মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। সেই জয়ের পর এখন নিজেদের হারিয়ে খুঁজছে বিসিবি এইচপি। দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচ হারল আকবর আলীর নেতৃত্বাধীন দল।
১১, ১২ আগস্ট টানা দুই দিন মেলবোর্ন রেনেগেডস ও তাসমানিয়ার বিপক্ষে খেলেছে বিসিবি এইচপি। যেখানে তাসমানিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ উইকেটে হেরে যান আকবর-তানজিদ হাসান তামিমরা। এক দিন বিরতির পর আজ বিসিবি এইচপি খেলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ডারউইনের ম্যারারা ওভালে আকবরের দল হেরেছে ৮ উইকেটে।
১৪৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় বলে জশ কানকে ফিরিয়েছেন রিপন মন্ডল। গোল্ডেন ডাক মেরেছেন অ্যাডিলেড ওপেনার কান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন নোয়াহ ম্যাকফেডেন। দ্বিতীয় উইকেটে ওপেনার জেক উইন্টারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ম্যাকফেডেন। এই জুটিই মূলত অ্যাডিলেডের জয়ের ভিত গড়ে দেয়।
উইন্টার-ম্যাকফেডেনের জুটি ভাঙেন আবু হায়দার রনি। ১২তম ওভারের পঞ্চম বলে ম্যাকফেডেনের উইকেট নিয়েছেন রনি। ৩২ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন ম্যাকফেডেন। ওপেনার উইন্টার অ্যাডিলেডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তৃতীয় উইকেটে উইন্টার-হ্যামিশ কেস গড়েন ৬৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৭.৪ ওভারে ২ উইকেটে ১৪৮ রান করে অ্যাডিলেড। ১৪ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ে সর্বোচ্চ ৮২ রান করেন উইন্টার। ৫৪ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন অ্যাডিলেড ওপেনার।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি এইচপি। ৯.১ ওভারে ৪ উইকেটে ৫২ রানে পরিণত হয় আকবরের দল। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব করেছেন ১, ৮ ও ২ রান। যেখানে একপ্রান্ত আগলে রাখা ওপেনার জিশান আলম ২১ বলে ২৬ রান করে আউট হয়েছেন দশম ওভারের প্রথম বলে।
মিডল অর্ডারে নামা আকবর ও শামীম হোসেন পাটোয়ারীই মূলত বিসিবি এইচপিকে ১৫০ ছুঁইছুঁই স্কোর করতে সহায়তা করে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন শামীম। ৩২ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে বিসিবি এইচপি। সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন টিম ওকলি ও হ্যারি ম্যানেন্তি। দুজনেই খরচ করেছেন ৩১ রান। তবে ওকলি বোলিং করেন ৩ ওভার। ৪ ওভার পূর্ণ করেন ম্যানেন্তি।
মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। সেই জয়ের পর এখন নিজেদের হারিয়ে খুঁজছে বিসিবি এইচপি। দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচ হারল আকবর আলীর নেতৃত্বাধীন দল।
১১, ১২ আগস্ট টানা দুই দিন মেলবোর্ন রেনেগেডস ও তাসমানিয়ার বিপক্ষে খেলেছে বিসিবি এইচপি। যেখানে তাসমানিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ উইকেটে হেরে যান আকবর-তানজিদ হাসান তামিমরা। এক দিন বিরতির পর আজ বিসিবি এইচপি খেলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ডারউইনের ম্যারারা ওভালে আকবরের দল হেরেছে ৮ উইকেটে।
১৪৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় বলে জশ কানকে ফিরিয়েছেন রিপন মন্ডল। গোল্ডেন ডাক মেরেছেন অ্যাডিলেড ওপেনার কান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন নোয়াহ ম্যাকফেডেন। দ্বিতীয় উইকেটে ওপেনার জেক উইন্টারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ম্যাকফেডেন। এই জুটিই মূলত অ্যাডিলেডের জয়ের ভিত গড়ে দেয়।
উইন্টার-ম্যাকফেডেনের জুটি ভাঙেন আবু হায়দার রনি। ১২তম ওভারের পঞ্চম বলে ম্যাকফেডেনের উইকেট নিয়েছেন রনি। ৩২ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন ম্যাকফেডেন। ওপেনার উইন্টার অ্যাডিলেডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তৃতীয় উইকেটে উইন্টার-হ্যামিশ কেস গড়েন ৬৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৭.৪ ওভারে ২ উইকেটে ১৪৮ রান করে অ্যাডিলেড। ১৪ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ে সর্বোচ্চ ৮২ রান করেন উইন্টার। ৫৪ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন অ্যাডিলেড ওপেনার।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি এইচপি। ৯.১ ওভারে ৪ উইকেটে ৫২ রানে পরিণত হয় আকবরের দল। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব করেছেন ১, ৮ ও ২ রান। যেখানে একপ্রান্ত আগলে রাখা ওপেনার জিশান আলম ২১ বলে ২৬ রান করে আউট হয়েছেন দশম ওভারের প্রথম বলে।
মিডল অর্ডারে নামা আকবর ও শামীম হোসেন পাটোয়ারীই মূলত বিসিবি এইচপিকে ১৫০ ছুঁইছুঁই স্কোর করতে সহায়তা করে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন শামীম। ৩২ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে বিসিবি এইচপি। সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন টিম ওকলি ও হ্যারি ম্যানেন্তি। দুজনেই খরচ করেছেন ৩১ রান। তবে ওকলি বোলিং করেন ৩ ওভার। ৪ ওভার পূর্ণ করেন ম্যানেন্তি।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে