Ajker Patrika

বাংলাদেশে খেলতে আইপিএল ছাড়লেন লঙ্কান অলরাউন্ডার

বাংলাদেশে খেলতে আইপিএল ছাড়লেন লঙ্কান অলরাউন্ডার

ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অপ্রয়োজনীয় প্রকল্পে অযাচিত সরকারি ব্যয় দ্বীপ দেশটির বিপর্যয় ডেকে এনেছে। এ নিয়ে যখন বিক্ষোভে উত্তাল গোটা দেশ, তখনই বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 

এবারের সফরে মুমিনুল হক-মুশফিকুর রহিমদের বিপক্ষে শুধু টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। গতকাল দুপুরে ঢাকায় পৌঁছার পর বিশ্রামে ছিল সফরকারীরা। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে তারা। 

তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক দিমুথ করুণারত্নে ও পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে। দুই করুণারত্নে ঢাকায় আসছেন আজ। 

লঙ্কান দলপতি দিমুথ ব্যস্ত ছিলেন ইয়র্কশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। এসেক্সের বিপক্ষে তাঁর দলের ম্যাচ শেষ হয়েছে গত রাতে। কাউন্টির পাট চুকিয়ে তড়িঘড়ি আজ বিকেলেই বাংলাদেশে আসছেন তিনি। 

আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এত দিন ভারতে অবস্থান করছিলেন চামিকা। ২৫ বছর বয়সী অলরাউন্ডারকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শুধু বেঞ্চই গরম করতে হয়েছে তাঁকে। 

কলকাতার একটি ম্যাচেও একাদশে সুযোগ না পাওয়া চামিকা জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে আসছেন বাংলাদেশে। আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা তাঁর। 

আইপিএলে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি চামিকা করুণারত্নেআগামীকাল থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বিসিবি একাদশ। আগের সূচি অনুযায়ী, ম্যাচটি হওয়ার কথা ছিল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। 

প্রস্তুতি ম্যাচ খেলেই অবশ্য চট্টগ্রাম যাবে সফরকারীরা। সেখানে তাদের অপেক্ষায় স্বাগতিক বাংলাদেশ। ১৫ মে বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট ২৩ মে থেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত