ক্রীড়া ডেস্ক
হঠাৎই ছন্দ হারিয়ে মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছিলেন। চেন্নাই সুপার কিংসও টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ১ম চারের বাইরে চলে গিয়েছিল। অবশেষে আজ ছন্দে ফিরলেন মোস্তাফিজ। কৃপণ বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। ঘরের মাঠ চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে স্বস্তির জয় পেল চেন্নাই।
এবারের আইপিএলে এরই মধ্যে তিনবার আড়াইশ পেরোনো হায়দরাবাদ আজ পায় ২১৩ রানের লক্ষ্য৷ চেন্নাইয়ের ৭৮ রানের জয়ই বলে দিচ্ছে, হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ কীভাবে ধসে গিয়েছে। ২ উইকেট নিয়ে হায়দরাবাদের ইনিংসের ইতি টানেন ফিজ।এই জয়ে পয়েন্ট টেবিলে এক লাফে ছয় থেকে তিনে উঠে এল চেন্নাই। ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ।
হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ঝোড়ো শুরুর ইঙ্গিত দেন। প্রথম ১০ বলেই দলটি করে ফেলে ২১ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন তুষার দেশপান্ডে। ওভারের পঞ্চম বলে নিয়েছেন হেডের উইকেট। পরের বলে ফেরান আনমোলপ্রীত সিংকে।
নিজের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে দেশপান্ডে নিয়েছেন হায়দরাবাদের আরেক বিধ্বংসী ওপেনার অভিষেককে ফিরিয়েছেন। দেশপান্ডের বিধ্বংসী বোলিংয়ে হায়দরাবাদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ৩ উইকেটে ৪০ রান। রিকোয়ার্ড রানরেটে শুরুতে এগোতে থাকলেও পরে সেটা আর ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হায়দরাবাদের স্কোর হয়ে যায় ১৮ ওভারে ৮ উইকেটে ১২৮ রান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফিজকে চার মারেন শাহবাজ আহমেদ। পরের বলে আবারও তুলে মারতে যান শাহবাজ। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন ড্যারিল মিচেল। ম্যাচে এটা তাঁর পঞ্চম ক্যাচ৷ একই ওভারের পঞ্চম বলে উনাদকাটকে ফেরান মোস্তাফিজ। মঈন আলী ক্যাচ ধরলে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন মার্করাম।২.৫ ওভার বোলিং করে ১৯ রানে ফিজ নেন ২ উইকেট। চেন্নাইয়ের সেরা বোলার দেশপান্ডে ৩ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই অধিনায়ক ২ রানের জন্য আইপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেন। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন মিচেল। ২০ ওভারে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই।
আরও পড়ুন—
হঠাৎই ছন্দ হারিয়ে মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছিলেন। চেন্নাই সুপার কিংসও টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ১ম চারের বাইরে চলে গিয়েছিল। অবশেষে আজ ছন্দে ফিরলেন মোস্তাফিজ। কৃপণ বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। ঘরের মাঠ চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে স্বস্তির জয় পেল চেন্নাই।
এবারের আইপিএলে এরই মধ্যে তিনবার আড়াইশ পেরোনো হায়দরাবাদ আজ পায় ২১৩ রানের লক্ষ্য৷ চেন্নাইয়ের ৭৮ রানের জয়ই বলে দিচ্ছে, হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ কীভাবে ধসে গিয়েছে। ২ উইকেট নিয়ে হায়দরাবাদের ইনিংসের ইতি টানেন ফিজ।এই জয়ে পয়েন্ট টেবিলে এক লাফে ছয় থেকে তিনে উঠে এল চেন্নাই। ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ।
হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ঝোড়ো শুরুর ইঙ্গিত দেন। প্রথম ১০ বলেই দলটি করে ফেলে ২১ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন তুষার দেশপান্ডে। ওভারের পঞ্চম বলে নিয়েছেন হেডের উইকেট। পরের বলে ফেরান আনমোলপ্রীত সিংকে।
নিজের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে দেশপান্ডে নিয়েছেন হায়দরাবাদের আরেক বিধ্বংসী ওপেনার অভিষেককে ফিরিয়েছেন। দেশপান্ডের বিধ্বংসী বোলিংয়ে হায়দরাবাদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ৩ উইকেটে ৪০ রান। রিকোয়ার্ড রানরেটে শুরুতে এগোতে থাকলেও পরে সেটা আর ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হায়দরাবাদের স্কোর হয়ে যায় ১৮ ওভারে ৮ উইকেটে ১২৮ রান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফিজকে চার মারেন শাহবাজ আহমেদ। পরের বলে আবারও তুলে মারতে যান শাহবাজ। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন ড্যারিল মিচেল। ম্যাচে এটা তাঁর পঞ্চম ক্যাচ৷ একই ওভারের পঞ্চম বলে উনাদকাটকে ফেরান মোস্তাফিজ। মঈন আলী ক্যাচ ধরলে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন মার্করাম।২.৫ ওভার বোলিং করে ১৯ রানে ফিজ নেন ২ উইকেট। চেন্নাইয়ের সেরা বোলার দেশপান্ডে ৩ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই অধিনায়ক ২ রানের জন্য আইপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেন। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন মিচেল। ২০ ওভারে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই।
আরও পড়ুন—
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে