ক্রীড়া ডেস্ক
জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ১.১ কোটি রুপিতে বৈভব সূর্যবংশীতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এরপর থেকে আলোচনায় ভারতের ১৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। তবে এই বয়সের কারণেই এবার প্রশ্নের মুখে পড়লেন তিনি।
সম্প্রতি সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ভারত। সেই ম্যাচে ৩৬ বলে ৬ চার ও ৫ ছয়ে ৬৭ রান করেন এই ওপেনার। তবে পরশু ফাইনালে বাংলাদেশ বিপক্ষে হাসেনি সূর্যবংশীর ব্যাট। ভারতকে হারিয়ে বাংলাদেশও টানা দ্বিতীয়বারের মতন জিতে নেয় যুবাদের এশিয়া কাপ।
সূর্যবংশী আগামী ২৭ মার্চ ১৪ বছর বয়সে পা রাখবেন। তবে ব্যাটিং দেখে কে বলবে তাঁর বয়স এত কম! বিশেষ করে শারজায় লঙ্কানদের বিপক্ষে সেমিতে দুলনিত সিগেরার বলে সূর্যবংশীর স্ট্যান্ডে আছড়ে ফেলা ছয় দেখে অবাক হয়েছেন জুনায়েদ খান। সেই অবাক হওয়া থেকে পাকিস্তানের সাবেক এই পেসার প্রশ্ন তুলেছেন ভারতীয় কিশোরের বয়স নিয়ে। সূর্যবংশীর সেই ছয় মারার ভিডিও পোস্ট করে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জুনায়েদ লিখেছেন, ‘১৩ বছরের ছেলে কি সত্যি এত বড় ছয় মারতে পারে?’
আলোচনায় আসার পর থেকে সূর্যবংশীর বয়স নিয়ে অনেকে কথা বলেছেন। সম্প্রতি তাঁর বাবা সঞ্জীব এই বিতর্ক নিয়ে জানিয়েছেন, দরকার পড়লে ছেলে হাড়ের পরীক্ষা করাবেন। ভারতীয় নিউজ এজেন্সি পিটিআই’কে তিনি বলেছেন, ‘যখন তার বয়স সাড়ে ৮ বছর, তখন সে বিসিসিআই-তে (ভারতীয় ক্রিকেট বোর্ড) প্রথম হাড়ের পরীক্ষা দেয়। সে ইতিমধ্যে ভারত-১৯ দলের হয়ে খেলেছে। আমরা কাউকে ভয় পাই না। সে আবারও তার বয়স পরীক্ষা দেবে।’
সূর্যবংশী ঘরোয়া ক্রিকেটে খেলেছেন বিহারের হয়ে। এই দলের হয়ে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন তিনি।
জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ১.১ কোটি রুপিতে বৈভব সূর্যবংশীতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এরপর থেকে আলোচনায় ভারতের ১৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। তবে এই বয়সের কারণেই এবার প্রশ্নের মুখে পড়লেন তিনি।
সম্প্রতি সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ভারত। সেই ম্যাচে ৩৬ বলে ৬ চার ও ৫ ছয়ে ৬৭ রান করেন এই ওপেনার। তবে পরশু ফাইনালে বাংলাদেশ বিপক্ষে হাসেনি সূর্যবংশীর ব্যাট। ভারতকে হারিয়ে বাংলাদেশও টানা দ্বিতীয়বারের মতন জিতে নেয় যুবাদের এশিয়া কাপ।
সূর্যবংশী আগামী ২৭ মার্চ ১৪ বছর বয়সে পা রাখবেন। তবে ব্যাটিং দেখে কে বলবে তাঁর বয়স এত কম! বিশেষ করে শারজায় লঙ্কানদের বিপক্ষে সেমিতে দুলনিত সিগেরার বলে সূর্যবংশীর স্ট্যান্ডে আছড়ে ফেলা ছয় দেখে অবাক হয়েছেন জুনায়েদ খান। সেই অবাক হওয়া থেকে পাকিস্তানের সাবেক এই পেসার প্রশ্ন তুলেছেন ভারতীয় কিশোরের বয়স নিয়ে। সূর্যবংশীর সেই ছয় মারার ভিডিও পোস্ট করে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জুনায়েদ লিখেছেন, ‘১৩ বছরের ছেলে কি সত্যি এত বড় ছয় মারতে পারে?’
আলোচনায় আসার পর থেকে সূর্যবংশীর বয়স নিয়ে অনেকে কথা বলেছেন। সম্প্রতি তাঁর বাবা সঞ্জীব এই বিতর্ক নিয়ে জানিয়েছেন, দরকার পড়লে ছেলে হাড়ের পরীক্ষা করাবেন। ভারতীয় নিউজ এজেন্সি পিটিআই’কে তিনি বলেছেন, ‘যখন তার বয়স সাড়ে ৮ বছর, তখন সে বিসিসিআই-তে (ভারতীয় ক্রিকেট বোর্ড) প্রথম হাড়ের পরীক্ষা দেয়। সে ইতিমধ্যে ভারত-১৯ দলের হয়ে খেলেছে। আমরা কাউকে ভয় পাই না। সে আবারও তার বয়স পরীক্ষা দেবে।’
সূর্যবংশী ঘরোয়া ক্রিকেটে খেলেছেন বিহারের হয়ে। এই দলের হয়ে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন তিনি।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে