হেডিংলি টেস্ট জিতে অ্যাশেজে ঘুরে দাঁড়ানোর আশায় ইংল্যান্ড। ১৯ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্ট জিতলে ২-২ ব্যবধানে সমতায় ফিরবে স্বাগতিকেরা। তার জন্য ম্যানচেস্টারে কোমর বেধে নামতে চায় তারা।
ম্যানচেস্টার টেস্টকে সামনে রেখে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে উপদেশ দিয়েছেন স্যার জিওফ্রে বয়কট। এই সাবেক ইংলিশ ওপেনার জানিয়েছেন, একাদশে তিন পরিবর্তন আনতে। বাদ দিতে বলেছেন উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো, পেসার ওলি রবিনসন ও বোলিং অলরাউন্ডার মঈন আলীকে।
টেলিগ্রাফের এক কলামে এই তিনজনকে ম্যানচেস্টার টেস্টের একাদশে দেখতে চান না জানিয়েছেন বয়কট। তিনি লিখেছেন, ‘যখন জনি সেরা ফর্মে থাকে তখন ইংল্যান্ডের জন্য বেশ ভালো। কিন্তু এই মুহূর্তে তাকে বাদ দেওয়া দরকার। তাকে প্রেশার কুকারের বাইরে রাখা উচিত।’
বাকি দুজনকে বাদ দেওয়ার যুক্তি বয়কট দিয়েছেন এভাবে, ‘মঈন দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের উত্তার থেকে দূরে ছিল। তার স্পিনিং আঙুলেও চোট পেয়েছে। এখন তার সেরা বল করাটা অসম্ভব। তার ব্যাটিংও কেমন সব সময় অগোছালো, ভালো দেখায় না।’
বয়কট রবিনসনের পরিবর্তে ম্যানচেস্টার টেস্টের একাদশে অ্যান্ডারসনকে বোলিং আক্রমণে দেখতে চান। তিনি লিখেছেন, ‘হেডিংলিতে মার্ক উড, ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড সুন্দর বোলিং করেছেন হেডিংলিতে এবং আরেকটি টেস্টের জন্য আরও ৯ দিন সময় পাচ্ছে তারা। ওলি রবিনসনের জায়গায় সতেজ হয়ে জিমি অ্যান্ডরসনের আক্রমণে ফেরা দরকার।’
হেডিংলির লিডসে অ্যাশেজের তৃতীয় টেস্টের একাদশে বেশ পরিবর্তন আনেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। অভিজ্ঞ পেসার অ্যান্ডারসনকে বাইরে রেখে জায়গা দেন মার্ক উড ও ক্রিস ওকসকে। এই দুজনই তাদের তৃতীয় টেস্ট জয়ের নায়ক।
হেডিংলি টেস্ট জিতে অ্যাশেজে ঘুরে দাঁড়ানোর আশায় ইংল্যান্ড। ১৯ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্ট জিতলে ২-২ ব্যবধানে সমতায় ফিরবে স্বাগতিকেরা। তার জন্য ম্যানচেস্টারে কোমর বেধে নামতে চায় তারা।
ম্যানচেস্টার টেস্টকে সামনে রেখে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে উপদেশ দিয়েছেন স্যার জিওফ্রে বয়কট। এই সাবেক ইংলিশ ওপেনার জানিয়েছেন, একাদশে তিন পরিবর্তন আনতে। বাদ দিতে বলেছেন উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো, পেসার ওলি রবিনসন ও বোলিং অলরাউন্ডার মঈন আলীকে।
টেলিগ্রাফের এক কলামে এই তিনজনকে ম্যানচেস্টার টেস্টের একাদশে দেখতে চান না জানিয়েছেন বয়কট। তিনি লিখেছেন, ‘যখন জনি সেরা ফর্মে থাকে তখন ইংল্যান্ডের জন্য বেশ ভালো। কিন্তু এই মুহূর্তে তাকে বাদ দেওয়া দরকার। তাকে প্রেশার কুকারের বাইরে রাখা উচিত।’
বাকি দুজনকে বাদ দেওয়ার যুক্তি বয়কট দিয়েছেন এভাবে, ‘মঈন দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের উত্তার থেকে দূরে ছিল। তার স্পিনিং আঙুলেও চোট পেয়েছে। এখন তার সেরা বল করাটা অসম্ভব। তার ব্যাটিংও কেমন সব সময় অগোছালো, ভালো দেখায় না।’
বয়কট রবিনসনের পরিবর্তে ম্যানচেস্টার টেস্টের একাদশে অ্যান্ডারসনকে বোলিং আক্রমণে দেখতে চান। তিনি লিখেছেন, ‘হেডিংলিতে মার্ক উড, ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড সুন্দর বোলিং করেছেন হেডিংলিতে এবং আরেকটি টেস্টের জন্য আরও ৯ দিন সময় পাচ্ছে তারা। ওলি রবিনসনের জায়গায় সতেজ হয়ে জিমি অ্যান্ডরসনের আক্রমণে ফেরা দরকার।’
হেডিংলির লিডসে অ্যাশেজের তৃতীয় টেস্টের একাদশে বেশ পরিবর্তন আনেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। অভিজ্ঞ পেসার অ্যান্ডারসনকে বাইরে রেখে জায়গা দেন মার্ক উড ও ক্রিস ওকসকে। এই দুজনই তাদের তৃতীয় টেস্ট জয়ের নায়ক।
বেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২৮ মিনিট আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
১ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
৩ ঘণ্টা আগে