হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই। যেখানে আমলা, এবিডি দক্ষিণ আফ্রিকার জার্সিতে অনেক ম্যাচে জুটি বেঁধে রানের ফুলঝুরি ছুটিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের স্মৃতিই যেন ‘মিস্টার থ্রি সিক্সটি’ আজীবন আকড়ে ধরে রাখতে চান।
গত পরশু সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান আমলা। আমলার অবসরের পর বর্তমান ও সাবেক ক্রিকেটারেরা সামাজিকমাধ্যমে তাঁকে সম্মান জানিয়েছেন। সেখানে টুইট করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবিডি। আমলাকে নিয়ে বই লেখার ইচ্ছাও প্রকাশ করেন এবিডি। ‘মিস্টার থ্রি সিক্সটি’ টুইটারে লিখেছেন, ‘হাশিম আমলা, কোথা থেকে আমি শুরু করব? আমার শুরু করতে কয়েক দিন, সপ্তাহ, মাস এমনকি বছরও লেগে যেতে পারে। আপনাকে নিয়ে আমি বই লিখতে পারি। সবসময় ভাই হিসেবে আমার পাশে ছিলেন। যার কারণে আমি সবসময় নিরাপদ ছিলাম।’
২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৪ টেস্ট, ১৮১ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন আমলা। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৯ ম্যাচে ৪৬.৫৬ গড়ে করেছেন ১৮৬৭২ রান। করেছেন ৫৫ সেঞ্চুরি ও ৮৮ ফিফটি। যেখানে টেস্টে করেছেন ৯২৮২ রান ও ওয়ানডেতে ৮১১৩ রান করেছেন।
ওয়ানডেতে দ্রুততম ২০০০ থেকে ৭০০০ রান-সব রেকর্ডই করেছেন আমলা। আর আন্তর্জাতিক ক্রিকেটে ৪২০ ম্যাচে ৪৮.১১ গড়ে ২০০১৪ রান করেছেন ডি ভিলিয়ার্স। ৪৭ সেঞ্চুরির সঙ্গে ১০৯ ফিফটি করেছিলেন। টেস্টে ৫০.৬৬ গড়ে ৮৭৬৫ রান ও ওয়ানডেতে ৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান করেছিলেন ‘মিস্টার থ্রি সিক্সটি’।
হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই। যেখানে আমলা, এবিডি দক্ষিণ আফ্রিকার জার্সিতে অনেক ম্যাচে জুটি বেঁধে রানের ফুলঝুরি ছুটিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের স্মৃতিই যেন ‘মিস্টার থ্রি সিক্সটি’ আজীবন আকড়ে ধরে রাখতে চান।
গত পরশু সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান আমলা। আমলার অবসরের পর বর্তমান ও সাবেক ক্রিকেটারেরা সামাজিকমাধ্যমে তাঁকে সম্মান জানিয়েছেন। সেখানে টুইট করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবিডি। আমলাকে নিয়ে বই লেখার ইচ্ছাও প্রকাশ করেন এবিডি। ‘মিস্টার থ্রি সিক্সটি’ টুইটারে লিখেছেন, ‘হাশিম আমলা, কোথা থেকে আমি শুরু করব? আমার শুরু করতে কয়েক দিন, সপ্তাহ, মাস এমনকি বছরও লেগে যেতে পারে। আপনাকে নিয়ে আমি বই লিখতে পারি। সবসময় ভাই হিসেবে আমার পাশে ছিলেন। যার কারণে আমি সবসময় নিরাপদ ছিলাম।’
২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৪ টেস্ট, ১৮১ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন আমলা। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৯ ম্যাচে ৪৬.৫৬ গড়ে করেছেন ১৮৬৭২ রান। করেছেন ৫৫ সেঞ্চুরি ও ৮৮ ফিফটি। যেখানে টেস্টে করেছেন ৯২৮২ রান ও ওয়ানডেতে ৮১১৩ রান করেছেন।
ওয়ানডেতে দ্রুততম ২০০০ থেকে ৭০০০ রান-সব রেকর্ডই করেছেন আমলা। আর আন্তর্জাতিক ক্রিকেটে ৪২০ ম্যাচে ৪৮.১১ গড়ে ২০০১৪ রান করেছেন ডি ভিলিয়ার্স। ৪৭ সেঞ্চুরির সঙ্গে ১০৯ ফিফটি করেছিলেন। টেস্টে ৫০.৬৬ গড়ে ৮৭৬৫ রান ও ওয়ানডেতে ৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান করেছিলেন ‘মিস্টার থ্রি সিক্সটি’।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১৩ মিনিট আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
১ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
২ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগে