বাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ এক মাস আগেই। ‘বিতর্কিত’ এই কোচের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরখাস্ত করেছিল হাথুরুকে। তাঁর বিরুদ্ধে অতিরিক্ত ছুটি কাটানো, নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ তুলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এক মাস পর কেন আবার সেই হাথুরুর প্রসঙ্গ? আলোচনাটা (হাথুরু) এসেছে লাল বলের ক্রিকেটে ইমরুল কায়েসের বিদায়ী ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে হাথুরু প্রধান কোচ হিসেবে এলেও তাঁর (হাথুরু) সঙ্গে কাজ করার সুযোগ মেলেনি। কারণ, ইমরুল তো আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে। কিন্তু ২০১৪ সালে প্রথম মেয়াদে হাথুরু আসার পর ইমরুল যতটুকু সময় পেয়েছিলেন, গুরুর থেকে অর্জিত সেই শিক্ষা এখনো মনে রেখেছেন তিনি (ইমরুল)। মিরপুর শেরেবাংলায় ঢাকা-খুলনা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমরুল বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহে অবশ্যই অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ। টেকনিক্যাল কোচ হিসেবে আমার কাছে তিনি ভালো কোচ ছিলেন। কিন্তু আবারও বলছি তাঁর আচরণে অনেক সমস্যা ছিল। অনেকের সঙ্গে মিলত না। আমি তাঁর কাছে অনেক কিছু শিখেছি ব্যাটার হিসেবে।’
কোন কোচ ইমরুলকে বুঝতে পারেননি ঠিকমতো? এই প্রশ্নের উত্তরে কারও নাম উল্লেখ করেননি ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘বোঝে না এরকম না আসলে। আমি কোচদের থেকে একটু দূরেই থাকতাম। এজন্যই থাকতাম যে বেশি কথা বলতাম না কোচদের সঙ্গে। কোচনির্ভর বেশি হতে চাইতাম না। সব সময় ভালো খেলার পরিকল্পনাই আমার ছিল। যদি তাঁর (কোচ) থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে, তাহলে নেব। এটুকুই। এর বাইরে আর কিছু চিন্তা করতাম না।’
হাথুরু প্রথম মেয়াদে আসার পরই ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। যা এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরম্যান্স। তবে সেই বিশ্বকাপে অফফর্মে থাকায় ইমরুলকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। ৯ বছর আগের পুরোনো স্মৃতি মনে করতে গিয়ে হাথুরুর কথা আজ উল্লেখ করেছেন ইমরুল। ‘দেখুন, আমার মনে আছে ২০১৫ বিশ্বকাপে যখন খেলে এলাম, ভালো খেলিনি তখন। আসার পর আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, আমি দলে কেন থাকব। খুব চাপে ছিলাম আমি। চন্ডিকা হাথুরুসিংহে খেলার আগের (পাকিস্তানের বিপক্ষে ২০১৫ খুলনা টেস্ট) দিনই কিছু কথা বলেছিলেন। প্রথম ইনিংসে ফিফটি করেছিলাম।’
লাল বলের ক্রিকেটে গতকালই ইমরুল শেষ ইনিংস খেলে ফেলেছেন।খুলনার হয়ে দুই ইনিংসে ১৬ ও ১ রান করেন।আনুষ্ঠানিকভাবে আজ শেষই হয়ে গেল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার। তিন দিনে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে ঢাকা ৯ উইকেটে হারায় খুলনাকে। ম্যাচ শেষে ইমরুলকে কাঁধে তুলে ‘ল্যাপ অব অনার’ দিয়েছেন সতীর্থরা। বিসিবি বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ফুলের তোড়া তুলে দেন ইমরুলের হাতে।
বাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ এক মাস আগেই। ‘বিতর্কিত’ এই কোচের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরখাস্ত করেছিল হাথুরুকে। তাঁর বিরুদ্ধে অতিরিক্ত ছুটি কাটানো, নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ তুলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এক মাস পর কেন আবার সেই হাথুরুর প্রসঙ্গ? আলোচনাটা (হাথুরু) এসেছে লাল বলের ক্রিকেটে ইমরুল কায়েসের বিদায়ী ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে হাথুরু প্রধান কোচ হিসেবে এলেও তাঁর (হাথুরু) সঙ্গে কাজ করার সুযোগ মেলেনি। কারণ, ইমরুল তো আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে। কিন্তু ২০১৪ সালে প্রথম মেয়াদে হাথুরু আসার পর ইমরুল যতটুকু সময় পেয়েছিলেন, গুরুর থেকে অর্জিত সেই শিক্ষা এখনো মনে রেখেছেন তিনি (ইমরুল)। মিরপুর শেরেবাংলায় ঢাকা-খুলনা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমরুল বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহে অবশ্যই অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ। টেকনিক্যাল কোচ হিসেবে আমার কাছে তিনি ভালো কোচ ছিলেন। কিন্তু আবারও বলছি তাঁর আচরণে অনেক সমস্যা ছিল। অনেকের সঙ্গে মিলত না। আমি তাঁর কাছে অনেক কিছু শিখেছি ব্যাটার হিসেবে।’
কোন কোচ ইমরুলকে বুঝতে পারেননি ঠিকমতো? এই প্রশ্নের উত্তরে কারও নাম উল্লেখ করেননি ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘বোঝে না এরকম না আসলে। আমি কোচদের থেকে একটু দূরেই থাকতাম। এজন্যই থাকতাম যে বেশি কথা বলতাম না কোচদের সঙ্গে। কোচনির্ভর বেশি হতে চাইতাম না। সব সময় ভালো খেলার পরিকল্পনাই আমার ছিল। যদি তাঁর (কোচ) থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে, তাহলে নেব। এটুকুই। এর বাইরে আর কিছু চিন্তা করতাম না।’
হাথুরু প্রথম মেয়াদে আসার পরই ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। যা এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরম্যান্স। তবে সেই বিশ্বকাপে অফফর্মে থাকায় ইমরুলকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। ৯ বছর আগের পুরোনো স্মৃতি মনে করতে গিয়ে হাথুরুর কথা আজ উল্লেখ করেছেন ইমরুল। ‘দেখুন, আমার মনে আছে ২০১৫ বিশ্বকাপে যখন খেলে এলাম, ভালো খেলিনি তখন। আসার পর আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, আমি দলে কেন থাকব। খুব চাপে ছিলাম আমি। চন্ডিকা হাথুরুসিংহে খেলার আগের (পাকিস্তানের বিপক্ষে ২০১৫ খুলনা টেস্ট) দিনই কিছু কথা বলেছিলেন। প্রথম ইনিংসে ফিফটি করেছিলাম।’
লাল বলের ক্রিকেটে গতকালই ইমরুল শেষ ইনিংস খেলে ফেলেছেন।খুলনার হয়ে দুই ইনিংসে ১৬ ও ১ রান করেন।আনুষ্ঠানিকভাবে আজ শেষই হয়ে গেল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার। তিন দিনে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে ঢাকা ৯ উইকেটে হারায় খুলনাকে। ম্যাচ শেষে ইমরুলকে কাঁধে তুলে ‘ল্যাপ অব অনার’ দিয়েছেন সতীর্থরা। বিসিবি বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ফুলের তোড়া তুলে দেন ইমরুলের হাতে।
বার্সেলোনা না ইন্টার মিলান—সেমিফাইনালের বাধা উতরে কে উঠবে ফাইনালে। বাজির দরে বার্সেলোনা ফেবারিট। উইলিয়াম হিল কিংবা বেটএমজিএম—দুই বাজিকর প্রতিষ্ঠানে বাজির দরে ইন্টারের চেয়ে ঢের এগিয়ে বার্সেলোনা...
৬ মিনিট আগে২০২৫ আইপিএল শেষ ভাগে চলে এসেছে। টুর্নামেন্টের ফাইনাল হতে আর ২০ দিনও বাকি নেই। এমন সময়ে মোহাম্মদ শামিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ১ কোটি রুপিও দাবি করা হয়েছে।
১ ঘণ্টা আগে২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে কাঁপিয়ে দিয়েছিলেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। অভিষেকে দুর্দান্ত খেলা এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
২ ঘণ্টা আগেফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
৩ ঘণ্টা আগে