ভারতে যখন ওয়ানডে বিশ্বকাপ চলছে, ওয়েস্ট ইন্ডিজ সেখানে নিতান্তই দর্শক। কেননা এবারই যে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা হচ্ছে না উইন্ডিজের। ক্রিকেটের বাকি দুই সংস্করণ টেস্ট, টি-টোয়েন্টিতেও অবস্থা ভালো নয় ক্যারিবীয়দের। তাতেই যেন টনক নড়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলোতে মোটা অঙ্কের টাকা খরচ করার কথা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
কম্বাইন্ড ক্যাম্পাসেস অ্যান্ড কলেজ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে সিজি ইউনাইটেড সুপার ফিফটি কাপের নতুন মৌসুম। তার আগে গতকাল সিডব্লুআই এক বিবৃতিতে জানিয়েছে, আগামী চার বছরে পুরুষ-নারী মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে তাদের খরচ হবে ২৫ মিলিয়ন ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি ৫০ লাখ টাকা।
কম্বাইন্ড ক্যাম্পাসেস অ্যান্ড কলেজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গায়ানা, জ্যামাইকা, বার্বাডোজ, লিওয়ার্ড আইল্যান্ডস, উইন্ডওয়ার্ড আইল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ অ্যাকাডেমি-এই ৮ দল নিয়ে হবে সিজি ইউনাইটেডের নতুন মৌসুম। রাউন্ড রবিন লিগে হওয়া এই টুর্নামেন্টের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। এরপরফাইনাল হবে ১১ নভেম্বর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ডলার (বাংলাদেশি ১ কোটি ১০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৫০ হাজার ডলার (বাংলাদেশি ৫৫ লাখ টাকা)। গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলও পাবে ৫৫ লাখ টাকা।
নারীদের সিজি ইউনাইটেড সুপার ফিফটি কাপ, টি-টোয়েন্টি ব্লেজ টুর্নামেন্টেও রয়েছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। ২০২৪ সিজি ইউনাইটেডের জয়ী দল পাবে ২০ হাজার ডলার (বাংলাদেশি ২২ লাখ টাকা)। চার বছরের নতুন চক্রে তা আগামী বছর থেকে বিবেচনা করা হবে। টি-টোয়েন্টি ব্লেজ জয়ী দলও পাবে ২২ লাখ টাকা। দুই টুর্নামেন্টের ক্ষেত্রেই তা বেড়েছে ১০ হাজার ডলার (বাংলাদেশি ১১ লাখ টাকা)। দুটো ক্ষেত্রেই রানার্স আপ দল পাবে ১১ লাখ টাকা করে।
২০২৪ এর প্রথম দিকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপেও অর্থ পুরস্কার বাড়ানো হয়েছে। চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেটে জয়ী দল পাবে ২ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা) । অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা দল পাবে ১ কোটি ১০ লাখ টাকা।
সিডব্লুআইয়ের সভাপতি ডক্টর কিশোর শ্যালোর মতে, ক্রিকেটারদের প্রাইজমানি বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্যালো বলেন, ‘ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতেই ক্রিকেটারদের এমন টাকা পয়সা বাড়িয়ে দেওয়া হচ্ছে । এটার সঙ্গে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টগুলো মিলে আন্তর্জাতিক ক্রিকেট ও আমাদের ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে ব্যবধা্ন কমাতে পারবে বলে আশা করছি। আমরা বিশ্বাস করি এটা খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করবে । খেলায় বিনিয়োগের এটা একটা অংশ ও তাদের জন্যও যারা মাঠে পতাকা উড়িয়ে থাকে।’
ভারতে যখন ওয়ানডে বিশ্বকাপ চলছে, ওয়েস্ট ইন্ডিজ সেখানে নিতান্তই দর্শক। কেননা এবারই যে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা হচ্ছে না উইন্ডিজের। ক্রিকেটের বাকি দুই সংস্করণ টেস্ট, টি-টোয়েন্টিতেও অবস্থা ভালো নয় ক্যারিবীয়দের। তাতেই যেন টনক নড়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলোতে মোটা অঙ্কের টাকা খরচ করার কথা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
কম্বাইন্ড ক্যাম্পাসেস অ্যান্ড কলেজ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে সিজি ইউনাইটেড সুপার ফিফটি কাপের নতুন মৌসুম। তার আগে গতকাল সিডব্লুআই এক বিবৃতিতে জানিয়েছে, আগামী চার বছরে পুরুষ-নারী মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে তাদের খরচ হবে ২৫ মিলিয়ন ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি ৫০ লাখ টাকা।
কম্বাইন্ড ক্যাম্পাসেস অ্যান্ড কলেজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গায়ানা, জ্যামাইকা, বার্বাডোজ, লিওয়ার্ড আইল্যান্ডস, উইন্ডওয়ার্ড আইল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ অ্যাকাডেমি-এই ৮ দল নিয়ে হবে সিজি ইউনাইটেডের নতুন মৌসুম। রাউন্ড রবিন লিগে হওয়া এই টুর্নামেন্টের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। এরপরফাইনাল হবে ১১ নভেম্বর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ডলার (বাংলাদেশি ১ কোটি ১০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৫০ হাজার ডলার (বাংলাদেশি ৫৫ লাখ টাকা)। গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলও পাবে ৫৫ লাখ টাকা।
নারীদের সিজি ইউনাইটেড সুপার ফিফটি কাপ, টি-টোয়েন্টি ব্লেজ টুর্নামেন্টেও রয়েছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। ২০২৪ সিজি ইউনাইটেডের জয়ী দল পাবে ২০ হাজার ডলার (বাংলাদেশি ২২ লাখ টাকা)। চার বছরের নতুন চক্রে তা আগামী বছর থেকে বিবেচনা করা হবে। টি-টোয়েন্টি ব্লেজ জয়ী দলও পাবে ২২ লাখ টাকা। দুই টুর্নামেন্টের ক্ষেত্রেই তা বেড়েছে ১০ হাজার ডলার (বাংলাদেশি ১১ লাখ টাকা)। দুটো ক্ষেত্রেই রানার্স আপ দল পাবে ১১ লাখ টাকা করে।
২০২৪ এর প্রথম দিকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপেও অর্থ পুরস্কার বাড়ানো হয়েছে। চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেটে জয়ী দল পাবে ২ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা) । অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা দল পাবে ১ কোটি ১০ লাখ টাকা।
সিডব্লুআইয়ের সভাপতি ডক্টর কিশোর শ্যালোর মতে, ক্রিকেটারদের প্রাইজমানি বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্যালো বলেন, ‘ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতেই ক্রিকেটারদের এমন টাকা পয়সা বাড়িয়ে দেওয়া হচ্ছে । এটার সঙ্গে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টগুলো মিলে আন্তর্জাতিক ক্রিকেট ও আমাদের ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে ব্যবধা্ন কমাতে পারবে বলে আশা করছি। আমরা বিশ্বাস করি এটা খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করবে । খেলায় বিনিয়োগের এটা একটা অংশ ও তাদের জন্যও যারা মাঠে পতাকা উড়িয়ে থাকে।’
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১২ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৩ ঘণ্টা আগে