Ajker Patrika

খুলনার কাছে দুর্দান্ত ঢাকার করুণ হার

খুলনার কাছে দুর্দান্ত ঢাকার করুণ হার

উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়, তবে এরপর থেকে হেরেই চলেছে দুর্দান্ত ঢাকা। আজ সিলেটে রাতের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনাররা দারুণ শুরু এনে দেওয়ার পরও সুবিধা করতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতরা। হেরেছে ১০ উইকেটে। 

শুরুতে ওপেনার মোহাম্মদ নাইম ব্যাটে ঝড় তুললেও ৯ উইকেটে ১৩০ রানে থেমে যায় ঢাকার ইনিংস। আরেক ওপেনার সায়েম আইয়ুবের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েছিলেন তিনি। যার মধ্যে নাইম ২১ বলে করেছেন ৪১ রান। ৩৫ রান করা সায়েমকে ফিরিয়ে ঢাকার ধসের শুরু করেন দাসুন শানাকা। পরের ৩৯ রান করতেই ঢাকা হারিয়েছে সবগুলো উইকেট। 

খুলনার হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজ। ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও মুকিদুল ইসলাম। 

 ১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুলনাকে ঝোড়ো শুরু এনে দেন আহত অবসরে যাওয়া এভিন লুইস (১৩ বলে ২৬ রান)। অধিনায়ক এনামুল হক বিজয়ের (৫৮ *) ফিফটিতে বাকি পথ স্বাচ্ছন্দ্যেই পাড়ি দেয় খুলনা। আফিফ হোসেন অপরাজিত ছিলেন ৩৭ রানে। 
 
এ নিয়ে চার ম্যাচের চারটিতে জিতল খুলনা। পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন তারা। টানা তিন হারে ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত