শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। চ্যাম্পিয়ন-রানার্সআপ-টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সব দেখে ফেলার আর একটা জিনিসেই হয়তো সবার আগ্রহ ছিল! বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ। অপেক্ষা বাড়ায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করেছে এবারের বিশ্বকাপের সেরা একাদশ।
তারকাদের সঙ্গে নতুনরা যেমন পারফর্ম করেছেন তেমনি অনেক পরীক্ষিতরা হতাশা উপহার দিয়েছেন। সবার তো এগারোজনের একাদশে থাকার সুযোগ নেই। সেরাদের মধ্যে থেকেই তাই আইসিসি সেরা একাদশ নির্বাচন করেছে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনজন জায়গা পেয়েছেন সেরা একাদশে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নারের সঙ্গে আছেন অ্যাডাম জাম্পা আর জশ হ্যাজেলউড। অন্যদিকে রানার্সআপ নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন ট্রেন্ট বোল্ট।
সুপার টুয়েলভ থেকে একমাত্র অপরাজিত দল হয়ে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। যদিও সেমিতে অজিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। আইসিসির সেরা একাদশে পাকিস্তান থেকে আছেন শুধু বাবর আজম। এই একাদশের অধিনায়কের দায়িত্বও থাকছে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবরের কাঁধে। সেমির আরেক দল ইংল্যান্ড দল থেকে আছেন ওপেনার জশ বাটলার আর অলরাউন্ডার মঈন আলী।
সুপার টুয়েলভে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সমান চার জয় নিয়েও রানরেটের মারপ্যাঁচে বাদ পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেমিতে না উঠলেও প্রোটিয়াদের দুজন আছেন আইসিসির সেরা একাদশে। এইডেন মার্কারামের সঙ্গে পেসার আনরিখ নর্খিয়ে। সেরা একাদশের বাকি দুজন আছেন শ্রীলঙ্কা থেকে। সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও লঙ্কানদের চারিথ আসালঙ্কা আর বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন এই একাদশে।
বিশ্বকাপের সেরা একাদশ:
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯ রান
জশ বাটলার (ইংল্যান্ড)- ২৬৯ রান
বাবর আজম (পাকিস্তান)– ৩০৩ রান
চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা)– ২৩১ রান
এইডেন মার্কারাম (দক্ষিণ আফ্রিকা)– ১৬২ রান
মঈন আলী (ইংল্যান্ড)– ৯২ রান ও ৭ উইকেট
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)– ১৬ উইকেট
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)– ১৩ উইকেট
জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)– ১১ উইকেট
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)– ১৩ উইকেট
আনরিখ নর্খিয়ে (দক্ষিণ আফ্রিকা)– ৯ উইকেট
দ্বাদশ খেলোয়াড়:
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৭ উইকেট
শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। চ্যাম্পিয়ন-রানার্সআপ-টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সব দেখে ফেলার আর একটা জিনিসেই হয়তো সবার আগ্রহ ছিল! বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ। অপেক্ষা বাড়ায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করেছে এবারের বিশ্বকাপের সেরা একাদশ।
তারকাদের সঙ্গে নতুনরা যেমন পারফর্ম করেছেন তেমনি অনেক পরীক্ষিতরা হতাশা উপহার দিয়েছেন। সবার তো এগারোজনের একাদশে থাকার সুযোগ নেই। সেরাদের মধ্যে থেকেই তাই আইসিসি সেরা একাদশ নির্বাচন করেছে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনজন জায়গা পেয়েছেন সেরা একাদশে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নারের সঙ্গে আছেন অ্যাডাম জাম্পা আর জশ হ্যাজেলউড। অন্যদিকে রানার্সআপ নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন ট্রেন্ট বোল্ট।
সুপার টুয়েলভ থেকে একমাত্র অপরাজিত দল হয়ে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। যদিও সেমিতে অজিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। আইসিসির সেরা একাদশে পাকিস্তান থেকে আছেন শুধু বাবর আজম। এই একাদশের অধিনায়কের দায়িত্বও থাকছে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবরের কাঁধে। সেমির আরেক দল ইংল্যান্ড দল থেকে আছেন ওপেনার জশ বাটলার আর অলরাউন্ডার মঈন আলী।
সুপার টুয়েলভে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সমান চার জয় নিয়েও রানরেটের মারপ্যাঁচে বাদ পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেমিতে না উঠলেও প্রোটিয়াদের দুজন আছেন আইসিসির সেরা একাদশে। এইডেন মার্কারামের সঙ্গে পেসার আনরিখ নর্খিয়ে। সেরা একাদশের বাকি দুজন আছেন শ্রীলঙ্কা থেকে। সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও লঙ্কানদের চারিথ আসালঙ্কা আর বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন এই একাদশে।
বিশ্বকাপের সেরা একাদশ:
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯ রান
জশ বাটলার (ইংল্যান্ড)- ২৬৯ রান
বাবর আজম (পাকিস্তান)– ৩০৩ রান
চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা)– ২৩১ রান
এইডেন মার্কারাম (দক্ষিণ আফ্রিকা)– ১৬২ রান
মঈন আলী (ইংল্যান্ড)– ৯২ রান ও ৭ উইকেট
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)– ১৬ উইকেট
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)– ১৩ উইকেট
জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)– ১১ উইকেট
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)– ১৩ উইকেট
আনরিখ নর্খিয়ে (দক্ষিণ আফ্রিকা)– ৯ উইকেট
দ্বাদশ খেলোয়াড়:
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৭ উইকেট
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে