Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়া লিটন এখন কী করছেন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৩১
বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে কাজ করছেন লিটন দাস। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে কাজ করছেন লিটন দাস। ছবি: আজকের পত্রিকা

চ্যাম্পিয়নস ট্রফির আগে দুবাইয়ে প্রস্তুতি নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। আর মিরপুরে লিটন দাস, শরীফুল ইসলাম, মুমিনুল হক, জাকির হাসান, ইবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান, সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়দের নিয়ে শুরু হয়েছে আরেক প্রস্তুতি। সেটা হলো বাংলাদেশ টাইগার্স ক্যাম্প।

বিপিএল শেষে সংক্ষিপ্ত বিরতির পর আবার মাঠের অনুশীলনে ফিরেছেন লিটন-শরীফুলরা। তবে এবার কোনো লিগ নয়, বরং জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের স্কিল ও ফিটনেস ধরে রাখার লক্ষ্যেই চলছে এই ক্যাম্প।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু হওয়া এই ক্যাম্প মূলত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগ পর্যন্ত চলবে। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেছেন, ‘লিগের আগে ক্রিকেটারদের প্রস্তুত রাখতে এবং ম্যাচ ফিটনেস নিশ্চিত করতেই এই ক্যাম্প।’

টাইগার্স ক্যাম্প পরিচালনার দায়িত্বে রয়েছেন দেশি কোচরা। সোহেল ইসলাম তত্ত্বাবধান করছেন। ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হয়েছে। স্কিল অনুশীলনও চলবে। এদিকে ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা। চোট বা অন্য কোনো কারণে দলে পরিবর্তনের প্রয়োজন হলে যেন বিকল্প ক্রিকেটার প্রস্তুত থাকেন, সেই লক্ষ্যেও চলছে টাইগার্স ক্যাম্প।

শেরেবাংলায় এখন পুরোদমে চলছে ক্রিকেটের ব্যস্ততা। একাডেমি মাঠে অনূর্ধ্ব-১৯ দল অনুশীলনে ব্যস্ত। ডিপিএল সামনে রেখে প্রস্তুত হচ্ছেন নারী ক্রিকেটাররা। আর ইনডোরে চলছে টাইগার্স ক্যাম্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত