Ajker Patrika

অস্ট্রেলিয়ায় আবারও হারল বিসিবি এইচপি 

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৩: ৫৩
অস্ট্রেলিয়ায় আবারও হারল বিসিবি এইচপি 

মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। সেই জয়ের পর এখন নিজেদের হারিয়ে খুঁজছে বিসিবি এইচপি। দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচ হারল আকবর আলীর নেতৃত্বাধীন দল। 

১১, ১২ আগস্ট টানা দুই দিন মেলবোর্ন রেনেগেডস ও তাসমানিয়ার বিপক্ষে খেলেছে বিসিবি এইচপি। যেখানে তাসমানিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ উইকেটে হেরে যান আকবর-তানজিদ হাসান তামিমরা। এক দিন বিরতির পর আজ বিসিবি এইচপি খেলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ডারউইনের ম্যারারা ওভালে আকবরের দল হেরেছে ৮ উইকেটে। 

১৪৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় বলে জশ কানকে ফিরিয়েছেন রিপন মন্ডল। গোল্ডেন ডাক মেরেছেন অ্যাডিলেড ওপেনার কান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন নোয়াহ ম্যাকফেডেন। দ্বিতীয় উইকেটে ওপেনার জেক উইন্টারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ম্যাকফেডেন। এই জুটিই মূলত অ্যাডিলেডের জয়ের ভিত গড়ে দেয়। 

উইন্টার-ম্যাকফেডেনের জুটি ভাঙেন আবু হায়দার রনি। ১২তম ওভারের পঞ্চম বলে ম্যাকফেডেনের উইকেট নিয়েছেন রনি। ৩২ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন ম্যাকফেডেন।  ওপেনার উইন্টার অ্যাডিলেডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তৃতীয় উইকেটে উইন্টার-হ্যামিশ কেস গড়েন ৬৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৭.৪ ওভারে ২ উইকেটে ১৪৮ রান করে অ্যাডিলেড। ১৪ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ে সর্বোচ্চ ৮২ রান করেন উইন্টার। ৫৪ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন অ্যাডিলেড ওপেনার।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি এইচপি। ৯.১ ওভারে ৪ উইকেটে ৫২ রানে পরিণত হয় আকবরের দল। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব করেছেন ১, ৮ ও ২ রান। যেখানে একপ্রান্ত আগলে রাখা ওপেনার জিশান আলম ২১ বলে ২৬ রান করে আউট হয়েছেন দশম ওভারের প্রথম বলে। 

মিডল অর্ডারে নামা আকবর ও শামীম হোসেন পাটোয়ারীই মূলত বিসিবি এইচপিকে ১৫০ ছুঁইছুঁই স্কোর করতে সহায়তা করে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন শামীম। ৩২ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। নির্ধারিত  ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে বিসিবি এইচপি। সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন টিম ওকলি ও হ্যারি ম্যানেন্তি। দুজনেই খরচ করেছেন ৩১ রান। তবে ওকলি বোলিং করেন ৩ ওভার। ৪ ওভার পূর্ণ করেন ম্যানেন্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত