ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে সিরিজ জয়ে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ ২৫ বছর পর প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছে তারা। আর হোম ও অ্যাওয়ে মিলিয়ে তা (ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ) ১৬ বছর পর।
ক্যারিবিয়ানরা যেমন দীর্ঘ অপেক্ষার পর সিরিজ জিতেছে, ঠিক তেমনি দলে ফিরেছেন আন্দ্রে রাসেলও। দুই বছর পর আবারও দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার। সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন তিনি। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখা যায়নি।
রাসেলের সঙ্গে সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরেছেন শেরফানে রাদারফোর্ডও। প্রায় চার বছর পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার। সঙ্গে ওয়ানডে সিরিজে না থাকা অলরাউন্ডার জেসন হোল্ডার এবং উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরানও আছেন দলে। অন্যদিকে প্রথমবারের মতো অভিষেকের সুযোগ পাচ্ছেন গতকাল তৃতীয় ওয়ানডের ম্যাচ-সেরা ম্যাথিউ ফোর্ড। ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল।
আগামী ১৩ ডিসেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ব্রিজটাউনে। এই সিরিজ এ বছর ঘরের মাঠে ক্যারিবিয়ানদের শেষ সিরিজ। দল নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘২০২৩ সালে ঘরের মাঠে এটাই শেষ সিরিজ। ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুটি আয়োজক দলের একটি হতে প্রস্তুতি চলছে। সেই টুর্নামেন্টে সাফল্যের সেরা সুযোগ পেতেই আমরা এমন একটি স্কোয়াড নির্বাচন করেছি। আমাদের কাছে তাই মনে হচ্ছে। তবে প্রতিযোগিতার আগমুহূর্ত পর্যন্ত মূল্যায়ন চালিয়ে যাব।’
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড—
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে সিরিজ জয়ে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ ২৫ বছর পর প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছে তারা। আর হোম ও অ্যাওয়ে মিলিয়ে তা (ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ) ১৬ বছর পর।
ক্যারিবিয়ানরা যেমন দীর্ঘ অপেক্ষার পর সিরিজ জিতেছে, ঠিক তেমনি দলে ফিরেছেন আন্দ্রে রাসেলও। দুই বছর পর আবারও দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার। সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন তিনি। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখা যায়নি।
রাসেলের সঙ্গে সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরেছেন শেরফানে রাদারফোর্ডও। প্রায় চার বছর পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার। সঙ্গে ওয়ানডে সিরিজে না থাকা অলরাউন্ডার জেসন হোল্ডার এবং উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরানও আছেন দলে। অন্যদিকে প্রথমবারের মতো অভিষেকের সুযোগ পাচ্ছেন গতকাল তৃতীয় ওয়ানডের ম্যাচ-সেরা ম্যাথিউ ফোর্ড। ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল।
আগামী ১৩ ডিসেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ব্রিজটাউনে। এই সিরিজ এ বছর ঘরের মাঠে ক্যারিবিয়ানদের শেষ সিরিজ। দল নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘২০২৩ সালে ঘরের মাঠে এটাই শেষ সিরিজ। ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুটি আয়োজক দলের একটি হতে প্রস্তুতি চলছে। সেই টুর্নামেন্টে সাফল্যের সেরা সুযোগ পেতেই আমরা এমন একটি স্কোয়াড নির্বাচন করেছি। আমাদের কাছে তাই মনে হচ্ছে। তবে প্রতিযোগিতার আগমুহূর্ত পর্যন্ত মূল্যায়ন চালিয়ে যাব।’
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড—
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে