Ajker Patrika

‘এবার না পারলে তিন বিশ্বকাপ অপেক্ষা করতে হবে ভারতকে’

‘এবার না পারলে তিন বিশ্বকাপ অপেক্ষা করতে হবে ভারতকে’

অপেক্ষাটা হয়তো এবার ফুরাতে পারে ভারতের। দীর্ঘ ১২ বছর ধরে বিশ্বকাপ না জেতার অপেক্ষা। প্রতিবার ফেবারিট হিসেবে খেললেও তারা টুর্নামেন্টে শেষ করে হতাশায়। সেমিফাইনালের ফাড়া পার হতেই পারেনা তারা। 

এবার ঘরের মাঠে সেই ফাড়া পার হওয়ার সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারত। দুর্দান্ত ছন্দেও আছে তারা। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে টুর্নামেন্টে অপরাজিত ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপজয়ীরা। ৯ ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে তারা। 

ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের দুর্দান্ত সুযোগ দেখছেন রবি শাস্ত্রীও। তাঁর মতে ১২ বছর আগের স্মৃতি ফিরে আনার এটাই সেরা সুযোগ। আর যদি না পারে তাহলে আরও তিন বিশ্বকাপ অপেক্ষা করতে হতে পারে তাঁর দেশকে এমনটাই মনে করছেন ভারতের সাবেক অলরাউন্ডার। 

অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সঙ্গে ক্লাব প্রেইরি পডকাস্টে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন শাস্ত্রী। ভারতের সাবেক কোচ বলেছেন, ‘১২ বছর আগে তারা (ভারত) বিশ্বকাপ জিতেছে। সেটির পুনরাবৃত্তির সুযোগ আছে। তারা যেভাবে খেলছে, সম্ভবত এটাই সেরা সুযোগ।’ 

আর ঘরের মাঠেও যদি ভারত এবার বিশ্বকাপ জিততে না পারে তাহলে খরাটা আরও দীর্ঘ হবে বলে জানিয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘যদি তারা সুযোগ হাতছাড়া করে তাহলে শিরোপা জেতার জন্য তাদের আরও তিন বিশ্বকাপ অপেক্ষা করতে হতে পরে। দলের ৭-৮ জন খেলোয়াড় সেরা ছন্দে রয়েছে। এবং এটাই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত