ক্রীড়া ডেস্ক
একটা সংস্করণেই বাংলাদেশ গত ৬ বছর দাপট দেখিয়ে খেলিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ওপর। সেন্ট কিটসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেই জুজু কাটাল উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ জানিয়েছেন, পুরোনো ঘটনা তাঁদের ম্যাচটি জিতে অনুপ্রেরণা জুগিয়েছে।
মিরপুরে ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশকে হারানোর পর ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ গুনে গুনে টানা ১১ ওয়ানডে জেতে ক্যারিবীয়দের বিপক্ষে। সেন্ট কিটসে প্রথমে ব্যাটিং নিয়ে স্কোরবোর্ডে বাংলাদেশ যখন ২৯৪ রান জমা করে তখন আশা করা হচ্ছিল, সংখ্যাটা হয়ত ১২ পর্যন্ত যাবে। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে ২৭ রানেই ২ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। রানের জন্য হাঁসফাঁস করতে থাকা উইন্ডিজ ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হোপ বলেন, ‘ছেলেরা এভাবেই মাঠে খেলেছে এবং দেখিয়েছে টানা ১১ ম্যাচ হারের বৃত্ত থেকে এভাবেই বেরিয়ে আসতে চেয়েছি। এই ব্যাপার নিয়ে আমরা একটু হলেও আলোচনা করেছি।’
বাংলাদেশের বিপক্ষে গতকাল ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। দুই ওপেনার এভিন লুইস (১৬), ব্র্যান্ডন কিং (৯) এবং কিসি কার্টি (২১) ইনিংস বড় করতে পারেনি। বড় জুটি হয়েছে মিডল অর্ডারে। চতুর্থ ও পঞ্চম উইকেটে হোপ ও জাস্টিন গ্রিভসের সঙ্গে ৯৯ ও ৯৫ রানের জুটি দুটি গড়তে অবদান রাখেন শারফেন রাদারফোর্ড। যেখানে পঞ্চম উইকেটের জুটিটা এসেছে ৫৭ বলে। অধিনায়ক হোপ চার নম্বরে নেমে খেলেছেন ৮৮ বলে ৮৬ রানের ইনিংস। উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘ব্যাটারদের দায়িত্ব নেওয়ার কথা বলি এবং প্রায় সময়ই বড় স্কোরের তাগিদ দিই। প্রথম তিন-চার ব্যাটারকে অবশ্যই জ্বলে উঠতে হবে।’
নিজেদের সবশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর আত্মতুষ্টিতে ভুগতে চান না হোপ। কারণ, পিছিয়ে থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি। উইন্ডিজ অধিনায়ক বলেন,‘আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নির্ভার না, যতটা সম্ভব ধারাবাহিক হতে চাই।’
৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাদারফোর্ড। ৮০ বলের ইনিংসে ৭ চার ও ৮ ছক্কা মেরেছেন তিনি। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
একটা সংস্করণেই বাংলাদেশ গত ৬ বছর দাপট দেখিয়ে খেলিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ওপর। সেন্ট কিটসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেই জুজু কাটাল উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ জানিয়েছেন, পুরোনো ঘটনা তাঁদের ম্যাচটি জিতে অনুপ্রেরণা জুগিয়েছে।
মিরপুরে ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশকে হারানোর পর ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ গুনে গুনে টানা ১১ ওয়ানডে জেতে ক্যারিবীয়দের বিপক্ষে। সেন্ট কিটসে প্রথমে ব্যাটিং নিয়ে স্কোরবোর্ডে বাংলাদেশ যখন ২৯৪ রান জমা করে তখন আশা করা হচ্ছিল, সংখ্যাটা হয়ত ১২ পর্যন্ত যাবে। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে ২৭ রানেই ২ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। রানের জন্য হাঁসফাঁস করতে থাকা উইন্ডিজ ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হোপ বলেন, ‘ছেলেরা এভাবেই মাঠে খেলেছে এবং দেখিয়েছে টানা ১১ ম্যাচ হারের বৃত্ত থেকে এভাবেই বেরিয়ে আসতে চেয়েছি। এই ব্যাপার নিয়ে আমরা একটু হলেও আলোচনা করেছি।’
বাংলাদেশের বিপক্ষে গতকাল ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। দুই ওপেনার এভিন লুইস (১৬), ব্র্যান্ডন কিং (৯) এবং কিসি কার্টি (২১) ইনিংস বড় করতে পারেনি। বড় জুটি হয়েছে মিডল অর্ডারে। চতুর্থ ও পঞ্চম উইকেটে হোপ ও জাস্টিন গ্রিভসের সঙ্গে ৯৯ ও ৯৫ রানের জুটি দুটি গড়তে অবদান রাখেন শারফেন রাদারফোর্ড। যেখানে পঞ্চম উইকেটের জুটিটা এসেছে ৫৭ বলে। অধিনায়ক হোপ চার নম্বরে নেমে খেলেছেন ৮৮ বলে ৮৬ রানের ইনিংস। উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘ব্যাটারদের দায়িত্ব নেওয়ার কথা বলি এবং প্রায় সময়ই বড় স্কোরের তাগিদ দিই। প্রথম তিন-চার ব্যাটারকে অবশ্যই জ্বলে উঠতে হবে।’
নিজেদের সবশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর আত্মতুষ্টিতে ভুগতে চান না হোপ। কারণ, পিছিয়ে থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি। উইন্ডিজ অধিনায়ক বলেন,‘আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নির্ভার না, যতটা সম্ভব ধারাবাহিক হতে চাই।’
৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাদারফোর্ড। ৮০ বলের ইনিংসে ৭ চার ও ৮ ছক্কা মেরেছেন তিনি। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন নয়। আজ ডিপিএলের প্রথম দিনেই দেখা গেল আম্পায়ারিং বিতর্ক। বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বিতর্কিত এক আউটের সিদ্ধান্তকে...
১ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
১৫ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
১৫ ঘণ্টা আগে