অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্তরা।
মরুর দেশ আরব আমিরাতে এখনো স্বভাবসিদ্ধ প্রচণ্ড গরম পড়েনি। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকায় অনুশীলনের জন্য বেশ সহনীয় পরিবেশ পেয়েছে দল।
কাল দুবাইয়ে নেট সেশনে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও জাকের আলী। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের তত্ত্বাবধানে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানরা। স্পিন বোলিংয়ে মিরাজ ও নাসুমরাও নিজের প্রস্তুতি নিয়েছেন।
একাডেমির সেন্টার উইকেটে ব্যাটিং-বোলিং অনুশীলনও হয়েছে। সূত্রের খবর, আজও অনুশীলন করবেন শান্তরা। আগামীকাল প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ নিয়ে তানজিম হাসান বলেন, ‘আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আজ (গতকাল) অনুশীলন করার পর আরও ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ (কাল) থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত সম্ভব ধারণা নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করছে, কোন লেংথে বল করলে ব্যাটাররা ভুগছে, সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে জিম এরপর ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই করেছি। খুব ভালো লাগছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্তরা।
মরুর দেশ আরব আমিরাতে এখনো স্বভাবসিদ্ধ প্রচণ্ড গরম পড়েনি। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকায় অনুশীলনের জন্য বেশ সহনীয় পরিবেশ পেয়েছে দল।
কাল দুবাইয়ে নেট সেশনে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও জাকের আলী। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের তত্ত্বাবধানে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানরা। স্পিন বোলিংয়ে মিরাজ ও নাসুমরাও নিজের প্রস্তুতি নিয়েছেন।
একাডেমির সেন্টার উইকেটে ব্যাটিং-বোলিং অনুশীলনও হয়েছে। সূত্রের খবর, আজও অনুশীলন করবেন শান্তরা। আগামীকাল প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ নিয়ে তানজিম হাসান বলেন, ‘আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আজ (গতকাল) অনুশীলন করার পর আরও ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ (কাল) থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত সম্ভব ধারণা নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করছে, কোন লেংথে বল করলে ব্যাটাররা ভুগছে, সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে জিম এরপর ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই করেছি। খুব ভালো লাগছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১০ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১২ ঘণ্টা আগে