Ajker Patrika

বাটলারের ফিফটিতে বড় সংগ্রহ ইংল্যান্ডের

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৬: ১০
বাটলারের ফিফটিতে বড় সংগ্রহ ইংল্যান্ডের

ভাগ্য নিয়েই যেন আজ মাঠে নেমেছিলেন জস বাটলার। নিউজিল্যান্ড তাঁকে বেশ কয়েকবার সুযোগ দিয়েছিল। আর এই সুযোগ কাজে লাগিয়ে ঝোড়ো গতিতে ফিফটি করলেন বাটলার। বাটলারের অধিনায়কোচিত ইনিংসে নিউজিল্যান্ডকে ১৮০ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হতে থাকেন অ্যালেক্স হেলস ও জস বাটলার। ৬২ বলে ৮১ রানের উদ্বোধনী জুটি গড়েন এই জুটি ব্যাটার। হেলসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। ৪০ বলে ৫২ রান করেছিলেন হেলস।

হেলসের পর উইকেটে আসেন মইন আলি। দ্বিতীয় উইকেট জুটিতে মইন-বাটলার যোগ করেছেন ২৭ রান। যেখানে মইনের উইকেট নিয়েছিলেন ইশ সোধি। চার নম্বরে ব্যাটিং করতে নামেন লিয়াম লিভিংস্টোন। তৃতীয় উইকেটে লিভিংস্টোন-বাটলার জুটি ভয়ংকর হয়ে ওঠে। ব্যক্তিগত ৮ ও ৪০-এই দুইবার জীবন পেয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ তম ফিফটি তুলে নেন বাটলার। ৪৭ বলে ৭৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক।

শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেটে ইংল্যান্ড করে ১৭৯ রান। সর্বোচ্চ ২ উইকেট নেন লকি ফারগুসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন রোজার আগেই, ঘোষণা আসতে পারে আজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত