Ajker Patrika

শ্রীলঙ্কা আসছে ৮ মে, খেলবে দুটি টেস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৯: ৩৫
শ্রীলঙ্কা আসছে ৮ মে, খেলবে দুটি টেস্ট

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা তাদের ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাবে কি না, তা নিয়ে কিছুটা হলেও সংশয় ছিল। তবে সব সংশয় আপাতত দূর হলো।

সব ঠিক থাকলে আগামী ৮ মে ঢাকায় পৌঁছাবে লঙ্কানরা। এবারের সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে বাংলাদেশে এসেই অনুশীলন করতে পারবে দিমুথ করুণারত্নের দল। এরপর খেলবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ম্যাচটি হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। তবে লঙ্কানদের প্রতিপক্ষের নাম জানায়নি বিসিবি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ থেকে ১৯ মে হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট ২৩ মে থেকে।

গত বছরেরও মে মাসে বাংলাদেশ সফর করেছে শ্রীলঙ্কা। সেবার খেলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। 

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর সূচি
তারিখ           ম্যাচ           ভেন্যু
১১-১২ মে     প্রস্তুতি          চট্টগ্রাম
১৫-১৯ মে   প্রথম টেস্ট      চট্টগ্রাম
২৩-২৭ মে   দ্বিতীয় টেস্ট     মিরপুর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত