Ajker Patrika

আমলার সঙ্গে আবারও খেলতে চান ডি ভিলিয়ার্স

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৯: ৪৮
আমলার সঙ্গে আবারও খেলতে চান ডি ভিলিয়ার্স

হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই। যেখানে আমলা, এবিডি দক্ষিণ আফ্রিকার জার্সিতে অনেক ম্যাচে জুটি বেঁধে রানের ফুলঝুরি ছুটিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের স্মৃতিই যেন ‘মিস্টার থ্রি সিক্সটি’ আজীবন আকড়ে ধরে রাখতে চান। 

গত পরশু সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান আমলা। আমলার অবসরের পর বর্তমান ও সাবেক ক্রিকেটারেরা সামাজিকমাধ্যমে তাঁকে সম্মান জানিয়েছেন। সেখানে টুইট করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবিডি। আমলাকে নিয়ে বই লেখার ইচ্ছাও প্রকাশ করেন এবিডি। ‘মিস্টার থ্রি সিক্সটি’ টুইটারে লিখেছেন, ‘হাশিম আমলা, কোথা থেকে আমি শুরু করব? আমার শুরু করতে কয়েক দিন, সপ্তাহ, মাস এমনকি বছরও লেগে যেতে পারে। আপনাকে নিয়ে আমি বই লিখতে পারি। সবসময় ভাই হিসেবে আমার পাশে ছিলেন। যার কারণে আমি সবসময় নিরাপদ ছিলাম।’ 

২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৪ টেস্ট, ১৮১ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন আমলা। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৯ ম্যাচে ৪৬.৫৬ গড়ে করেছেন ১৮৬৭২ রান। করেছেন ৫৫ সেঞ্চুরি ও ৮৮ ফিফটি। যেখানে টেস্টে করেছেন ৯২৮২ রান ও ওয়ানডেতে ৮১১৩ রান করেছেন।

ওয়ানডেতে দ্রুততম ২০০০ থেকে ৭০০০ রান-সব রেকর্ডই করেছেন আমলা। আর আন্তর্জাতিক ক্রিকেটে ৪২০ ম্যাচে ৪৮.১১ গড়ে ২০০১৪ রান করেছেন ডি ভিলিয়ার্স। ৪৭ সেঞ্চুরির সঙ্গে ১০৯ ফিফটি করেছিলেন। টেস্টে ৫০.৬৬ গড়ে ৮৭৬৫ রান ও ওয়ানডেতে ৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান করেছিলেন ‘মিস্টার থ্রি সিক্সটি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ ম্যাচে বাজে আচরণে আইসিসির শাস্তি পেলেন লঙ্কান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৬: ৫৬
আইসিসির শাস্তি পেলেন মালকি মাদারা। ছবি: ক্রিকইনফো
আইসিসির শাস্তি পেলেন মালকি মাদারা। ছবি: ক্রিকইনফো

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পরশু শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ। এই ম্যাচেই আচরণবিধি ভঙের অভিযোগ উঠেছে লঙ্কান ক্রিকেটার মালকি মাদারার বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাঁকে শাস্তি দিয়েছে। লঙ্কান ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও।

মাদারার শাস্তির কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি নিশ্চিত করেছে। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তিরস্কারের পাশাপাশি জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। তাঁর বিরুদ্ধে আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারকে আউটের পর বাজে ভাষা, অঙ্গভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে তাঁকে খেপিয়ে তুললে শাস্তির বিধান রয়েছে। মাঠের আম্পায়ার ক্যান্ডেস লা বোর্দে ও সারা ডাম্বানেভাবান এবং তৃতীয় আম্পায়ার লরেন আগেনবাগ ও চতুর্থ আম্পায়ার ক্লেয়ার পোসাক অভিযোগ করেছেন। ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎস শাস্তি দিয়েছেন। মাদারা নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটাই তাঁর প্রথম ডিমেরিট পয়েন্ট।

মাদারা এমনটা করেছেন পরশু ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারের সময়। এই ওভারের দ্বিতীয় বলে মাদারাকে মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে যান ফারজানা হক পিংকি। মিড উইকেট থেকে সরাসরি নন স্ট্রাইকপ্রান্তে স্টাম্প ভেঙে দিলে পিংকি আউট হয়ে যান। মাদারা তখন পিংকির কাছে গিয়ে এমন উদযাপন করেন, যাতে করে তিনি (পিংকি) খেপে যান। পিংকি সেই ম্যাচে ৩৫ বল খেলে ৭ রান নিয়েছেন।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সেদিন টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৪৮.৪ ওভারে ২০২ রান করেছে শ্রীলঙ্কা। ৯৯ বলে ১১ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন হাসিনি পেরেরা। এই ইনিংস খেলার পথে দুইবার জীবন পেয়েছেন তিনি। বাংলাদেশের স্বর্ণা আক্তার ১০ ওভারে ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট। চার ওভার মেডেন দিয়েছেন। জয়ের লক্ষ্যে নামা একটা পর্যায়ে দেখা যায়, হাতে ৫ উইকেট নিয়ে শেষ ওভারে বাংলাদেশের দরকার হয় ৯ রানের। কিন্তু লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর সেই ওভার থেকে আসে কেবল ১ রান। পরে ৪ উইকেট। যাঁদের মধ্যে নাহিদা আক্তার হয়েছেন রানআউট।

৭ রানে জিতে শ্রীলঙ্কার এখনো কাগজে কলমে সুপার ফোরের আশা টিকে রয়েছে। কলম্বোর প্রেমাদাসায় পরশু পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। পাকিস্তানও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আর বাংলাদেশ ২৬ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ-ভারত ম্যাচটি হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ রিশাদের

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ব্যাটে–বলে দারুণ পারফরম্যান্স করেছেন রিশাদ। এর প্রভাব পড়ল র‍্যাঙ্কিংয়ে। ছবি: বিসিবি (রিশাদ হোসেন র‍্যাঙ্কিং)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ব্যাটে–বলে দারুণ পারফরম্যান্স করেছেন রিশাদ। এর প্রভাব পড়ল র‍্যাঙ্কিংয়ে। ছবি: বিসিবি (রিশাদ হোসেন র‍্যাঙ্কিং)

দুর্দান্ত ফর্মে আছেন রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাটে–বলে সমানতালে পারফর্ম করে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ উন্নতি করেছেন রিশাদ।

আজ ছেলেদের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়ে ১২৪ থেকে ৩৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ। তাঁর রেটিং পয়েন্ট ১৫১। বোলারদের র‍্যাঙ্কিংয়েও নজরকাড়া উন্নতি করেছেন নীলফামারির এই ক্রিকেটার। ৬৫ ধাপ এগিয়ে ৬৮ নম্বরে আছেন রিশাদ। তাঁর রেটিং পয়েন্ট ৪৩০।

সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। সে ম্যাচে আগে ব্যাট করে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন রিশাদ। এরপর বল হাতে নেন ৬ উইকেট। দল জিতিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের নাটকীয়তার পর ১ রানে হেরে যায় স্বাগতিকরা। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জল ছিলেন রিশাদ।

১৪ বলে ৩৯ রান এনে দেওয়ার পর বল হাতে তাঁর শিকার ৩ উইকেট। রিশাদের এমন পারফরম্যান্সের পরও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৫ থেকে চারে উঠে এসেছেন তিনি। মিরাজের নামের পাশে আছে ২৭৩ রেটিং পয়েন্ট। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর কেউ সেরা বিশে নেই। ৪ ধাপ পিছিয়ে ৩৮ এ নেমে গেছেন তাসকিন আহমেদ।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন তাওহীদ হৃদয়। ৭ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে আছেন এই মিডলঅর্ডার। ৫ ধাপ উন্নতি করেছেন সৌম্য সরকার। ৮৬ নম্বরে উঠে এসেছেন বাঁ হাতি ওপেনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মায়ামিতে বার্সার ম্যাচ বাতিলের কারণ কী

ক্রীড়া ডেস্ক    
যুক্তরাষ্ট্রে বার্সেলোনার ম্যাচ হচ্ছে না। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রে বার্সেলোনার ম্যাচ হচ্ছে না। ছবি: এএফপি

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে হওয়ার কথা ছিল বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচটি হচ্ছে না। নানা নাটকীয়তার পর অবশেষে সেটা বাতিল করা হয়েছে।

বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ বাতিল হওয়ার কথা গতকাল নিশ্চিত করেছে লা লিগা। স্পেনের শীর্ষ এই লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনে এই সিদ্ধান্ত ঘিরে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাতে ‘রেলেভেন্ট’ ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে। রেলেভেন্ট মূলত উত্তর আমেরিকার ফুটবল বাজারে লা লিগার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মায়ামিতে ম্যাচের আয়োজকদের সঙ্গে আলোচনা করেছিল রেলেভেন্ট। স্পেনে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে সেটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে, এই প্রকল্প স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিক পর্যায়ে করার ঐতিহাসিক হওয়ার সুযোগ ছিল। কিন্তু এখন সেটা আর সম্ভব হচ্ছে না।’

২০ ডিসেম্বর লা লিগায় মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনা-ভিয়ারিয়াল। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। লা লিগা, আরএফইএফ অনেক দিন ধরেই ছিল উয়েফার অনুমোদনের অপেক্ষায়। এ মাসের শুরুতে অনিচ্ছা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে অনুমোদন দিয়েছিল উয়েফা। পরে জানা যায়, এসব ক্ষেত্রে আলোচনায় থাকা ফিফার কাঠামো যথেষ্ট স্পষ্ট নয় ও কোনো বিশদ বিবরণ নেই। যুক্তরাষ্ট্রের মতো দেশে আয়োজন করতে পারলে যে প্রচারণা হতো, সেটা নিয়ে আক্ষেপ লা লিগার। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ বলেছে, ‘দেশের বাইরে একটি ম্যাচ আয়োজন করা লা লিগাকে বিশ্বজুড়ে প্রসারের পথে বড় এক পদক্ষেপ হতে পারত। তাতে যুক্তরাষ্ট্রের মতো কৌশলগত বাজারে।’

ক্লাবগুলোর আন্তর্জাতিক অবস্থান, খেলোয়াড়দের পরিচিতি ও স্পেনের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু তৈরি হতো।’ ২০২৫-২৬ মৌসুমের লা লিগায় ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিন ও চারে থাকা ভিয়ালিয়াল ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১৭ ও ১৬। প্রত্যেকেই খেলেছে নয়টি করে ম্যাচ। মৌসুমের প্রথম এল ক্লাসিকো হবে ২৬ অক্টোবর। সান্তিয়াগো বার্নাব্যুতে সেদিন বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে শুরু হবে বার্সা-রিয়াল ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

৯২ বছরের রেকর্ড ভেঙে দিলেন ‘বুড়ো’ পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
৫ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে আসিফ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো
৫ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে আসিফ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকার ব্যাটার সাইমন হারমারের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করলেন আসিফ আফ্রিদি। আম্পায়ার সরাসরি আঙুল দিলেও আফ্রিদির অপেক্ষা যে কিছুতেই ফুরোচ্ছিল না। কারণ, হারমার তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন। শেষ পর্যন্ত জিতে গেলেন আফ্রিদি। তাতে ভেঙে দিলেন ৯২ বছরের পুরোনো রেকর

রাওয়ালপিন্ডিতে পরশু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট যেদিন শুরু হয়েছে, সেদিন আফ্রিদির বয়স ছিল ৩৮ বছর ২৯৯ দিন। আজ তৃতীয় দিনে পাকিস্তানি বাঁহাতি স্পিনার নাম লেখালেন রেকর্ড বইয়ে। হারমারকে ফিরিয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আফ্রিদি। তাতে ভেঙে গেল ৯২ বছরের পুরোনো রেকর্ড। এর আগে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে টেস্ট অভিষেকে ৫ উইকেট নিয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছিলেন চার্লস ম্যারিয়ট। ইংল্যান্ডের এই লেগস্পিনার ১৯৩৩ সালে লন্ডনের ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে পেয়েছিলেন ৬ উইকেট।

আরও পড়ুন:

আফ্রিদির রেকর্ড গড়ার দিনে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট জমে উঠেছে। পাকিস্তান টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৩৩৩ রানে গুটিয়ে গেছে। স্বাগতিকেরা ব্যাটিং করেছে ১১৩.৪ ওভার। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেছেন স্বাগতিক অধিনায়ক শান মাসুদ। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ৪২.৪ ওভারে ১০২ রানে নিয়েছেন ৭ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৯৬ ওভারে ৮ উইকেটে করেছে ২৯০ রান। আসিফ আফ্রিদির ৫ উইকেটের পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলী। আসিফ গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে ফিরিয়েছিলেরন নিয়েছেন টনি ডি জর্জি ও ডেওয়াল্ড ব্রেভিসকে। আজ পাকিস্তানি বাঁহাতি স্পিনার নিয়েছেন কাইল ভেরেইন, ত্রিস্তান স্তাবস ও হারমারের উইকেট।

ম্যারিয়ট তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টটাই খেলেছেন। সেই ৮.৭২ গড়ে ১১ উইকেট নিলেও ১ ইনিংস ব্যাটিং করে শূন্য রানে আউট হয়েছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৯ ম্যাচ খেলেছেন। ২০.১১ গড়ে নিয়েছেন ৭১১ উইকেট। লাল বলের এই সংস্করণে করেছেন ৫৭৪ রান। ১৯৬৬ সালে ৭১ বছর বয়সে তিনি চলে যান না ফেরার দেশে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত