ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো চার মাসেরও বেশি সময় বাকি। অথচ বিশ্বকাপ নিয়ে এখনই ভাবনা শুরু করে দিয়েছেন হাসান আলী। ভাবনাটাও যদি ইতিবাচক হতো তাহলেও বিষয়টা সুন্দর হতো। কিন্তু তিনি ভাবছেন উল্টোটা।
বড় কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার সময় খেলোয়াড়েরা সচরাচর যা ভাবেন, তার ঠিক বিপরীত অবস্থানে হাসান। বিশ্বকাপে নিজের খেলার সম্ভাবনা নেই বলেই মানছেন তিনি। তাঁর মতে, আগামী বিশ্বকাপে পাকিস্তান দলের অংশ হওয়ার সুযোগ তাঁর কম। স্থানীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন পাকিস্তানি পেসার।
হাসানের মতো এমন স্পষ্টভাষী খেলোয়াড় ক্রীড়াঙ্গনে খুবই কম, যিনি বাস্তবতা বুঝে নিজের বিচার নিজেই করতে পারেন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে অসম্ভব মনে হচ্ছে যে, আমি পিসিবির পরিকল্পনায় আছি। সত্যটা হচ্ছে, নিজেকেও বিশ্বকাপের অংশ মনে করছি না। টুর্নামেন্টটি দ্রুত ঘনিয়ে আসছে এবং মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যে দলও প্রায় চূড়ান্ত করা হয়েছে। আমাদের হাতে খুব বেশি ওয়ানডে ম্যাচ বাকি নেই। যা আছে সেটি এশিয়া কাপের। কিন্তু টুর্নামেন্টের স্থানও এখন পর্যন্ত নিশ্চিত নয়। সময়ও কমে আসছে।’
পাকিস্তান বরাবরই পেস বোলিংয়ের উর্বর ভূমি। দুর্দান্ত সব পেসারের দেখা পাওয়া যায় এই দেশে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের সময় শেষ হওয়ার পর দেশটির পেস বোলিংয়ে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইনরা। নিজের বর্তমান সতীর্থদের থেকে অনেক আগেই দলের অবিচ্ছেদ অংশ হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন অনেক পিছিয়ে হাসান। সেটি মানছেনও তিনি।
হাসান সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত বছরের ১২ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর আর কখনো সুযোগ পাননি তিনি । তাই বিশ্বকাপে নিজেকে না দেখার কারণ হিসেবে বলেছেন, ‘পাকিস্তানের বর্তমান পেসাররা দুর্দান্ত পারফর্ম করছে। তারা দলের অংশ হওয়ার যোগ্য। জাতীয় দলে আমার অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। তবে কেউই ভবিষ্যদ্বাণী করতে পারে না যে কখনো সুযোগ আসবে না। যদি সুযোগ পাই তাহলে দলের জয়ে নিজের সবকিছু নিংড়ে দিতে প্রস্তুত থাকব।’
ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো চার মাসেরও বেশি সময় বাকি। অথচ বিশ্বকাপ নিয়ে এখনই ভাবনা শুরু করে দিয়েছেন হাসান আলী। ভাবনাটাও যদি ইতিবাচক হতো তাহলেও বিষয়টা সুন্দর হতো। কিন্তু তিনি ভাবছেন উল্টোটা।
বড় কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার সময় খেলোয়াড়েরা সচরাচর যা ভাবেন, তার ঠিক বিপরীত অবস্থানে হাসান। বিশ্বকাপে নিজের খেলার সম্ভাবনা নেই বলেই মানছেন তিনি। তাঁর মতে, আগামী বিশ্বকাপে পাকিস্তান দলের অংশ হওয়ার সুযোগ তাঁর কম। স্থানীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন পাকিস্তানি পেসার।
হাসানের মতো এমন স্পষ্টভাষী খেলোয়াড় ক্রীড়াঙ্গনে খুবই কম, যিনি বাস্তবতা বুঝে নিজের বিচার নিজেই করতে পারেন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে অসম্ভব মনে হচ্ছে যে, আমি পিসিবির পরিকল্পনায় আছি। সত্যটা হচ্ছে, নিজেকেও বিশ্বকাপের অংশ মনে করছি না। টুর্নামেন্টটি দ্রুত ঘনিয়ে আসছে এবং মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যে দলও প্রায় চূড়ান্ত করা হয়েছে। আমাদের হাতে খুব বেশি ওয়ানডে ম্যাচ বাকি নেই। যা আছে সেটি এশিয়া কাপের। কিন্তু টুর্নামেন্টের স্থানও এখন পর্যন্ত নিশ্চিত নয়। সময়ও কমে আসছে।’
পাকিস্তান বরাবরই পেস বোলিংয়ের উর্বর ভূমি। দুর্দান্ত সব পেসারের দেখা পাওয়া যায় এই দেশে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের সময় শেষ হওয়ার পর দেশটির পেস বোলিংয়ে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইনরা। নিজের বর্তমান সতীর্থদের থেকে অনেক আগেই দলের অবিচ্ছেদ অংশ হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন অনেক পিছিয়ে হাসান। সেটি মানছেনও তিনি।
হাসান সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত বছরের ১২ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর আর কখনো সুযোগ পাননি তিনি । তাই বিশ্বকাপে নিজেকে না দেখার কারণ হিসেবে বলেছেন, ‘পাকিস্তানের বর্তমান পেসাররা দুর্দান্ত পারফর্ম করছে। তারা দলের অংশ হওয়ার যোগ্য। জাতীয় দলে আমার অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। তবে কেউই ভবিষ্যদ্বাণী করতে পারে না যে কখনো সুযোগ আসবে না। যদি সুযোগ পাই তাহলে দলের জয়ে নিজের সবকিছু নিংড়ে দিতে প্রস্তুত থাকব।’
বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১১ ঘণ্টা আগেঅপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে