেতে টানা ৪ ম্যাচ না খেলা মোস্তাফিজ অবশেষে গতকাল সুযোগ পেয়েছেন একাদশে। আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি দ্রুত ভেঙে দেন তিনি। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে স্টিফেন ডোহেনিকে ফেরান মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের স্কোর তখন ১ উইকেটে ১৭ রান। এরপর দ্বিতীয় উইকেটের দেখা পেতে মোস্তাফিজকে অপেক্ষা করতে হয়েছে ৪৩ ওভার পর্যন্ত। এই ওভারের তৃতীয় বলে ফেরান কার্টিস ক্যাম্ফারকে। নিজের করা ঠিক পরের ওভারেই তুলে নিয়েছেন জর্জ ডকরেলের উইকেট। আর ৪৭তম ওভারের চতুর্থ বলে লরকান টাকারকে বোল্ড করে আইরিশদের ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেন ফিজ। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই বাঁহাতি পেসার বলেন, ‘চাপের মুহূর্তে বোলিং আমি অনেক দিন করেছি। গতকাল ৫ উইকেট নেওয়ার কথা ভেবেছিলাম। ৪ উইকেট পেয়ে কিছুটা হতাশ। আর ম্যাচসেরার পুরস্কার দিয়ে শপিং করব।’
মোস্তাফিজ এই নিয়ে ওয়ানডেতে পঞ্চমবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন। ২০১৫তে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হয়েছেন ম্যাচসেরা। যা ছিল বাংলাদেশের এই বাঁহাতি পেসারের অভিষেক ওয়ানডে সিরিজ। এরপর ২০১৭তে আয়ারল্যান্ডের বিপক্ষে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৯ সালে ম্যাচসেরা হয়েছেন ফিজ। আর গতকাল চার বছর পর এই সংস্করণে হয়েছেন ম্যাচসেরা।
প্রত্যাবর্তনের গল্প কীভাবে লিখতে হয়, তা-ই যেন গতকাল চেমসফোর্ডে দেখালেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং করে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচসেরার এই ডলার দিয়ে শপিং করার কথা জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
ওয়ানডেতে টানা ৪ ম্যাচ না খেলা মোস্তাফিজ অবশেষে গতকাল সুযোগ পেয়েছেন একাদশে। আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি দ্রুত ভেঙে দেন তিনি। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে স্টিফেন ডোহেনিকে ফেরান মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের স্কোর তখন ১ উইকেটে ১৭ রান। এরপর দ্বিতীয় উইকেটের দেখা পেতে মোস্তাফিজকে অপেক্ষা করতে হয়েছে ৪৩ ওভার পর্যন্ত। এই ওভারের তৃতীয় বলে ফেরান কার্টিস ক্যাম্ফারকে। নিজের করা ঠিক পরের ওভারেই তুলে নিয়েছেন জর্জ ডকরেলের উইকেট। আর ৪৭তম ওভারের চতুর্থ বলে লরকান টাকারকে বোল্ড করে আইরিশদের ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেন ফিজ। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই বাঁহাতি পেসার বলেন, ‘চাপের মুহূর্তে বোলিং আমি অনেক দিন করেছি। গতকাল ৫ উইকেট নেওয়ার কথা ভেবেছিলাম। ৪ উইকেট পেয়ে কিছুটা হতাশ। আর ম্যাচসেরার পুরস্কার দিয়ে শপিং করব।’
মোস্তাফিজ এই নিয়ে ওয়ানডেতে পঞ্চমবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন। ২০১৫তে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হয়েছেন ম্যাচসেরা। যা ছিল বাংলাদেশের এই বাঁহাতি পেসারের অভিষেক ওয়ানডে সিরিজ। এরপর ২০১৭তে আয়ারল্যান্ডের বিপক্ষে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৯ সালে ম্যাচসেরা হয়েছেন ফিজ। আর গতকাল চার বছর পর এই সংস্করণে হয়েছেন ম্যাচসেরা।
বাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে