বাইশ গজে শোয়েব আখতার যেমন গতির ঝড় তুলতেন তেমনি তাঁর ব্যক্তিজীবনও ছিল বর্ণাঢ্যময়। আক্রমণাত্মক শোয়েবকে এই নিয়ে কথাও শুনতে হতো অনেক। তাঁর প্রতিবেশী দুই খালাও তাকে অপমান করতেন। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে শোয়েব জানিয়েছেন, তাঁর তারকা হওয়ার পেছনে অবদান ছিল তার এই প্রতিবেশী দুই খালার।
শোয়েব যখন রাওয়ালপিন্ডিতে ট্রায়ালে যেতেন অনেকেই তাঁর সহজাত প্রতিভা নিয়ে প্রশ্ন তুলতেন। শোয়েব জানান, অতি আক্রমণাত্মক হওয়ায় আশপাশের মানুষরা তাঁকে নিয়ে উপহাস করতেন। তারা শোয়েবকে বিশ্বাস করাতে চাইতেন, যদি সে জীবনে বড় কিছু করে সেটা হবে অলৌকিক কিছু। এই তালিকায় ছিলেন তাঁর প্রতিবেশী দুই খালাও।
শোয়েব জানিয়েছেন, বিভিন্নভাবে তার দুই প্রতিবেশী খালা তাকে নানাভাবে তাচ্ছিল্য করতেন। এটাই ছোট্ট শোয়েবকে তাতিয়ে দিত, ‘যখন আমি অনুশীলনে যেতাম আমার এলাকার দুই খালা আমাকে ক্রমাগত উপহাস করতেন। তারা প্রায়ই জিজ্ঞাসা করতেন আমি কোথায় যাচ্ছি। উত্তরে বলতাম, আমি তারকা হতে যাচ্ছি। আর মনে মনে ভাবতাম এই দুই খালা (আন্টি) আসলে আমাকে তারকা হতে সাহায্য করছেন।’
এসব শুনে তাই শোয়েবও প্রতিউত্তর দিতেন। আত্মবিশ্বাসের সঙ্গে মুখের ওপর বলতেন, একটু অপেক্ষা করুন সবকিছুই দেখতে পাবেন। ক্যারিয়ারের শুরুর দিকের সেই স্মৃতি রোমন্থন করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ‘তারা আমাকে প্রতিদিন অপমান করতেন আর তুচ্ছতাচ্ছিল্য করতেন। আমাকে বলতেন, তুমি তারকা হতে পারবা না। আমি তখন বলতাম, দয়া করে একটু অপেক্ষা করুন আমিই পাকিস্তানের ভবিষ্যৎ বড় তারকা।’
শোয়েব তাঁর সেদিনের কথা অবশ্য শেষ পর্যন্ত রেখেছেন। প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধু পাকিস্তানেরই বড় তারকা নন, নিজেকে সর্বকালের সেরাদের কাতার নিয়েছেন।
বাইশ গজে শোয়েব আখতার যেমন গতির ঝড় তুলতেন তেমনি তাঁর ব্যক্তিজীবনও ছিল বর্ণাঢ্যময়। আক্রমণাত্মক শোয়েবকে এই নিয়ে কথাও শুনতে হতো অনেক। তাঁর প্রতিবেশী দুই খালাও তাকে অপমান করতেন। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে শোয়েব জানিয়েছেন, তাঁর তারকা হওয়ার পেছনে অবদান ছিল তার এই প্রতিবেশী দুই খালার।
শোয়েব যখন রাওয়ালপিন্ডিতে ট্রায়ালে যেতেন অনেকেই তাঁর সহজাত প্রতিভা নিয়ে প্রশ্ন তুলতেন। শোয়েব জানান, অতি আক্রমণাত্মক হওয়ায় আশপাশের মানুষরা তাঁকে নিয়ে উপহাস করতেন। তারা শোয়েবকে বিশ্বাস করাতে চাইতেন, যদি সে জীবনে বড় কিছু করে সেটা হবে অলৌকিক কিছু। এই তালিকায় ছিলেন তাঁর প্রতিবেশী দুই খালাও।
শোয়েব জানিয়েছেন, বিভিন্নভাবে তার দুই প্রতিবেশী খালা তাকে নানাভাবে তাচ্ছিল্য করতেন। এটাই ছোট্ট শোয়েবকে তাতিয়ে দিত, ‘যখন আমি অনুশীলনে যেতাম আমার এলাকার দুই খালা আমাকে ক্রমাগত উপহাস করতেন। তারা প্রায়ই জিজ্ঞাসা করতেন আমি কোথায় যাচ্ছি। উত্তরে বলতাম, আমি তারকা হতে যাচ্ছি। আর মনে মনে ভাবতাম এই দুই খালা (আন্টি) আসলে আমাকে তারকা হতে সাহায্য করছেন।’
এসব শুনে তাই শোয়েবও প্রতিউত্তর দিতেন। আত্মবিশ্বাসের সঙ্গে মুখের ওপর বলতেন, একটু অপেক্ষা করুন সবকিছুই দেখতে পাবেন। ক্যারিয়ারের শুরুর দিকের সেই স্মৃতি রোমন্থন করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ‘তারা আমাকে প্রতিদিন অপমান করতেন আর তুচ্ছতাচ্ছিল্য করতেন। আমাকে বলতেন, তুমি তারকা হতে পারবা না। আমি তখন বলতাম, দয়া করে একটু অপেক্ষা করুন আমিই পাকিস্তানের ভবিষ্যৎ বড় তারকা।’
শোয়েব তাঁর সেদিনের কথা অবশ্য শেষ পর্যন্ত রেখেছেন। প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধু পাকিস্তানেরই বড় তারকা নন, নিজেকে সর্বকালের সেরাদের কাতার নিয়েছেন।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৩ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে