ক্রীড়া ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আবাহনীর হ্যাটট্রিক শিরোপার বিপরীতে ১৫ বছর ধরে শিরোপাহীন থাকল মোহামেডান। ম্যাচ শেষে ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারের পর মেজাজ হারিয়ে দর্শকের প্রতিক্রিয়ার জবাব দিতে গ্যালারিতে তেড়ে যান মোহামেডানের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
মোহামেডান হারলেও মাহমুদউল্লাহ করেছেন ফিফটি। আবাহনীর ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে করমর্দন শেষে ড্রেসিংরুমে ঢুকছিলেন মাহমুদউল্লাহ। জানা গেছে, তার আগেই ড্রেসিংরুম লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে কটূক্তি করে বসেন এক দর্শক। তাই নয়, মাহমুদউল্লাহকে নাকি গালিও দিয়েছেন সেই দর্শক। তারপর মেজাজ হারিয়ে লাফিয়ে গ্যালারিতে উঠে যান এ অলরাউন্ডার, তেড়ে যান সেই দর্শকের দিকে।
তাৎক্ষণিক মোহামেডানের অফিশিয়াল ও সাপোর্ট স্টাফরা মাহমুদউল্লাহকে থামান এবং গ্যালারি থেকে নামিয়ে আনেন। ডিপিএলে এবার দর্শকের উপস্থিতি ছিল কমই। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে ভালোই ছিল উপস্থিতি। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুল হকের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জিসান আলম, মোহাম্মদ মিঠুনের ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ২৪১ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করেছে মোহামেডান।
সব মিলিয়ে আবাহনী জিতল ২৪ বারের মতো শিরোপা। বিপরীতে মোহামেডান ১৫ বছর ধরে শিরোপাহীন।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আবাহনীর হ্যাটট্রিক শিরোপার বিপরীতে ১৫ বছর ধরে শিরোপাহীন থাকল মোহামেডান। ম্যাচ শেষে ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারের পর মেজাজ হারিয়ে দর্শকের প্রতিক্রিয়ার জবাব দিতে গ্যালারিতে তেড়ে যান মোহামেডানের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
মোহামেডান হারলেও মাহমুদউল্লাহ করেছেন ফিফটি। আবাহনীর ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে করমর্দন শেষে ড্রেসিংরুমে ঢুকছিলেন মাহমুদউল্লাহ। জানা গেছে, তার আগেই ড্রেসিংরুম লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে কটূক্তি করে বসেন এক দর্শক। তাই নয়, মাহমুদউল্লাহকে নাকি গালিও দিয়েছেন সেই দর্শক। তারপর মেজাজ হারিয়ে লাফিয়ে গ্যালারিতে উঠে যান এ অলরাউন্ডার, তেড়ে যান সেই দর্শকের দিকে।
তাৎক্ষণিক মোহামেডানের অফিশিয়াল ও সাপোর্ট স্টাফরা মাহমুদউল্লাহকে থামান এবং গ্যালারি থেকে নামিয়ে আনেন। ডিপিএলে এবার দর্শকের উপস্থিতি ছিল কমই। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে ভালোই ছিল উপস্থিতি। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুল হকের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জিসান আলম, মোহাম্মদ মিঠুনের ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ২৪১ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করেছে মোহামেডান।
সব মিলিয়ে আবাহনী জিতল ২৪ বারের মতো শিরোপা। বিপরীতে মোহামেডান ১৫ বছর ধরে শিরোপাহীন।
২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
১ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
২ ঘণ্টা আগে