নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রথম ধাপে প্রায় ১ ঘণ্টা পর থামে বৃষ্টি। খেলার পরিধি কমানো হয়েছিল ১ ওভার। তখন খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টা ১৫ মিনিটে। এ ঘোষণা আসার পর আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। যার ফলে উইকেট আবারও কাভারে ঢেকে দেওয়া হয়।
৩টা ১৫ মিনিটে খেলা শুরু না হলেও বৃষ্টি থেমে রোদ উঠলে কাভার সরিয়ে ফেলা হয়। তাই নতুন করে নির্ধারণ হলো সময় ও ওভার। এবার খেলা শুরু হবে ৩টা ৪০ মিনিটে। আর খেলা হবে ১৭ ওভারে। পাওয়ার প্লে থাকবে ৫ ওভার। দুজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারবেন।
এর আগে বাংলাদেশ সফরে টানা পঞ্চম ম্যাচে টস জিতল আয়ারল্যান্ড। আগের চারবারের মতো চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। টসের পর তড়িঘড়ি করে ড্রেসিংরুমে ঢুকে যান পল স্টার্লিং ও সাকিব আল হাসান। কারণ আজকে আকাশের মন ভালো নেই।
সকাল থেকেই ঘন অন্ধকার হয়ে আকাশ ঘিরে ধরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। টসের কয়েক মিনিট পরই নেমেছে ঝুম বৃষ্টি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা। সাকিব আল হাসানদের সুযোগ ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার। এ সফরে এখনও জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে আজ জয়ই তাদের একমাত্র উপায়।
তিন পেসার, এক স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন পল স্টার্লিং।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
প্রথম ধাপে প্রায় ১ ঘণ্টা পর থামে বৃষ্টি। খেলার পরিধি কমানো হয়েছিল ১ ওভার। তখন খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টা ১৫ মিনিটে। এ ঘোষণা আসার পর আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। যার ফলে উইকেট আবারও কাভারে ঢেকে দেওয়া হয়।
৩টা ১৫ মিনিটে খেলা শুরু না হলেও বৃষ্টি থেমে রোদ উঠলে কাভার সরিয়ে ফেলা হয়। তাই নতুন করে নির্ধারণ হলো সময় ও ওভার। এবার খেলা শুরু হবে ৩টা ৪০ মিনিটে। আর খেলা হবে ১৭ ওভারে। পাওয়ার প্লে থাকবে ৫ ওভার। দুজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারবেন।
এর আগে বাংলাদেশ সফরে টানা পঞ্চম ম্যাচে টস জিতল আয়ারল্যান্ড। আগের চারবারের মতো চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। টসের পর তড়িঘড়ি করে ড্রেসিংরুমে ঢুকে যান পল স্টার্লিং ও সাকিব আল হাসান। কারণ আজকে আকাশের মন ভালো নেই।
সকাল থেকেই ঘন অন্ধকার হয়ে আকাশ ঘিরে ধরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। টসের কয়েক মিনিট পরই নেমেছে ঝুম বৃষ্টি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা। সাকিব আল হাসানদের সুযোগ ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার। এ সফরে এখনও জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে আজ জয়ই তাদের একমাত্র উপায়।
তিন পেসার, এক স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন পল স্টার্লিং।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৪ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১৮ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে