ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই কোচ রাহুল দ্রাবিড়ের অধ্যায় শেষ হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে। তাঁর উত্তরসূরি হিসেবে তাই অনেকের সঙ্গেই যোগাযোগ করছে বিসিসিআই। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন গৌতম গম্ভীর।
গম্ভীরকে কোচ হিসেবে পাওয়ার জন্য নাকি উদ্গ্রীব বিসিসিআই। নিজের সিদ্ধান্ত অবশ্য এখনো জানাননি ভারতের সাবেক ওপেনার। গম্ভীরের বাইরেও অনেকের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেমন স্বীকার করেছেন, তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ভারত।
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব পালন করা পন্টিং জানিয়েছেন, ভারতের কোচের প্রস্তাব পাওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। সংবাদটি শুনে তাঁর ছেলে প্রস্তাবটি লুফে নেওয়ার কথা বলেছেন বলে জানিয়েছেন পন্টিং। তিনি বলেছেন, ‘আইপিএলের সময় আমার পরিবার ও সন্তানেরা আমার সঙ্গে পাঁচ সপ্তাহ কাটিয়েছে। প্রতি বছর একবার তারা এখানে আসে। ভারতের কোচের প্রস্তাব পাওয়া নিয়ে আমার ছেলের সঙ্গে ফিসফাস করছিলাম। সে সংবাদটি শুনে আমাকে বলেছে, প্রস্তাবটা লুফে নেও বাবা। আমরা আগামী কয়েক বছরের জন্য সেখানে যেতে পারব।’
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আকাঙ্ক্ষা থাকলেও এই মুহূর্তটা ভারতের কোচ হওয়ার সঠিক সময় নয়—এমনটা মনে করছেন পন্টিং। তিনি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট সংস্কৃতির কারণেই এখানে আসতে তারা পছন্দ করে। তবে এই মুহূর্তে আমার জীবনযাত্রার সঙ্গে ভারতের কোচ হওয়ার বিষয়টি খাপ খাচ্ছে না।’
কেন খাপ খাচ্ছে না তার ব্যাখ্যাও দিয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেছেন, ‘জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা আমার আছে। একই সঙ্গে নিজেকে এবং পরিবারকেও আমি সময় দিতে চাই। তবে আমরা সবাই জানি ভারতের কোচিং প্যানেলে যোগ দিলে আপনি আইপিএল কিংবা অন্য কিছুতে যুক্ত হতে পারবে না। এ ছাড়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে হয় বছরজুড়ে, ১০ অথবা ১১ মাস। যদিও এটা করতে আমি পছন্দ করি, কিন্তু এই মুহূর্তে আমার জীবনযাত্রার সঙ্গে মানানসই নয়।’ পন্টিং বাদে বিদেশি কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও যোগাযোগ করছে বিসিসিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই কোচ রাহুল দ্রাবিড়ের অধ্যায় শেষ হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে। তাঁর উত্তরসূরি হিসেবে তাই অনেকের সঙ্গেই যোগাযোগ করছে বিসিসিআই। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন গৌতম গম্ভীর।
গম্ভীরকে কোচ হিসেবে পাওয়ার জন্য নাকি উদ্গ্রীব বিসিসিআই। নিজের সিদ্ধান্ত অবশ্য এখনো জানাননি ভারতের সাবেক ওপেনার। গম্ভীরের বাইরেও অনেকের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেমন স্বীকার করেছেন, তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ভারত।
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব পালন করা পন্টিং জানিয়েছেন, ভারতের কোচের প্রস্তাব পাওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। সংবাদটি শুনে তাঁর ছেলে প্রস্তাবটি লুফে নেওয়ার কথা বলেছেন বলে জানিয়েছেন পন্টিং। তিনি বলেছেন, ‘আইপিএলের সময় আমার পরিবার ও সন্তানেরা আমার সঙ্গে পাঁচ সপ্তাহ কাটিয়েছে। প্রতি বছর একবার তারা এখানে আসে। ভারতের কোচের প্রস্তাব পাওয়া নিয়ে আমার ছেলের সঙ্গে ফিসফাস করছিলাম। সে সংবাদটি শুনে আমাকে বলেছে, প্রস্তাবটা লুফে নেও বাবা। আমরা আগামী কয়েক বছরের জন্য সেখানে যেতে পারব।’
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আকাঙ্ক্ষা থাকলেও এই মুহূর্তটা ভারতের কোচ হওয়ার সঠিক সময় নয়—এমনটা মনে করছেন পন্টিং। তিনি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট সংস্কৃতির কারণেই এখানে আসতে তারা পছন্দ করে। তবে এই মুহূর্তে আমার জীবনযাত্রার সঙ্গে ভারতের কোচ হওয়ার বিষয়টি খাপ খাচ্ছে না।’
কেন খাপ খাচ্ছে না তার ব্যাখ্যাও দিয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেছেন, ‘জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা আমার আছে। একই সঙ্গে নিজেকে এবং পরিবারকেও আমি সময় দিতে চাই। তবে আমরা সবাই জানি ভারতের কোচিং প্যানেলে যোগ দিলে আপনি আইপিএল কিংবা অন্য কিছুতে যুক্ত হতে পারবে না। এ ছাড়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে হয় বছরজুড়ে, ১০ অথবা ১১ মাস। যদিও এটা করতে আমি পছন্দ করি, কিন্তু এই মুহূর্তে আমার জীবনযাত্রার সঙ্গে মানানসই নয়।’ পন্টিং বাদে বিদেশি কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও যোগাযোগ করছে বিসিসিআই।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে