Ajker Patrika

আইসিসির শাস্তি নিয়ে খেলতে নামা পাকিস্তানকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৭: ১০
পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো
পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো

সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে পাকিস্তান, নিউজিল্যান্ড দু্ই দলই ক্রিকেটার হারিয়েছিল চোটের কারণে। তার ওপর পাকিস্তান ম্যাচটি খেলতে নেমেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি মাথায় নিয়ে। প্রথম ওয়ানডেতে স্লো-ওভার রেটের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের শাস্তি গতকাল দিয়েছে আইসিসি।

হ্যামিল্টনের সেডন পার্কে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে লেগেছে বড্ড এলোমেলো। ওয়ানডে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারল না মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। ৮৪ রানে জিতে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড।

২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংসে শুরু থেকেই ধস নামতে থাকে। বাবর আজম, আব্দুল্লাহ শফিক, ইমাম উল হকরা নিউজিল্যান্ডের ফিল্ডারের ক্যাচিং অনুশীলন করিয়েছেন। উসমান খানের পরিবর্তে সুযোগ পেয়েও সদ্ব্যবহার করতে পারেননি ইমাম। ওপেনিংয়ে নেমে ১২ বল খেলে করেছেন ২ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান ১১.৪ ওভারে ৫ উইকেটে ৩২ রানে পরিণত হয়। যেখানে ১২তম ওভারের প্রথম ও চতুর্থ বলে সালমান আলী আগা ও রিজওয়ানকে ফিরিয়েছেন বেন সিয়ার্স।

৫২ রানেই অবশ্য পাকিস্তান হারাতে পারত ষষ্ঠ উইকেট। ১৭তম ওভারের প্রথম বলে ফাহিম আশরাফের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ। আম্পায়ার সঙ্গে সঙ্গে আঙুল তুলেন। ফাহিমও রিভিউ নিয়েছেন। রিভিউ নিয়ে বেঁচে যান পাকিস্তানি অলরাউন্ডার। ষষ্ঠ উইকেটে তৈয়ব তাহিরের সঙ্গে ৫৫ বলে ৩৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ফাহিম। ২১তম ওভারের চতুর্থ বলে তাহিরকে ফিরিয়ে জুটি ভাঙেন স্মিথ।

তাহিরের বিদায়ের ঠিক পরের ওভারেই আউট হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। দ্রুত ২ উইকেট হারিয়ে ২১.১ ওভারে ৭ উইকেবে ৭২ রানে পরিণত হয় পাকিস্তান। একপ্রান্ত আগলে রেখে ফাহিম খেলতে থাকলেও অন্য পাশ থেকে তেমন সাহায্য সহযোগিতা পাননি তিনি। এরই মধ্যে ২৫তম ওভারের চতুর্থ বলে পাকিস্তান খায় আরেক ধাক্কা। নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্কের শর্ট বল হারিস রউফের হেলমেটে আঘাত হানে। আহত অবসর হয়ে মাঠ ছাড়েন রউফ।

রউফ মাঠ ছাড়ার পর পাকিস্তান দ্রুত হারায় আরেকটি উইকেট। ২৯তম ওভারের দ্বিতীয় বলে জ্যাকব ডাফিকে পুল করতে যান আকিফ জাভেদ। স্লিপে দাঁড়িয়ে থাকা ড্যারিল মিচেল সহজেই সেটা তালুবন্দী করেছেন। ২৮.২ ওভারে ৮ উইকেটে ১১৪ রানে পরিণত হওয়া পাকিস্তানের ইনিংসের শেষটা তখন কেবলই সময়ের ব্যাপার মনে হচ্ছিল। এরপর নবম উইকেটে নাসিম শাহ ও ফাহিম গড়েন ৫৬ বলে ৬০ রানের জুটি। ৩৮তম ওভারের চতুর্থ বলে ফাহিমকে ফিরিয়ে জুটি ভাঙেন বেন সিয়ার্স। ছক্কা মারার ঠিক পরের বলে ফাহিম খোঁচা দিতে গিয়ে নিউজিল্যান্ডের উইকেটরক্ষক মিচেল হের হাতে ক্যাচ তুলে দিয়েছেন। ৮০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন ফাহিম।

৯ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন সুফিয়ান মুকিম। পাকিস্তানের পরাজয় যখন সময়ের ব্যাপার, তখন আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন নাসিম। ৪১ বলে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। দশম উইকেটে মুকিমের সঙ্গে ২২ বলে ৩৪ রানের জুটি গড়তে অবদান রাখেন নাসিম। ৪২তম ওভারের দ্বিতীয় বলে নাসিমকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন সিয়ার্স। ৪৪ বলে চারটি করে চার ও ছক্কায় ৫১ রান করেন নাসিম।

৪১.২ ওভারে ২০৮ রানে পাকিস্তান অলআউট হলে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ নিশ্চিত হয়ে যায় এই ম্যাচেই। নিউজিল্যান্ডের সিয়ার্স নিয়েছেন ৫ উইকেট। ৯.২ ওভার বোলিং করে ৫৯ রান খরচ করেছেন। ওয়ানডেতে এটাই তাঁর প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট এবং এই সংস্করণে আজই তিনি উইকেটের হালখাতা খুলেছেন। ডাফি পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ও’রুর্ক ও স্মিথ।

ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার হে। ৭৮ বলে ৭টি করে ছক্কা ও চারে করেন ৯৯ রান। ধরেছেন ৪ ক্যাচ। সাত নম্বরে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেললেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত না করতে পারার আক্ষেপটা তাই রয়েই গেল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড এখন এগিয়ে ২-০ ব্যবধানে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে করেছে ২৯২ রান। যেখানে ইনিংসের শেষ ওভারে ওয়াসিম জুনিয়রকে পিটিয়ে একাই ২২ রান নিয়েছেন মিচেল হে। দুটি করে ছক্কা ও চার হে মেরেছেন।

পাকিস্তানের সুফিয়ান মুকিম, ওয়াসিম নিয়েছেন দুটি করে উইকেট। দুজনেই ১০ ওভার করে বোলিং করেছেন। মুকিম ও ওয়াসিম খরচ করেন ৩৩ ও ৭৮ রান। যেখানে এক ওভার মেডেন দিয়েছেন মুকিম। আর ওয়াসিম হয়ে খেলেন ম্যাচে পাকিস্তানের সবচেয়ে খরুচে বোলার। একটি করে উইকেট পেয়েছেন হারিস রউফ, আকিফ জাভেদ ও ফাহিম আশরাফ।

২৯ মার্চ নেপিয়ারের ম্যাকলিন পার্কে পাকিস্তানকে ৭৩ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। এই ম্যাচেই স্লো-ওভার রেটের কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান দুই ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস অভিযোগ এনেছেন। শাস্তি দেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিপিএলের দুর্নীতি নিয়ে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, বিসিবির মুখে তালা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২২: ৫০
বিপিএলের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বিসিবি। ছবি: বিসিবি
বিপিএলের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বিসিবি। ছবি: বিসিবি

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুর্নীতি খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত শেষে আজ ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ওই কমিটি। তবে বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

ওই তদন্ত কমিটিতে ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, সাবেক ক্রিকেটার শাকিল কাসেম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী। তদন্ত প্রতিবেদনের পাশাপাশি বিপিএলকে দুর্নীতিমুক্ত করতে বেশকিছু পরামর্শও দিয়েছেন তাঁরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়ছে, তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করবে না তারা।

কোনো মন্তব্য না করলেও তদন্ত কমিটির দেওয়া পরামর্শগুলো সামনে রেখে দরকার হলে আরও তদন্ত করতে চায় বিসিবি। এজন্য আইসিসির দুর্নীতিবিরোধী আইনের ধারা মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য নিতেও প্রস্তুত সংস্থাটি।

গত আগস্টে বিসিবির দুর্নীতিবিরোধী বিভাগে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে। তিনি বিপিএলের স্বাধীন তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন নিয়ে কাজ করবেন।

একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বিপিএলের সবশেষ আসরের ৩৬টি ঘটনাকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে ওই কমিটি। তদন্ত প্রতিবেদনে ১২ জন ক্রিকেটারের পাশাপাশি আরও বেশ কয়েকজন ব্যক্তির নাম আছে। তাঁদের নাম প্রকাশ করেনি বিসিবি। তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়য়েও কিছু জানানো হয়নি। সব মিলিয়ে তাই বিষয়টি নিয়ে বিতর্ক থেকেই গেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পিসিবির চুক্তি প্রত্যাখ্যান করলেন রিজওয়ান!

ক্রীড়া ডেস্ক    
সময়টা বেশ খারাপ যাচ্ছে এই উইকেটরক্ষক ব্যাটারের। ছবি: এক্স
সময়টা বেশ খারাপ যাচ্ছে এই উইকেটরক্ষক ব্যাটারের। ছবি: এক্স

সময় খারাপ হলে নাকি সব দিক দিয়েই খারাপ হয়। সেটাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। সবশেষ টেস্ট সিরিজে ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে পারেননি। এরই মাঝে তাঁর কাছ থেকে ওয়ানডে নেতৃত্ব কেড়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবশেষ কেন্দ্রীয় চুক্তি নিয়েও হতাশ হলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

কেন্দ্রীয় চুক্তির জন্য ৩০ জন ক্রিকেটারের একটি তালিকা তৈরি করেছে পিসিবি। সে চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন রিজওয়ান। এমনটাই জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক অধিনায়ককে কেন্দ্রীয় চুক্তির ‘বি’ ক্যাটাগরিতে রেখেছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মূলত এজন্যই নাকি পিসিবির চুক্তি প্রত্যাখ্যান করেছেন রিজওয়ান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একমাত্র ক্রিকেটার হিসেবে পিসিবির চুক্তি প্রত্যাখ্যান করেছেন রিজওয়ান। এর আগে সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন তিনি। পিসিবির একটি সূত্র জানিয়েছে, নতুন চুক্তিতে স্বাক্ষর না করলেও রিজওয়ানের বিষয়টি নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

২০২৪ সালে পাকিস্তানের সাদা বলের দুই সংস্করণের অধিনায়কত্ব পান রিজওয়ান। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান। তবে টানা দুটি সিরিজ হারায় রিজওয়ানকে সরিয়ে সালমান আলী আগাকে টি-টোয়েন্টির নেতৃত্বে বসায় পিসিবি।

টি–টোয়েন্টির অধিনায়কত্ব হারিয়ে ওয়ানডেতেও বাজে সময়ের মুখোমুখি হন রিজওয়ান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট পর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায় দলটি। তাই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন ওয়ানডের নেতৃত্বও হারান রিজওয়ান। এই সংস্করণে পাকিস্তানের নতুন অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে বেছে নিয়েছে পিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘ইয়ামাল-ভিনিসিয়ুসরা রিয়াল-বার্সাকে জিম্মি করে রেখেছে’

ক্রীড়া ডেস্ক    
সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সমালোচিত হচ্ছেন ইয়ামাল ও ভিনিসিয়ুস। ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সমালোচিত হচ্ছেন ইয়ামাল ও ভিনিসিয়ুস। ছবি: সংগৃহীত

প্রতিভার ঝলক দেখিয়ে ক্যারিয়ারের শুরুতেই নিজেদের অবস্থার জানান দিয়েছেন লামিনে ইয়ামাল ও ভিনিসিয়ুস জুনিয়র। এই দুজনকে আগামী দিনের মহাতারকাও ভাবতে শুরু করেছিলেন অনেকেই। যাদের ঘিরে ভক্তদের এতো প্রত্যাশা, সাম্প্রতিক সময়ে সেই ইয়ামাল ও ভিনিসিয়ুস বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সমালোচিত হচ্ছেন।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সমালোচনা উসকে দিয়েছেন ইয়ামাল ও ভিনিসিয়ুস। তাই গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মধ্যমে ভক্তদের তোপের মুখে পড়েছেন তাঁরা। তাঁদের অখেলোয়াড়সূলভ আচরণে বিরক্ত ড্যানিয়েল রিওলো। ফ্রান্সের এই সাংবাদিকের দাবি, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে জিম্মি করে রেখেছেন ইয়ামাল ও ভিনিসিয়ুস।

ফরাসি গণমাধ্যম আএমসি স্পোর্টসের টকশো আফটার ফুটে রিওলা বলেন, ‘ইউরোপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ এল ক্লাসিকো দিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ স্পটলাইট ভাগ করে নেয়। কিন্তু এই দুটি ক্লাব বর্তমানে ইয়ামাল ও ভিনিসিয়ুসের কাছে জিম্মি। ক্লাব দুটি তাঁদের কাছে আটকা পড়েছে।’

দুর্দান্ত পারফরম্যান্স করে সবশেষ ব্যালন ডি’অর দৌঁড়ে উসমানে দেম্বেলের সঙ্গে লড়াই করেছেন ইয়ামাল। অথচ চলতি মৌসুমে মাঠে দেখা যাচ্ছে না চেনা ইয়ামালকে। প্রেমিকা নিয়ে একান্ত সময় কাটিয়ে গত কয়েক মাসে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। সেসব তাঁর পারফরম্যান্সেও প্রভাব রেখেছে। এল ক্লাসিকোতে তো নিজেকে হারিয়ে খুঁজেছেন ইয়ামাল। উল্টো ম্যাচ শেষে দ্বন্দ্বে জড়িয়ে হয়েছেন সমালোচিত।

ভিনিসিয়ুসের বিষয়টা ভিন্ন। এল ক্লাসিকোতে ভালো খেলার পরও ৭২ মিনিটে তাঁকে তুলে নেন জাবি আলোনসো। এজন্য মাঠেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ব্রাজিলিয়ান উইঙ্গার। রীতিমতো ক্লাব ছাড়ার হুমকি দেন তিনি। যেটা আলোনসোর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। লস ব্লাঙ্কোস বস ভিনিসিয়ুসের সঙ্গে এই ইস্যুতে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

ভিনিসিয়ুসের সেদিনের আচরণ মোটেও পছন্দ হয়নি ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিস্টোফ ডুগারি। তিনি বলেন, ‘ভিনিসিয়ুস সবসময় রেফারি এবং প্রতিপক্ষদের সম্পর্কে অভিযোগ করে। সে ভক্তদের অপমান করছে এবং এখন কোচকেও অপমান করছে। এটা নিয়ে আপনারা হতাশ হতে পারেন। কিন্তু ভিনিসিয়ুস ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিপিএলে নেই তামিমের ফরচুন বরিশাল, আগ্রহী ১০ প্রতিষ্ঠান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২১: ৫৭
তামিম ইকবালের নেতৃত্ব টানা দুবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ছবি: বিসিবি
তামিম ইকবালের নেতৃত্ব টানা দুবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ছবি: বিসিবি

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ৫ দল নিয়ে আয়োজনের কথা জানিয়েছিল বিসিবি। বিপিএলের দল পেতে আজ সন্ধ্যায় নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহ দেখিয়েছে ১০ প্রতিষ্ঠান। এর মধ্যে নেই বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশাল।

সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘১০ প্রতিষ্ঠানের নাম জমা পড়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সামনে (আগ্রহীদের আবেদন) খুলে রাতে জানিয়ে দেব কোন কোন কোম্পানি আবেদন করেছে।’

বিসিবি জানানোর আগেই সংবাদমাধ্যমে এসে গেছে ১০ প্রতিষ্ঠানের নাম। তবে এর মধ্যে নেই টানা দুবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টুর্নামেন্টে অংশ না নেওয়ার ব্যাখ্যায় ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী মিজানুর রহমান আর্থিক বিষয় সামনে এনেছেন। মাঠে নেমেও বিসিবি নির্বাচন থেকে তামিমের সরে দাঁড়ানোর পর থেকেই অবশ্য গুঞ্জন ছিল ফরচুন বরিশালের বিপিএলে না খেলার বিষয়টি।

গত বিপিএলে বিসিবির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হওয়ায় এবার আর্থিক খাতে স্বচ্ছতা রাখায় প্রাধান্য দিচ্ছে বিসিবি। মিঠু বলেছেন, ‘হাতে এক মাস সময় আছে। আমরা পাঁচ দলেই স্বাচ্ছন্দ্য বোধ করছি। আবেদন জমার পর যাচাই-বাছাই করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের আর্থিক বিষয়টা নিখুঁতভাবে দেখা হবে, দুর্নীতি দমন ইউনিট তাদের বিষয় দেখবে। সব সবুজসংকেত নিয়ে দেখব কারা যোগ্যতা অর্জন করেছে। কয়টা দল নিয়ে আয়োজন করব বিপিএল, এসব নিয়ে জোরাজুরি করব না। আমাদের অগ্রাধিকার আর্থিক বিষয়। এখানে স্বচ্ছতা রাখতে চাই।’

শেষ মুহূর্তে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও আবেদন গ্রহণ করা হয়েছে, এমন অভিযোগের বিষয়ে মিঠু বলেছেন, ‘আমরা পরিষ্কার ও উন্মুক্ত। আবেদন করতে এত দিন সময় দিলাম। শেষ সময়ে হঠাৎ কেউ ফোন করছে, বলেছে ট্রাফিকে পড়েছি। ওয়ার্কিং টাইম ৭টা পর্যন্ত, এ সময়ের মধ্যে আমরা আবেদন গ্রহণ করেছি।’

বিপিএলের দল পেতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অগ্রিম ২ কোটি টাকা এবং ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বকেয়া পারিশ্রমিকের বিতর্কে না পড়তে সতর্ক বিসিবি। মিঠু বলেছেন, ‘প্রথম শর্ত, ২ কোটি টাকা জমা দিতেই হবে। শুধু ২ কোটি টাকা দিলেই হবে না, বাকি সবকিছুতে পাস করতে হবে। ২ নভেম্বরের মধ্যে আমরা চূড়ান্ত করে জানিয়ে দেব। আর অস্বস্তিতে যেন না পড়ি। ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নিচ্ছি। যদি শেষ পেমেন্টটা না পায়, ১০ কোটি টাকা থেকে দিয়ে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত