ক্রীড়া ডেস্ক
খেলোয়াড়ি জীবনের পুরোটাই তাঁর চমক আর নাটকীয়তায় ভরা। ঘোষণা দিয়ে তিনি কখনো কিছু করেননি। ৪ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন হুটহাট। সম্প্রতি সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর আগেও দেননি কোনো আভাস।
রহস্যময় এবি ডি ভিলিয়ার্সের এসব কাণ্ডে ভক্তদের মনে জমা ছিল অনেক প্রশ্ন। ক্রিকেট অনুরাগীদের কৌতূহল মেটাতে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ অবশেষে নিজেই খুলে দিলেন মনের বাক্স। জানালেন ব্যাট-প্যাড তুলে রাখার মূল কারণ।
দক্ষিণ আফ্রিকার এক সংবাদমাধ্যমে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সময়ই তিনি বুঝতে পেরেছিলেন ক্রিকেট আর উপভোগ করছেন না। ৩৭ বছর বয়সী তারকার ভাষ্য, ‘ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটা (অবসর) নিয়ে অনেকবার ভাবতে হয়েছে। আসলে খেলাটা আমার কাছে উপভোগের ব্যাপার। যখন একটা সময়ে এসে মনে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা আমার জন্য কঠিন হয়ে হচ্ছে, তখনই উপভোগের জায়গাটা আর থাকেনি।’
গত বছর আইপিএল দুই ভাগে আয়োজন করা হয়েছিল। করোনা সংক্রমণ বাড়ায় ভারতে এপ্রিল-মে মাসে ২৯ ম্যাচ হওয়ার পর স্থগিত করা হয়। বাকি ম্যাচগুলো হয় ছয় মাস পর সংযুক্ত আরব আমিরাতে। এই সময়টায় শারীরিকের চেয়ে মানসিক পরীক্ষা বেশি দিতে হয়েছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স, ‘আইপিএল দুই ভাগে হওয়ায় কোয়ারেন্টিনের সময়সীমাও বেড়েছে। জৈব সুরক্ষা বলয়ে থেকে বিষয়গুলোর সঙ্গে মানিয়ে নেওয়া অধৈর্যের পর্যায়ে চলে গিয়েছিল।’
ডি ভিলিয়ার্সের কাছে ক্রিকেট শুধু জয়-পরাজয়ের জায়গা নয়, আনন্দ-উপভোগেরও। নিজের সেই তৃপ্তির জায়গায় যখন মরিচা পড়েছে, আর সময় নেননি, ‘ক্রিকেটে আমার সামর্থ্য, শক্তি ও দক্ষতার সবটুকু নিংড়ে দিয়েছি। উপভোগের মন্ত্র নিয়ে আমি খেলে গিয়েছি। যে মুহূর্ত থেকে মন আর সায় দেয়নি, তখনই বুঝেছি সরে যাওয়ার সময় হয়েছে।’
আইপিএলের সবচেয়ে বড় নিলামের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। দল বাড়ায় প্রতিদ্বন্দ্বিতাও বাড়তে যাচ্ছে। কোন ফ্র্যাঞ্চাইজি কাকে রেখে দেয়, সেটা জানার কৌতূহল ছিল সবার মাঝে। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্তরা জানার অপেক্ষায় ছিলেন ডি ভিলিয়ার্সকে দল রেখে দেয় কি না।
উত্তর জানতে বেশি দিন অপেক্ষায় থাকতে হয়নি। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়ে দেয় তারা শুধু তিন ক্রিকেটার বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজকে ধরে রাখছে। এরপরও ডি ভিলিয়ার্স ভক্তরা আইপিএলে তাঁর নতুন ঠিকানা জানতে উতলা ছিলেন। কিন্তু সাবেক প্রোটিয়া অধিনায়ক গত বছরের নভেম্বরে জানিয়ে দেন, আইপিএল দূরে থাক; তিনি আর ক্রিকেটই খেলবেন না।
খেলোয়াড়ি জীবনের পুরোটাই তাঁর চমক আর নাটকীয়তায় ভরা। ঘোষণা দিয়ে তিনি কখনো কিছু করেননি। ৪ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন হুটহাট। সম্প্রতি সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর আগেও দেননি কোনো আভাস।
রহস্যময় এবি ডি ভিলিয়ার্সের এসব কাণ্ডে ভক্তদের মনে জমা ছিল অনেক প্রশ্ন। ক্রিকেট অনুরাগীদের কৌতূহল মেটাতে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ অবশেষে নিজেই খুলে দিলেন মনের বাক্স। জানালেন ব্যাট-প্যাড তুলে রাখার মূল কারণ।
দক্ষিণ আফ্রিকার এক সংবাদমাধ্যমে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সময়ই তিনি বুঝতে পেরেছিলেন ক্রিকেট আর উপভোগ করছেন না। ৩৭ বছর বয়সী তারকার ভাষ্য, ‘ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটা (অবসর) নিয়ে অনেকবার ভাবতে হয়েছে। আসলে খেলাটা আমার কাছে উপভোগের ব্যাপার। যখন একটা সময়ে এসে মনে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা আমার জন্য কঠিন হয়ে হচ্ছে, তখনই উপভোগের জায়গাটা আর থাকেনি।’
গত বছর আইপিএল দুই ভাগে আয়োজন করা হয়েছিল। করোনা সংক্রমণ বাড়ায় ভারতে এপ্রিল-মে মাসে ২৯ ম্যাচ হওয়ার পর স্থগিত করা হয়। বাকি ম্যাচগুলো হয় ছয় মাস পর সংযুক্ত আরব আমিরাতে। এই সময়টায় শারীরিকের চেয়ে মানসিক পরীক্ষা বেশি দিতে হয়েছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স, ‘আইপিএল দুই ভাগে হওয়ায় কোয়ারেন্টিনের সময়সীমাও বেড়েছে। জৈব সুরক্ষা বলয়ে থেকে বিষয়গুলোর সঙ্গে মানিয়ে নেওয়া অধৈর্যের পর্যায়ে চলে গিয়েছিল।’
ডি ভিলিয়ার্সের কাছে ক্রিকেট শুধু জয়-পরাজয়ের জায়গা নয়, আনন্দ-উপভোগেরও। নিজের সেই তৃপ্তির জায়গায় যখন মরিচা পড়েছে, আর সময় নেননি, ‘ক্রিকেটে আমার সামর্থ্য, শক্তি ও দক্ষতার সবটুকু নিংড়ে দিয়েছি। উপভোগের মন্ত্র নিয়ে আমি খেলে গিয়েছি। যে মুহূর্ত থেকে মন আর সায় দেয়নি, তখনই বুঝেছি সরে যাওয়ার সময় হয়েছে।’
আইপিএলের সবচেয়ে বড় নিলামের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। দল বাড়ায় প্রতিদ্বন্দ্বিতাও বাড়তে যাচ্ছে। কোন ফ্র্যাঞ্চাইজি কাকে রেখে দেয়, সেটা জানার কৌতূহল ছিল সবার মাঝে। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্তরা জানার অপেক্ষায় ছিলেন ডি ভিলিয়ার্সকে দল রেখে দেয় কি না।
উত্তর জানতে বেশি দিন অপেক্ষায় থাকতে হয়নি। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়ে দেয় তারা শুধু তিন ক্রিকেটার বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজকে ধরে রাখছে। এরপরও ডি ভিলিয়ার্স ভক্তরা আইপিএলে তাঁর নতুন ঠিকানা জানতে উতলা ছিলেন। কিন্তু সাবেক প্রোটিয়া অধিনায়ক গত বছরের নভেম্বরে জানিয়ে দেন, আইপিএল দূরে থাক; তিনি আর ক্রিকেটই খেলবেন না।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে