বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসান এখন শুধুই ব্যাটার। বলে ঘূর্ণি জাদু দেখানোর সুযোগ না থাকায় ব্যাট হাতে দিচ্ছেন সেটি পুষিয়ে। সাকিবের ব্যাটিং তাণ্ডবে লঙ্কা টি-টেন সুপার লিগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে গল মার্ভেলস। পাল্লেকেলে স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচে ক্যান্ডি বোল্টসকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। সাকিব খেলেছেন ৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস।
নক-আউট ম্যাচে টস জিতে ক্যান্ডিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গল। জর্জ মানসির ৪ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ৬১ ও দিনেশ চান্দিমালের ১৪ বলে ৩০ রানের সৌজন্যে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তোলে ক্যান্ডি। ভানুকা রাজাপাকসে ও সাকিবের ব্যাটিং তাণ্ডবে ৮ বল হাতে রেখে ১২১ রানের লক্ষ্য তাড়া করেছে গল।
ওপেনার অ্যালেক্স হেলসের ৫ বলে ১৬, রাজাপাকসের ৩ ছক্কা ও ৪টি চারে ২১ বলে ৪২, লাহিরু উদারার ১২ বলে ১৯ রান গলের জয়ের পথ মসৃণ করে দেয়। সাকিব মাঠে নেমে বাকি কাজ সারলেন। ৩ ছক্কা ও ২ চারে ৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৮.৪ ওভারে জয় নিশ্চিত হয়ে যায় গলের।
এলিমিনেটর শেষ হওয়ার পরপরই কোয়ালিফায়ারের ম্যাচে হামবানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে গল। এই ম্যাচ জিতলে সাকিবরা চলে যাবেন ফাইনালে। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক সাকিব। ৫ ম্যাচে করেছেন ৯৫ রান। ২০৬.৫২ স্ট্রাইকরেটের সঙ্গে গড় ৪৭.৫০। তার আগের ম্যাচে হামবানটোটার বিপক্ষে খেলেছিলেন ১৯ বলে ৪৩ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস।
জাফনা টাইটানসের বিপক্ষে করেছিলেন ১৩ বলে ২০, কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে অপরাজিত ছিলেন ৩ বলে ৬ রান করে। আরেক ম্যাচে নুওয়ারা এলিয়া কিংসের বিপক্ষেও করেছেন ৬ বলে ৩।
বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসান এখন শুধুই ব্যাটার। বলে ঘূর্ণি জাদু দেখানোর সুযোগ না থাকায় ব্যাট হাতে দিচ্ছেন সেটি পুষিয়ে। সাকিবের ব্যাটিং তাণ্ডবে লঙ্কা টি-টেন সুপার লিগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে গল মার্ভেলস। পাল্লেকেলে স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচে ক্যান্ডি বোল্টসকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। সাকিব খেলেছেন ৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস।
নক-আউট ম্যাচে টস জিতে ক্যান্ডিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গল। জর্জ মানসির ৪ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ৬১ ও দিনেশ চান্দিমালের ১৪ বলে ৩০ রানের সৌজন্যে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তোলে ক্যান্ডি। ভানুকা রাজাপাকসে ও সাকিবের ব্যাটিং তাণ্ডবে ৮ বল হাতে রেখে ১২১ রানের লক্ষ্য তাড়া করেছে গল।
ওপেনার অ্যালেক্স হেলসের ৫ বলে ১৬, রাজাপাকসের ৩ ছক্কা ও ৪টি চারে ২১ বলে ৪২, লাহিরু উদারার ১২ বলে ১৯ রান গলের জয়ের পথ মসৃণ করে দেয়। সাকিব মাঠে নেমে বাকি কাজ সারলেন। ৩ ছক্কা ও ২ চারে ৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৮.৪ ওভারে জয় নিশ্চিত হয়ে যায় গলের।
এলিমিনেটর শেষ হওয়ার পরপরই কোয়ালিফায়ারের ম্যাচে হামবানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে গল। এই ম্যাচ জিতলে সাকিবরা চলে যাবেন ফাইনালে। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক সাকিব। ৫ ম্যাচে করেছেন ৯৫ রান। ২০৬.৫২ স্ট্রাইকরেটের সঙ্গে গড় ৪৭.৫০। তার আগের ম্যাচে হামবানটোটার বিপক্ষে খেলেছিলেন ১৯ বলে ৪৩ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস।
জাফনা টাইটানসের বিপক্ষে করেছিলেন ১৩ বলে ২০, কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে অপরাজিত ছিলেন ৩ বলে ৬ রান করে। আরেক ম্যাচে নুওয়ারা এলিয়া কিংসের বিপক্ষেও করেছেন ৬ বলে ৩।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে