Ajker Patrika

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে শেষ পর্যন্ত জিতল বৃষ্টিই

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫৭
বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের প্রথম দুই ওয়ানডে ঠিকমতো হলেও তৃতীয় ওয়ানডেতে বাগড়া দিয়েছে বৃষ্টি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের প্রথম দুই ওয়ানডে ঠিকমতো হলেও তৃতীয় ওয়ানডেতে বাগড়া দিয়েছে বৃষ্টি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের তৃতীয় ওয়ানডে গতকাল হওয়ার কথা ছিল ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে ম্যাচে সব মিলে খেলা হয়েছে ১৮ ওভার। শেষ পর্যন্ত বৃষ্টিই জিতেছে এই ম্যাচে।

টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক থমাস রিউ। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ১৮ ওভারে ২ উইকেটে ১০১ রান করেছে। বেরসিক বৃষ্টি হানা দেয় এর পরই। পরবর্তীতে বৃষ্টির তীব্রতা এত বেড়ে যায় যে ম্যাচ আর শুরু করা সম্ভবই হয়নি। বাংলাদেশ-ইংল্যান্ড যুবাদের তৃতীয় ওয়ানডে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।

প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ যোগ করেন ৫০ রান। দশম ওভারের প্রথম বলে আবরারকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন জেমস ফেলডম্যান। ৫০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন তামিম ও রিফাত। ১৭তম ওভারের শেষ বলে রিফাতকে ফেরান জেএ নেলসন।

রিফাত ৫৭ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৫১ রান। দুই ওপেনার আবরার-রিফাতের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৭ ওভারে ২ উইকেটে ৯৬ রান। পরবর্তীতে মাত্র ১ ওভার খেলা হয়েছে। তামিম ২৬ বলে করেন ১৯ রান। ৪ নম্বরে নামা রিজান হোসেন করেন ২ রান। ১০০ ওভারের ম্যাচে ১৮ ওভারের খেলা হওয়ার পরই পরিত্যক্ত হয় ম্যাচ।

বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম দুই ওয়ানডে হয়েছে লাফবোরোতে। ৮৭ রানে প্রথম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ৪ উইকেটে জিতে সমতায় ফিরেছে। সিরিজের শেষ দুই ওয়ানডের ভেন্যু বেকেনহাম। ১২ ও ১৪ সেপ্টেম্বর হবে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত