Ajker Patrika

সাকিবকে সিইওর দায়িত্বে স্বাগত জানাল বিপিএল গর্ভনিং কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০০: ০৪
সাকিবকে সিইওর দায়িত্বে স্বাগত জানাল বিপিএল গর্ভনিং কাউন্সিল

শুরু থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে অব্যবস্থাপনা শব্দটা জুড়ে গেছে। কদিন আগে এসব ব্যবস্থাপনা নিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, তাঁকে সিইওর দায়িত্ব দেওয়া হলে সব ঠিক করতে এক থেকে দুই মাস সময় লাগবে। 

নবম আসরের প্রথম দিন আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের সেই কথার জবাব দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। সাকিবকে দায়িত্বে নিতে স্বাগত জানিয়েছেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেছেন, 'আমি প্রথমে সাকিবকে স্বাগত জানাই। ওকে ধন্যবাদও জানাই (মন্তব্যের জন্য)। ও যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, যেটা ও আগ্রহ প্রকাশ করেছে, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই।' 

সাকিব চাইলে বিপিএলের আগামী আসরেই তাঁকে প্রধান নির্বাহীর দায়িত্ব দিতে চায় বিপিএল গর্ভনিং কাউন্সিল। কীভাবে এত অল্প সময়ে সব পরিবর্তন করে দেবেন এমন প্রশ্নে সাকিব অনিল কাপুরের অভিনীত বলিউডের ‘নায়ক’ সিনেমার উদাহরণ টেনে বলেছিলেন, ‘“নায়ক” সিনেমা দেখেছেন না? এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে।’ 

সেই সিনেমায় অনিল কাপুরকে এক দিনের জন্য মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। এক দিনেই দুর্নীতির মূলোৎপাটন করেছিলেন শিবাজী রাও চরিত্রে অভিনয় করা এই বলিউড অভিনেতা। সাকিব যদি অনিল কাপুর হন, সেই সিনেমার ভিলেন চরিত্রে অভিনয় করা অমলেশ পুরি কে হবেন প্রশ্নে শেখ সোহেল বাস্তবতার পথে হাঁটলেন, 'সিনেমা দেখেই সবকিছুর বাস্তবতা হয় না। আমরা তাকে (সাকিব) ধন্যবাদ জানাই, সে সিইও হিসেবে আসতে চায়, আগামী বছর থেকে সে আসুক, আমাদের সাহায্য করুক। আমরা এখনই তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু সে তো খেলোয়াড়, তাই সে এখন আসতে পারবে না, খেলোয়াড় না হয়ে আসুক।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত