অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্তরা।
মরুর দেশ আরব আমিরাতে এখনো স্বভাবসিদ্ধ প্রচণ্ড গরম পড়েনি। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকায় অনুশীলনের জন্য বেশ সহনীয় পরিবেশ পেয়েছে দল।
কাল দুবাইয়ে নেট সেশনে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও জাকের আলী। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের তত্ত্বাবধানে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানরা। স্পিন বোলিংয়ে মিরাজ ও নাসুমরাও নিজের প্রস্তুতি নিয়েছেন।
একাডেমির সেন্টার উইকেটে ব্যাটিং-বোলিং অনুশীলনও হয়েছে। সূত্রের খবর, আজও অনুশীলন করবেন শান্তরা। আগামীকাল প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ নিয়ে তানজিম হাসান বলেন, ‘আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আজ (গতকাল) অনুশীলন করার পর আরও ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ (কাল) থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত সম্ভব ধারণা নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করছে, কোন লেংথে বল করলে ব্যাটাররা ভুগছে, সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে জিম এরপর ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই করেছি। খুব ভালো লাগছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্তরা।
মরুর দেশ আরব আমিরাতে এখনো স্বভাবসিদ্ধ প্রচণ্ড গরম পড়েনি। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকায় অনুশীলনের জন্য বেশ সহনীয় পরিবেশ পেয়েছে দল।
কাল দুবাইয়ে নেট সেশনে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও জাকের আলী। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের তত্ত্বাবধানে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানরা। স্পিন বোলিংয়ে মিরাজ ও নাসুমরাও নিজের প্রস্তুতি নিয়েছেন।
একাডেমির সেন্টার উইকেটে ব্যাটিং-বোলিং অনুশীলনও হয়েছে। সূত্রের খবর, আজও অনুশীলন করবেন শান্তরা। আগামীকাল প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ নিয়ে তানজিম হাসান বলেন, ‘আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আজ (গতকাল) অনুশীলন করার পর আরও ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ (কাল) থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত সম্ভব ধারণা নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করছে, কোন লেংথে বল করলে ব্যাটাররা ভুগছে, সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে জিম এরপর ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই করেছি। খুব ভালো লাগছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
৫ ঘণ্টা আগেবৃষ্টি আগের দিন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ক্ষীণ করে তুলেছিল আফগানদের শেষ চারের ওঠার সম্ভাবনা। সেটা এতই ক্ষীণ যে তা উবে যাওয়ার জন্য গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না। করাচিতে কাল ইংল্যান্ডে ১৭৯ রানে অলআউট করেই শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাতেই
৫ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
৬ ঘণ্টা আগেগতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
৮ ঘণ্টা আগে