একটা সংস্করণেই বাংলাদেশ গত ৬ বছর দাপট দেখিয়ে খেলিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ওপর। সেন্ট কিটসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেই জুজু কাটাল উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ জানিয়েছেন, পুরোনো ঘটনা তাঁদের ম্যাচটি জিতে অনুপ্রেরণা জুগিয়েছে।
মিরপুরে ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশকে হারানোর পর ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ গুনে গুনে টানা ১১ ওয়ানডে জেতে ক্যারিবীয়দের বিপক্ষে। সেন্ট কিটসে প্রথমে ব্যাটিং নিয়ে স্কোরবোর্ডে বাংলাদেশ যখন ২৯৪ রান জমা করে তখন আশা করা হচ্ছিল, সংখ্যাটা হয়ত ১২ পর্যন্ত যাবে। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে ২৭ রানেই ২ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। রানের জন্য হাঁসফাঁস করতে থাকা উইন্ডিজ ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হোপ বলেন, ‘ছেলেরা এভাবেই মাঠে খেলেছে এবং দেখিয়েছে টানা ১১ ম্যাচ হারের বৃত্ত থেকে এভাবেই বেরিয়ে আসতে চেয়েছি। এই ব্যাপার নিয়ে আমরা একটু হলেও আলোচনা করেছি।’
বাংলাদেশের বিপক্ষে গতকাল ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। দুই ওপেনার এভিন লুইস (১৬), ব্র্যান্ডন কিং (৯) এবং কিসি কার্টি (২১) ইনিংস বড় করতে পারেনি। বড় জুটি হয়েছে মিডল অর্ডারে। চতুর্থ ও পঞ্চম উইকেটে হোপ ও জাস্টিন গ্রিভসের সঙ্গে ৯৯ ও ৯৫ রানের জুটি দুটি গড়তে অবদান রাখেন শারফেন রাদারফোর্ড। যেখানে পঞ্চম উইকেটের জুটিটা এসেছে ৫৭ বলে। অধিনায়ক হোপ চার নম্বরে নেমে খেলেছেন ৮৮ বলে ৮৬ রানের ইনিংস। উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘ব্যাটারদের দায়িত্ব নেওয়ার কথা বলি এবং প্রায় সময়ই বড় স্কোরের তাগিদ দিই। প্রথম তিন-চার ব্যাটারকে অবশ্যই জ্বলে উঠতে হবে।’
নিজেদের সবশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর আত্মতুষ্টিতে ভুগতে চান না হোপ। কারণ, পিছিয়ে থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি। উইন্ডিজ অধিনায়ক বলেন,‘আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নির্ভার না, যতটা সম্ভব ধারাবাহিক হতে চাই।’
৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাদারফোর্ড। ৮০ বলের ইনিংসে ৭ চার ও ৮ ছক্কা মেরেছেন তিনি। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
একটা সংস্করণেই বাংলাদেশ গত ৬ বছর দাপট দেখিয়ে খেলিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ওপর। সেন্ট কিটসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেই জুজু কাটাল উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ জানিয়েছেন, পুরোনো ঘটনা তাঁদের ম্যাচটি জিতে অনুপ্রেরণা জুগিয়েছে।
মিরপুরে ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশকে হারানোর পর ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ গুনে গুনে টানা ১১ ওয়ানডে জেতে ক্যারিবীয়দের বিপক্ষে। সেন্ট কিটসে প্রথমে ব্যাটিং নিয়ে স্কোরবোর্ডে বাংলাদেশ যখন ২৯৪ রান জমা করে তখন আশা করা হচ্ছিল, সংখ্যাটা হয়ত ১২ পর্যন্ত যাবে। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে ২৭ রানেই ২ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। রানের জন্য হাঁসফাঁস করতে থাকা উইন্ডিজ ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হোপ বলেন, ‘ছেলেরা এভাবেই মাঠে খেলেছে এবং দেখিয়েছে টানা ১১ ম্যাচ হারের বৃত্ত থেকে এভাবেই বেরিয়ে আসতে চেয়েছি। এই ব্যাপার নিয়ে আমরা একটু হলেও আলোচনা করেছি।’
বাংলাদেশের বিপক্ষে গতকাল ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। দুই ওপেনার এভিন লুইস (১৬), ব্র্যান্ডন কিং (৯) এবং কিসি কার্টি (২১) ইনিংস বড় করতে পারেনি। বড় জুটি হয়েছে মিডল অর্ডারে। চতুর্থ ও পঞ্চম উইকেটে হোপ ও জাস্টিন গ্রিভসের সঙ্গে ৯৯ ও ৯৫ রানের জুটি দুটি গড়তে অবদান রাখেন শারফেন রাদারফোর্ড। যেখানে পঞ্চম উইকেটের জুটিটা এসেছে ৫৭ বলে। অধিনায়ক হোপ চার নম্বরে নেমে খেলেছেন ৮৮ বলে ৮৬ রানের ইনিংস। উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘ব্যাটারদের দায়িত্ব নেওয়ার কথা বলি এবং প্রায় সময়ই বড় স্কোরের তাগিদ দিই। প্রথম তিন-চার ব্যাটারকে অবশ্যই জ্বলে উঠতে হবে।’
নিজেদের সবশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর আত্মতুষ্টিতে ভুগতে চান না হোপ। কারণ, পিছিয়ে থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি। উইন্ডিজ অধিনায়ক বলেন,‘আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নির্ভার না, যতটা সম্ভব ধারাবাহিক হতে চাই।’
৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাদারফোর্ড। ৮০ বলের ইনিংসে ৭ চার ও ৮ ছক্কা মেরেছেন তিনি। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
মাঠের পারফরম্যান্সে ক্রিস্টিয়ানো রোনালদো তো রেকর্ডের পর রেকর্ড গড়ে চলছেন। কিন্তু তারকা এই ফরোয়ার্ডের রেকর্ড তো কেবল এক জায়গায় থেমে নেই। অর্থকড়ির দিক থেকেও তিনি গড়েছেন রেকর্ড। বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার বনে যাওয়া রোনালদোর নাম ফোর্বসের তালিকাতেও শীর্ষে।
৬ মিনিট আগেকলম্বোতে ২ অক্টোবর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু কলম্বোর এই জয়ের পরই হোঁচট খায় জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। বিশাখাপত্তনমে গতকাল অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে বাংলাদেশ একরকম ছিটকে গেছে।
৩৭ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটের একমাত্র ‘বিশ্বকাপজয়ী’ অধিনায়ক তিনি। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া আকবর আলী সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে নতুন বার্তাই যেন দিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস।
১ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ভারত-পাকিস্তানের ক্রিকেটেও। সেপ্টেম্বরে এশিয়া কাপে দুই দলের অধিনায়কেরা করমর্দন করেননি। সেটা দেখা গেছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপেও। কলম্বোতে গত ৫ অক্টোবরের ম্যাচে ফাতিমা সানা ও হারমানপ্রীত কৌর হাত মেলাননি।
২ ঘণ্টা আগে