ক্রীড়া ডেস্ক
২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বোলিংটা হচ্ছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২০০ রান করার আগেই গুটিয়ে দিয়েছিল আফগানিস্তানকে। সেই ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে দুবাইয়ে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেও। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫০-এর আগেই গুটিয়ে গেল নেপাল।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ও নেপালের শুরুটা হয়েছে দুই রকম। দুবাইয়ে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনটা শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে নেপাল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরেছিল ৫৫ রানে। আজও বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে দেখা গেছে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং ব্যর্থতা। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে নেপাল অলআউট হয়েছে ১৪১ রানে।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রথমে ব্যাটিং পাওয়া নেপাল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রানরেট ছিল ৩-এর চেয়েও কম। ৩৪.৪ ওভারে নেপালের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯৩ রানে।
বিপদে পড়া দলটি দিশা খুঁজে পায় অষ্টম উইকেটে উত্তম মাগার ও অভিষেক তিওয়ারির ৩৬ রানের জুটিতে। ৪৩তম ওভারের প্রথম বলে উত্তম রানআউটের শিকার হলে নেপালের স্কোর হয়ে যায় ৪২.১ ওভারে ৮ উইকেটে ১২৯ রান।
অষ্টম উইকেটের জুটি ভাঙার পর দ্রুতই শেষ হয়ে যায় নেপাল। ৪৫.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন আকাশ ত্রিপাঠি। ৭৭ বলে ৪৩ রান করেন আকাশ। ইনিংসে ৫ চার মারেন নেপালের এই ওপেনার। বাংলাদেশের রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, আল ফাহাদ নিয়েছেন ২টি করে উইকেট। যেখানে রিজান ৬ ওভারে খরচ করেন ৮ রান। এক ওভার মেডেনও দিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৫ ওভারে ১ উইকেটে ২৪ রান করেছে। ২০ বলে ১৭ রানে ব্যাটিং করছেন ওপেনার জাওয়াদ আবরার। আরেক ওপেনার কালাম সিদ্দিকি বিদায় নিয়েছেন শূন্য রানে। খেলেছেন কেবল ২ রান।
২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বোলিংটা হচ্ছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২০০ রান করার আগেই গুটিয়ে দিয়েছিল আফগানিস্তানকে। সেই ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে দুবাইয়ে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেও। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫০-এর আগেই গুটিয়ে গেল নেপাল।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ও নেপালের শুরুটা হয়েছে দুই রকম। দুবাইয়ে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনটা শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে নেপাল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরেছিল ৫৫ রানে। আজও বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে দেখা গেছে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং ব্যর্থতা। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে নেপাল অলআউট হয়েছে ১৪১ রানে।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রথমে ব্যাটিং পাওয়া নেপাল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রানরেট ছিল ৩-এর চেয়েও কম। ৩৪.৪ ওভারে নেপালের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯৩ রানে।
বিপদে পড়া দলটি দিশা খুঁজে পায় অষ্টম উইকেটে উত্তম মাগার ও অভিষেক তিওয়ারির ৩৬ রানের জুটিতে। ৪৩তম ওভারের প্রথম বলে উত্তম রানআউটের শিকার হলে নেপালের স্কোর হয়ে যায় ৪২.১ ওভারে ৮ উইকেটে ১২৯ রান।
অষ্টম উইকেটের জুটি ভাঙার পর দ্রুতই শেষ হয়ে যায় নেপাল। ৪৫.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন আকাশ ত্রিপাঠি। ৭৭ বলে ৪৩ রান করেন আকাশ। ইনিংসে ৫ চার মারেন নেপালের এই ওপেনার। বাংলাদেশের রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, আল ফাহাদ নিয়েছেন ২টি করে উইকেট। যেখানে রিজান ৬ ওভারে খরচ করেন ৮ রান। এক ওভার মেডেনও দিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৫ ওভারে ১ উইকেটে ২৪ রান করেছে। ২০ বলে ১৭ রানে ব্যাটিং করছেন ওপেনার জাওয়াদ আবরার। আরেক ওপেনার কালাম সিদ্দিকি বিদায় নিয়েছেন শূন্য রানে। খেলেছেন কেবল ২ রান।
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
৮ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১০ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১১ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১১ ঘণ্টা আগে