ক্রিকেটের সৌজন্যে মাঝে মাঝে অনেক বিস্ময় দেখারও সুযোগ হয়। বাবা-ছেলের জুটি আগেও বিভিন্ন সময় দেখা গেছে ক্রিকেটে। ডার্বিশায়ার ক্রিকেট লিগে ডিভিশন নাইনের ম্যাচে যা হয়েছে, তা বিস্ময়ই!
জুটি বেঁধে দলের বিপর্যয়ে ঢাল হয়ে ম্যাচ ড্র করলেন বাবা ও ছেলে। বাবা ১৩৭ বলে শূন্য রানে অপরাজিত থাকেন। ছেলে ৭১ বলে ৪ রান করে আউট হয়েছেন। ছেলের ৪টি রানও এসেছে একটি বাউন্ডারি থেকে।
ডার্বিশায়ার ক্রিকেট লিগে মিকলওভার থার্ড ইলেভেনের বিপক্ষে এমন ব্যাটিং ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ফোর্থ ইলেভেনের বাবা ইয়ান বেস্টউইক ও ছেলে থমাস বেস্টউইক। দুজনে মিলে ২০৮ বল খেলে করেছেন ৪ রান।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ম্যাক্স থমসন ১৭ চার ও ১৪ ছক্কার তাণ্ডবে ১২৮ বলে খেলেন ১৮৬ রানের কল্যাণে মিকলওভার ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ডার্লি অ্যাবি ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কঠিন বিপর্যয়ে পড়ে।
তারপর বাবা-ছেলে ইয়ান-থমাস থিতু হয়ে দাঁড়ালেন। মিকলওভারের বোলারদের হতাশ করে ম্যাচ ড্রয়ের দিকে নিয়ে যান তাঁরা। শেষ দিকে জুটি ভাঙে লিয়াম ফিঞ্চের বলে থমাস বোল্ড হলে। ৭১ বলে ৪ রান করেন তিনি।
ছেলে আউট হলেও বাবাকে আউট করা অসম্ভবই থাকল। ১৩৭ বলে ০ যেন জ্বলজ্বল করছিল তাঁর নামের পাশে! ডার্লি অ্যাবি হার এড়াল তাঁর ‘শূন্য’ রানের কল্যাণেই। ৪৫ ওভারে ৪ উইকেটে ২১ রান করার পর ড্র হয় ম্যাচ। এর মধ্যে ৯ রান আসে অতিরিক্ত থেকে।
ম্যাচ শেষে বাবা ইয়ান বেস্টউইক বললেন, ‘একটা পর্যায়ে রান না করতেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমি। আমাদের ড্রেসিং রুম তো উল্লাসে কাঁপছিল। উচ্ছ্বসিত ছিল সবাই। এই ম্যাচই তুলে ধরেছে, স্থানীয় ক্রিকেট কতটা ভালো হতে পারে। বোলিংয়ের সময় তিন ঘণ্টা ধরে মাঠের সব প্রান্তে ছুটোছুটি করতে হয়েছে আমাদের। ইনিংস শেষে আমাদের ছেলেরা খুবই হতাশ ছিল। কিন্তু ম্যাচ শেষে মনে হয়েছে, আমরা কাপ জিতেছি বা এ রকম কিছু।’
ক্রিকেটের সৌজন্যে মাঝে মাঝে অনেক বিস্ময় দেখারও সুযোগ হয়। বাবা-ছেলের জুটি আগেও বিভিন্ন সময় দেখা গেছে ক্রিকেটে। ডার্বিশায়ার ক্রিকেট লিগে ডিভিশন নাইনের ম্যাচে যা হয়েছে, তা বিস্ময়ই!
জুটি বেঁধে দলের বিপর্যয়ে ঢাল হয়ে ম্যাচ ড্র করলেন বাবা ও ছেলে। বাবা ১৩৭ বলে শূন্য রানে অপরাজিত থাকেন। ছেলে ৭১ বলে ৪ রান করে আউট হয়েছেন। ছেলের ৪টি রানও এসেছে একটি বাউন্ডারি থেকে।
ডার্বিশায়ার ক্রিকেট লিগে মিকলওভার থার্ড ইলেভেনের বিপক্ষে এমন ব্যাটিং ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ফোর্থ ইলেভেনের বাবা ইয়ান বেস্টউইক ও ছেলে থমাস বেস্টউইক। দুজনে মিলে ২০৮ বল খেলে করেছেন ৪ রান।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ম্যাক্স থমসন ১৭ চার ও ১৪ ছক্কার তাণ্ডবে ১২৮ বলে খেলেন ১৮৬ রানের কল্যাণে মিকলওভার ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ডার্লি অ্যাবি ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কঠিন বিপর্যয়ে পড়ে।
তারপর বাবা-ছেলে ইয়ান-থমাস থিতু হয়ে দাঁড়ালেন। মিকলওভারের বোলারদের হতাশ করে ম্যাচ ড্রয়ের দিকে নিয়ে যান তাঁরা। শেষ দিকে জুটি ভাঙে লিয়াম ফিঞ্চের বলে থমাস বোল্ড হলে। ৭১ বলে ৪ রান করেন তিনি।
ছেলে আউট হলেও বাবাকে আউট করা অসম্ভবই থাকল। ১৩৭ বলে ০ যেন জ্বলজ্বল করছিল তাঁর নামের পাশে! ডার্লি অ্যাবি হার এড়াল তাঁর ‘শূন্য’ রানের কল্যাণেই। ৪৫ ওভারে ৪ উইকেটে ২১ রান করার পর ড্র হয় ম্যাচ। এর মধ্যে ৯ রান আসে অতিরিক্ত থেকে।
ম্যাচ শেষে বাবা ইয়ান বেস্টউইক বললেন, ‘একটা পর্যায়ে রান না করতেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমি। আমাদের ড্রেসিং রুম তো উল্লাসে কাঁপছিল। উচ্ছ্বসিত ছিল সবাই। এই ম্যাচই তুলে ধরেছে, স্থানীয় ক্রিকেট কতটা ভালো হতে পারে। বোলিংয়ের সময় তিন ঘণ্টা ধরে মাঠের সব প্রান্তে ছুটোছুটি করতে হয়েছে আমাদের। ইনিংস শেষে আমাদের ছেলেরা খুবই হতাশ ছিল। কিন্তু ম্যাচ শেষে মনে হয়েছে, আমরা কাপ জিতেছি বা এ রকম কিছু।’
ওয়ানডে থেকে টি-টোয়েন্টি—সংস্করণ বদলাতেই যেন বদলে গেলেন বাবর আজম। কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের ছিল দুটি ফিফটি, এবার টি-টোয়েন্টিতে রানের জন্য রীতিমতো ধুঁকছেন তিনি। একজন অধিনায়ককে যখন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, তাঁর বেলায় ঘটছে উল্টো।
২৬ মিনিট আগেমেহেদী হাসান মিরাজ এখন ব্যস্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে আছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এই টেস্টের মাঝেই তাঁর নাম দেখা গেল কানাডা লিগে।
১ ঘণ্টা আগেমেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
২ ঘণ্টা আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে