অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্তরা।
মরুর দেশ আরব আমিরাতে এখনো স্বভাবসিদ্ধ প্রচণ্ড গরম পড়েনি। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকায় অনুশীলনের জন্য বেশ সহনীয় পরিবেশ পেয়েছে দল।
কাল দুবাইয়ে নেট সেশনে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও জাকের আলী। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের তত্ত্বাবধানে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানরা। স্পিন বোলিংয়ে মিরাজ ও নাসুমরাও নিজের প্রস্তুতি নিয়েছেন।
একাডেমির সেন্টার উইকেটে ব্যাটিং-বোলিং অনুশীলনও হয়েছে। সূত্রের খবর, আজও অনুশীলন করবেন শান্তরা। আগামীকাল প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ নিয়ে তানজিম হাসান বলেন, ‘আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আজ (গতকাল) অনুশীলন করার পর আরও ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ (কাল) থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত সম্ভব ধারণা নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করছে, কোন লেংথে বল করলে ব্যাটাররা ভুগছে, সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে জিম এরপর ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই করেছি। খুব ভালো লাগছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্তরা।
মরুর দেশ আরব আমিরাতে এখনো স্বভাবসিদ্ধ প্রচণ্ড গরম পড়েনি। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকায় অনুশীলনের জন্য বেশ সহনীয় পরিবেশ পেয়েছে দল।
কাল দুবাইয়ে নেট সেশনে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও জাকের আলী। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের তত্ত্বাবধানে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানরা। স্পিন বোলিংয়ে মিরাজ ও নাসুমরাও নিজের প্রস্তুতি নিয়েছেন।
একাডেমির সেন্টার উইকেটে ব্যাটিং-বোলিং অনুশীলনও হয়েছে। সূত্রের খবর, আজও অনুশীলন করবেন শান্তরা। আগামীকাল প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ নিয়ে তানজিম হাসান বলেন, ‘আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আজ (গতকাল) অনুশীলন করার পর আরও ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ (কাল) থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত সম্ভব ধারণা নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করছে, কোন লেংথে বল করলে ব্যাটাররা ভুগছে, সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে জিম এরপর ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই করেছি। খুব ভালো লাগছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
লঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৩ মিনিট আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
৩৮ মিনিট আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
১ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁয়ে গতকাল সকালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে লিটন দাস হাতের আঙুলগুলো এমনভাবে ফোটালেন, যেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে উঁচু শিরে নেমে পড়েছেন রিংয়ে! পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই একপেশে।
২ ঘণ্টা আগে