মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। সেই জয়ের পর এখন নিজেদের হারিয়ে খুঁজছে বিসিবি এইচপি। দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচ হারল আকবর আলীর নেতৃত্বাধীন দল।
১১, ১২ আগস্ট টানা দুই দিন মেলবোর্ন রেনেগেডস ও তাসমানিয়ার বিপক্ষে খেলেছে বিসিবি এইচপি। যেখানে তাসমানিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ উইকেটে হেরে যান আকবর-তানজিদ হাসান তামিমরা। এক দিন বিরতির পর আজ বিসিবি এইচপি খেলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ডারউইনের ম্যারারা ওভালে আকবরের দল হেরেছে ৮ উইকেটে।
১৪৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় বলে জশ কানকে ফিরিয়েছেন রিপন মন্ডল। গোল্ডেন ডাক মেরেছেন অ্যাডিলেড ওপেনার কান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন নোয়াহ ম্যাকফেডেন। দ্বিতীয় উইকেটে ওপেনার জেক উইন্টারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ম্যাকফেডেন। এই জুটিই মূলত অ্যাডিলেডের জয়ের ভিত গড়ে দেয়।
উইন্টার-ম্যাকফেডেনের জুটি ভাঙেন আবু হায়দার রনি। ১২তম ওভারের পঞ্চম বলে ম্যাকফেডেনের উইকেট নিয়েছেন রনি। ৩২ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন ম্যাকফেডেন। ওপেনার উইন্টার অ্যাডিলেডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তৃতীয় উইকেটে উইন্টার-হ্যামিশ কেস গড়েন ৬৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৭.৪ ওভারে ২ উইকেটে ১৪৮ রান করে অ্যাডিলেড। ১৪ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ে সর্বোচ্চ ৮২ রান করেন উইন্টার। ৫৪ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন অ্যাডিলেড ওপেনার।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি এইচপি। ৯.১ ওভারে ৪ উইকেটে ৫২ রানে পরিণত হয় আকবরের দল। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব করেছেন ১, ৮ ও ২ রান। যেখানে একপ্রান্ত আগলে রাখা ওপেনার জিশান আলম ২১ বলে ২৬ রান করে আউট হয়েছেন দশম ওভারের প্রথম বলে।
মিডল অর্ডারে নামা আকবর ও শামীম হোসেন পাটোয়ারীই মূলত বিসিবি এইচপিকে ১৫০ ছুঁইছুঁই স্কোর করতে সহায়তা করে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন শামীম। ৩২ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে বিসিবি এইচপি। সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন টিম ওকলি ও হ্যারি ম্যানেন্তি। দুজনেই খরচ করেছেন ৩১ রান। তবে ওকলি বোলিং করেন ৩ ওভার। ৪ ওভার পূর্ণ করেন ম্যানেন্তি।
মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। সেই জয়ের পর এখন নিজেদের হারিয়ে খুঁজছে বিসিবি এইচপি। দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচ হারল আকবর আলীর নেতৃত্বাধীন দল।
১১, ১২ আগস্ট টানা দুই দিন মেলবোর্ন রেনেগেডস ও তাসমানিয়ার বিপক্ষে খেলেছে বিসিবি এইচপি। যেখানে তাসমানিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ উইকেটে হেরে যান আকবর-তানজিদ হাসান তামিমরা। এক দিন বিরতির পর আজ বিসিবি এইচপি খেলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ডারউইনের ম্যারারা ওভালে আকবরের দল হেরেছে ৮ উইকেটে।
১৪৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় বলে জশ কানকে ফিরিয়েছেন রিপন মন্ডল। গোল্ডেন ডাক মেরেছেন অ্যাডিলেড ওপেনার কান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন নোয়াহ ম্যাকফেডেন। দ্বিতীয় উইকেটে ওপেনার জেক উইন্টারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ম্যাকফেডেন। এই জুটিই মূলত অ্যাডিলেডের জয়ের ভিত গড়ে দেয়।
উইন্টার-ম্যাকফেডেনের জুটি ভাঙেন আবু হায়দার রনি। ১২তম ওভারের পঞ্চম বলে ম্যাকফেডেনের উইকেট নিয়েছেন রনি। ৩২ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন ম্যাকফেডেন। ওপেনার উইন্টার অ্যাডিলেডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তৃতীয় উইকেটে উইন্টার-হ্যামিশ কেস গড়েন ৬৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৭.৪ ওভারে ২ উইকেটে ১৪৮ রান করে অ্যাডিলেড। ১৪ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ে সর্বোচ্চ ৮২ রান করেন উইন্টার। ৫৪ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন অ্যাডিলেড ওপেনার।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি এইচপি। ৯.১ ওভারে ৪ উইকেটে ৫২ রানে পরিণত হয় আকবরের দল। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব করেছেন ১, ৮ ও ২ রান। যেখানে একপ্রান্ত আগলে রাখা ওপেনার জিশান আলম ২১ বলে ২৬ রান করে আউট হয়েছেন দশম ওভারের প্রথম বলে।
মিডল অর্ডারে নামা আকবর ও শামীম হোসেন পাটোয়ারীই মূলত বিসিবি এইচপিকে ১৫০ ছুঁইছুঁই স্কোর করতে সহায়তা করে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন শামীম। ৩২ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে বিসিবি এইচপি। সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন টিম ওকলি ও হ্যারি ম্যানেন্তি। দুজনেই খরচ করেছেন ৩১ রান। তবে ওকলি বোলিং করেন ৩ ওভার। ৪ ওভার পূর্ণ করেন ম্যানেন্তি।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
১ ঘণ্টা আগেগত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট ছেড়ে দেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। এবার নতুন অধিনায়ক ঠিক করতে হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। তবে নতুন নেতৃত্ব রয়েছে চমক। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে সাদা বলের অধিনায়কত্ব দিয়েছে তারা। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার..
২ ঘণ্টা আগেশারজায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আমিরাতের বিপক্ষে এর আগে কুড়ি ওভারের ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবগুলোয় জিতেছেন শান্ত-লিটনরাই।
২ ঘণ্টা আগেঅ্যাটাক-সেট-হিট, বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই তিন শব্দের দর্শন যেন দুবাইয়ের গরমেও অনুপ্রেরণা ইমন-শরীফুলদের। মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্যামেন্টের অধীনে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসী শরীরী ভাষা...
৩ ঘণ্টা আগে