ক্রীড়া ডেস্ক
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১২ ম্যাচে ১২ পয়েন্ট (নেট রান রেট–১.০৩০) অর্জন করে লিগ পর্ব শেষ হয় রাজশাহীর। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আজ নিজেদের শেষ ম্যাচে মাঠে নাম খুলনা। জয় ছাড়া কোনো উপায় নেই—এমন সমীকরণের ম্যাচে ঢাকাকে হারিয়ে তাদেরও হলো ১২ পয়েন্ট (+...। তবে নেট রান রেটে রাজশাহীকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে খুলনা। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের পর প্লে-অফের চার নম্বর টিকিট কাটল তারা।
নিজেদের নবম হারের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পরেরা। তবে যে দাপটের সঙ্গে শুরুটা হয়েছিল তাদের, একটু পরই সেটি থাকেনি। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তানজিদ হাসান তামিমের তাণ্ডবের পরও ঢাকা ক্যাপিটালকে ৯ উইকেটে ১২৩ রানে আটকে রাখে খুলনার। জবাবে মেহেদী হাসান মিরাজের ঝোড়ো ফিফটিতে ১৯ বল হাতে রেখে জিতে যায় তারা।
১২৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে খুলনার শুরুটা হয়েছিল বিপর্যয়ে। দলীয় ১৪ রানের মধ্যে ফেরেন ওপেনার মোহাম্মদ নাইম ও তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আফিফ হোসেন। দুজনই রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। তবে ব্যাট চালাতে থাকেন ওপেনিংয়ে নামা মিরাজ। অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ৪৩ বলে ৬৮ রানের জুটি। এর মধ্যে রসের ছিল ২২। দলকে ভালো অবস্থা রেখে ফেরেন রস।
চতুর্থ উইকেটে উইলিয়াম বোসিস্টো ও মিরাজ দলের প্রায় জয় নিশ্চিত করে ফেলেছিলেন। কিন্তু দলের ১২০ রানে ফেরেন বোসিস্টো (১৮)। ১৭ তম ওভারের পঞ্চম বলে আবু জায়েদকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন মোহাম্মদ নাওয়াজ। ৫৫ বলে ৪টি ছক্কা ও ৫টি চারে ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মিরাজ। দল হারলেও ঢাকার তারকা পেসার মোস্তাফিজুর রহমান ১৬ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
তার আগে হারানোর কিছু নেই, ব্যাটিংয়ে নেমে ঢাকার ওপেনার তানজিদ তামিম প্রথম ওভারেই নাসুম আহমেদকে মারলেন ৩ ছক্কা। তবে এই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দল। তৃতীয় ওভারেই মিরাজকে ছক্কা মেরে পরের বলেই ফেরেন আরেক ওপেনার লিটন দাস (১০)। তারপরই খেই হারায় ঢাকা। একপ্রান্তে তাণ্ডব চালাতে থাকেন তামিম, আরেক প্রান্তে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত সতীর্থরা। সাত ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি তাদের।
৭ ছক্কা ও ১টি চারে ৩৭ বলে ৫৮ রান করেছেন তামিম। চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রানও এ বাঁহাতি ব্যাটারের। ১২ ম্যাচে ৪৮৫ তাঁর। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৬ ছক্বাও তাঁর নামের পাশে। তারপর সাব্বির রহমান ২০ ও মেহেদী হাসান রানা ১৩ রান করেছেন। ৯ উইকেটে ১২৩ রান করতে সক্ষম হয় ঢাকা। ৪ ওভারে ১ মেডেনেসহ ১.২৫ ইকোনমিতে ৫ রানে দিয়ে ২ উইকেট নিয়েছেন খুলনার পেসার হাসান মাহমুদ। বোসিস্টো নিয়েছেন ২ উইকেট। ১ উইকেট ও ৭৪ রান করে ম্যাচসেরা হয়েছেন মিরাজ।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১২ ম্যাচে ১২ পয়েন্ট (নেট রান রেট–১.০৩০) অর্জন করে লিগ পর্ব শেষ হয় রাজশাহীর। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আজ নিজেদের শেষ ম্যাচে মাঠে নাম খুলনা। জয় ছাড়া কোনো উপায় নেই—এমন সমীকরণের ম্যাচে ঢাকাকে হারিয়ে তাদেরও হলো ১২ পয়েন্ট (+...। তবে নেট রান রেটে রাজশাহীকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে খুলনা। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের পর প্লে-অফের চার নম্বর টিকিট কাটল তারা।
নিজেদের নবম হারের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পরেরা। তবে যে দাপটের সঙ্গে শুরুটা হয়েছিল তাদের, একটু পরই সেটি থাকেনি। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তানজিদ হাসান তামিমের তাণ্ডবের পরও ঢাকা ক্যাপিটালকে ৯ উইকেটে ১২৩ রানে আটকে রাখে খুলনার। জবাবে মেহেদী হাসান মিরাজের ঝোড়ো ফিফটিতে ১৯ বল হাতে রেখে জিতে যায় তারা।
১২৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে খুলনার শুরুটা হয়েছিল বিপর্যয়ে। দলীয় ১৪ রানের মধ্যে ফেরেন ওপেনার মোহাম্মদ নাইম ও তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আফিফ হোসেন। দুজনই রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। তবে ব্যাট চালাতে থাকেন ওপেনিংয়ে নামা মিরাজ। অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ৪৩ বলে ৬৮ রানের জুটি। এর মধ্যে রসের ছিল ২২। দলকে ভালো অবস্থা রেখে ফেরেন রস।
চতুর্থ উইকেটে উইলিয়াম বোসিস্টো ও মিরাজ দলের প্রায় জয় নিশ্চিত করে ফেলেছিলেন। কিন্তু দলের ১২০ রানে ফেরেন বোসিস্টো (১৮)। ১৭ তম ওভারের পঞ্চম বলে আবু জায়েদকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন মোহাম্মদ নাওয়াজ। ৫৫ বলে ৪টি ছক্কা ও ৫টি চারে ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মিরাজ। দল হারলেও ঢাকার তারকা পেসার মোস্তাফিজুর রহমান ১৬ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
তার আগে হারানোর কিছু নেই, ব্যাটিংয়ে নেমে ঢাকার ওপেনার তানজিদ তামিম প্রথম ওভারেই নাসুম আহমেদকে মারলেন ৩ ছক্কা। তবে এই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দল। তৃতীয় ওভারেই মিরাজকে ছক্কা মেরে পরের বলেই ফেরেন আরেক ওপেনার লিটন দাস (১০)। তারপরই খেই হারায় ঢাকা। একপ্রান্তে তাণ্ডব চালাতে থাকেন তামিম, আরেক প্রান্তে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত সতীর্থরা। সাত ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি তাদের।
৭ ছক্কা ও ১টি চারে ৩৭ বলে ৫৮ রান করেছেন তামিম। চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রানও এ বাঁহাতি ব্যাটারের। ১২ ম্যাচে ৪৮৫ তাঁর। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৬ ছক্বাও তাঁর নামের পাশে। তারপর সাব্বির রহমান ২০ ও মেহেদী হাসান রানা ১৩ রান করেছেন। ৯ উইকেটে ১২৩ রান করতে সক্ষম হয় ঢাকা। ৪ ওভারে ১ মেডেনেসহ ১.২৫ ইকোনমিতে ৫ রানে দিয়ে ২ উইকেট নিয়েছেন খুলনার পেসার হাসান মাহমুদ। বোসিস্টো নিয়েছেন ২ উইকেট। ১ উইকেট ও ৭৪ রান করে ম্যাচসেরা হয়েছেন মিরাজ।
দ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৩ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৪ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৪ ঘণ্টা আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৫ ঘণ্টা আগে