Ajker Patrika

২৭ কোটি টাকার ঘড়ি পরে আলোচনায় পান্ডিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৩
২৭ কোটি টাকার ঘড়ি হাতে অনুশীলনে পান্ডিয়া। ছবি: সংগৃহীত
২৭ কোটি টাকার ঘড়ি হাতে অনুশীলনে পান্ডিয়া। ছবি: সংগৃহীত

হার্দিক পান্ডিয়ার ফ্যাশন-সচেতনতা সম্পর্কে ধারণা নেই, এমন লোক খুব কম পাওয়া যাবে। চশমা, কানের দুল থেকে শুরু করে ঘড়ি—সবকিছুই ব্যবহার করেন এই অলরাউন্ডার। বিশেষ করে ঘড়ির প্রতি তাঁর দুর্বলতা একটু বেশিই। তারই প্রমাণ পাওয়া গেল আরও একবার। তাঁর হাতে এখন ২৭ কোটি ৬২ লাখ টাকার বেশি মূল্যের ঘড়ি!

এর আগে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে প্রায় ১০ কোটি টাকার ঘড়ি পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন পান্ডিয়া। এবার এশিয়া কাপের আগে ঘড়ি ইস্যুতে আরও বেশি আলোচনায় এলেন তিনি।

এশিয়া কাপ সামনে রেখে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। অনুশীলনের সময় রিশা মিলে আরএমটুসেভেন-জিরোফোর মডেলের ঘড়ি পরে হাজির হন পান্ডিয়া। যে ঘড়ি সচরাচর দেখা মেলে না। ভারতীয় গণমাধ্যমের দাবি, তারকা ক্রিকেটারের ওই ঘড়ির দাম ২০ কোটি রুপির বেশি। বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৬২ লাখ টাকার বেশি।

রিশা মিলে আরএমটুসেভেন-জিরোফোর ঘড়িটি বিখ্যাত এক ক্রীড়াবিদের সহযোগিতায় তৈরি হয়েছিল। তিনি টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল।

পান্ডিয়ার এই ঘড়ির দাম এশিয়া কাপের প্রাইজমানির চেয়ে অনেক বেশি। এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টে কত টাকার পুরস্কার থাকবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে সংবাদমাধ্যমের দাবি, এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৩ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে রানার্সআপ দলকে দেওয়া হবে ১ কোটি ৮০ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শ্রমিক সংকট মোকাবিলায় থাইল্যান্ডের নজর শ্রীলঙ্কা-বাংলাদেশে

টাঙ্গাইলে মুখোমুখি কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশ, ১৪৪ ধারা জারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত