প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান দলটি পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের বাকি চার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
জুনে ২০ দলের যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে দল দিয়েছে ১২ দল। গত রাতে দল ঘোষণা করেছে উগান্ডাও। সেটিও অভিনব কায়দায়। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি ভিডিও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে।
সেখানে দেখা যায়, উগান্ডার একজন কর্মজীবী নাগরিক দৈনন্দিন কাজের জন্য মোটরবাইকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর তাঁকে কর্মজীবী সেসব লোক একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের কার্ড দিচ্ছেন। সেই কার্ডের এক পিঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। অপর পিঠে উগান্ডার কোন কোন ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাঁর ছবি, নাম, জার্সি নম্বর।
কখনো মুদি দোকানে কখনো রাস্তার কোনো খাবারের দোকানে—এভাবেই সেই কর্মজীবী ব্যক্তি সারা দিনে জেনে জান উগান্ডার ১৫ সদস্যের বিশ্বকাপ দল। গত বছর আফ্রিকা বাছাইপর্বে যে ১৭ সদস্যের দল ছিল তাদের, সেখানে পাঁচ পরিবর্তন নিয়ে বিশ্বকাপ দল দিয়েছে উগান্ডা। দলটির নেতৃত্বে আছেন ব্রায়ান মাসাবা। তাঁর সহকারী রিয়াজাত আলী শাহ। দলে আছেন ৪৩ বছর বয়সী স্পিনার ফ্রাঙ্ক এনসুবুগাও।
উগান্ডা বিশ্বকাপ দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমস কাইউটা, বিলাল হুসেন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিয়ান্ডো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মুয়াবেজ।
প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান দলটি পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের বাকি চার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
জুনে ২০ দলের যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে দল দিয়েছে ১২ দল। গত রাতে দল ঘোষণা করেছে উগান্ডাও। সেটিও অভিনব কায়দায়। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি ভিডিও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে।
সেখানে দেখা যায়, উগান্ডার একজন কর্মজীবী নাগরিক দৈনন্দিন কাজের জন্য মোটরবাইকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর তাঁকে কর্মজীবী সেসব লোক একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের কার্ড দিচ্ছেন। সেই কার্ডের এক পিঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। অপর পিঠে উগান্ডার কোন কোন ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাঁর ছবি, নাম, জার্সি নম্বর।
কখনো মুদি দোকানে কখনো রাস্তার কোনো খাবারের দোকানে—এভাবেই সেই কর্মজীবী ব্যক্তি সারা দিনে জেনে জান উগান্ডার ১৫ সদস্যের বিশ্বকাপ দল। গত বছর আফ্রিকা বাছাইপর্বে যে ১৭ সদস্যের দল ছিল তাদের, সেখানে পাঁচ পরিবর্তন নিয়ে বিশ্বকাপ দল দিয়েছে উগান্ডা। দলটির নেতৃত্বে আছেন ব্রায়ান মাসাবা। তাঁর সহকারী রিয়াজাত আলী শাহ। দলে আছেন ৪৩ বছর বয়সী স্পিনার ফ্রাঙ্ক এনসুবুগাও।
উগান্ডা বিশ্বকাপ দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমস কাইউটা, বিলাল হুসেন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিয়ান্ডো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মুয়াবেজ।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৪১ মিনিট আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৩ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৭ ঘণ্টা আগে