Ajker Patrika

টেস্টে বাংলাদেশ যেন ‘ডাক বিভাগ’!

টেস্টে বাংলাদেশ যেন ‘ডাক বিভাগ’!

ক্রিকেটে কত বিচিত্র ঘটনাই ঘটে থাকে। তেমনি এক বিচিত্র ঘটনায় অন্য সবার চেয়ে এগিয়ে বাংলাদেশের ব্যাটাররা।

এ বছর টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি মুমিনুল হক-মাহমুদুল হাসান জয়দের দখলে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন (ডাক মেরেছেন)। ২০২২ সালে এ নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে ৩০টি ডাকের দেখা পেল বাংলাদেশ।

 বিব্রতকর এ রেকর্ডে বাংলাদেশের ধারেকাছেও নেই কোনো দল। রাসেল ডমিঙ্গোর শিষ্যদের পরে আছে নিউজিল্যান্ড। কিউই ব্যাটাররা ডাক মেরেছেন ১৪ বার। পরের তিনটি স্থান ইংল্যান্ড (১৩ বার), দক্ষিণ আফ্রিকা (১২ বার) ও শ্রীলঙ্কার (১১ বার)। 

শুধু কি তাই? বিশ্বের সব টেস্ট খেলোয়াড়দের মধ্যে এ বছর সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া শীর্ষ তিন ব্যাটারই বাংলাদেশের—খালেদ আহমেদ (৬ বার), মাহমুদুল হাসান জয় (৪ বার), মুমিনুল হক (৪ বার)। অ্যান্টিগায় আজ তিনজনই মেরেছেন ডাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত