Ajker Patrika

বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর চেষ্টায় সাকিব-মুমিনুল   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১২: ৫২
বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর চেষ্টায় সাকিব-মুমিনুল   

সকালের প্রথম ঘণ্টায় মিরপুরের উইকেটে ব্যাটিং সব সময়ই কঠিন। কঠিন সময়টা চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় কাটিয়ে দেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। তবে এর পরই দুজন দ্রুতই ফেরেন। দলীয় ৩৯ রানে দুজনের বিদায়ের পর বাংলাদেশ প্রথম সেশন শেষ করেছে ৮২ রান তুলে। উইকেট ওই দুটিই।

মুমিনুল হক ও সাকিব আল হাসানের ব্যাটে চাপ কাটিয়ে উঠছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে এর মধ্যে যোগ হয়েছে ৪৩ রান। ৩৯ বলে ২৩ রান নিয়ে ব্যাটিং করছেন একাদশে ফেরা মুমিনুল। তাঁর ইনিংসে চার ৪টি। ৩৮ বলে ১৬ রান নিয়ে দ্বিতীয় সেশনে আবার ব্যাটিং শুরু করবেন সাকিব।

তবে সকালের দারুণ লড়াইটা টেনে নিতে পারেননি জাকির ও শান্ত। মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাটদের অসাধারণ বোলিং ভালোই বিপাক ফেলে দুই ওপেনারকে। বল কয়েকবার ব্যাটের কানা ছুঁয়ে গেছে। একবার যাদবের বলে সিরাজ ক্যাচ মিস করলে বেঁচে যান জাকির। তবু দুজন লড়াই চালিয়ে যান।

দুজনের লড়াই থামে চার বলের ব্যবধানে। উনাদকেটের হঠাৎ লাফিয়ে ওঠা বলে স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন জাকির। ৩৪ বলে তাঁর ১৫ রানের ইনিংসের সমাপ্তি ঘটে তাতে। পরের ওভারে রবিচন্দ্রণ অশ্বিনের শিকারে পরিণত হন শান্ত। এলবিডব্লিউ হয়ে ২৪ রানে ফেরেন শান্ত। এরপরের লড়াইটা মুমিনুল-সাকিবের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত