Ajker Patrika

জরিমানায় জয়ের আনন্দ মাটি রাহুলের, পকেট খসল রুতুরাজেরও

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১২: ২৬
জরিমানায় জয়ের আনন্দ মাটি রাহুলের, পকেট খসল রুতুরাজেরও

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটের জয় এনে দেওয়ার ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। কিন্তু ৫৩ বলে ৮২ রানের ইনিংসের আনন্দটা উপভোগ করতে পারলেন কই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক? ম্যাচ শেষে যে দুঃসংবাদ পেয়েছেন তিনি। 

অবশ্য শুধু রাহুলই নন, দুঃসংবাদটা পেয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও। দুজনকেই স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে। ১২ লাখ রুপি জরিমানা দিতে হবে তাঁদের। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল শেষ করতে না পারার শাস্তি পেয়েছেন তাঁরা। 

লক্ষ্ণৌ জয় পাওয়ায় রাহুলের হতাশা কিছুটা কমলেও রুতুরাজের দুদিকেই কপাল পুড়েছে। এবারের আইপিএলে প্রথমবারের মতো একই ম্যাচে দুই অধিনায়কের জরিমানার শাস্তি দেখা গেল। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে এক ওভারের বেশি বাকি ছিল রাহুলের দল লক্ষ্ণৌর। অন্যদিকে সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথভাবে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই। 

গতকাল লক্ষ্ণৌতে প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৫৭ এবং মহেন্দ্র সিং ধোনির অনবদ্য ২৮ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৭৬ রান করেছিল চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় লক্ষ্ণৌ। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৯ চার ও ৩ ছক্কায় ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন রাহুল। তাঁর মতো ফিফটি পেয়েছেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। ৫ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত