Ajker Patrika

নিউজিল্যান্ডের হার টেস্ট ইতিহাসের ঐতিহাসিক বিপর্যয়

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৬: ২৫
নিউজিল্যান্ডের হার টেস্ট ইতিহাসের ঐতিহাসিক বিপর্যয়

নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় টেস্ট জয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ব্রিটিশ ও ভারতীয় সংবাদমাধ্যমগুলো মুমিনুল হকদের স্তুতি গাইছে। তবে নিউজিল্যান্ড সংবাদমাধ্যম নিজদের দলকে ধুয়ে দিচ্ছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শিরোনামমাউন্ট মঙ্গানুইয়ে আজ বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, ‘নিউজিল্যান্ডকে হতবাক করে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের শিরোনাম, ‘শুধু ঘরের মাঠেই টাইগার নয়, বিশ্বচ্যাম্পিয়নদের ডেরায় গিয়ে টেস্ট জয় বাংলাদেশের।’

হিন্দুস্তান টাইমস বাংলাদেশকে বিদেশের মাটিতেও টাইগার বলনিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম জয় নিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘২১ বছর পরে জয়, নিউজিল্যান্ডে গিয়ে তাদের হারিয়ে অনেক রেকর্ড গড়ল বাংলাদেশ।’

স্টাফের মতে, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের বিব্রতকর ৫ মুহূর্তের সবার ওপরে বাংলাদেশের বিপক্ষে আজকের হারতবে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো নিজেদের দলের কঠোর সমালোচনায় মেতেছে। দেশটির অনলাইন সংবাদমাধ্যম স্টাফ ব্যঙ্গ করে এই হারকে ‘হল অব শেম’ (লজ্জার তালিকা) শিরোনামে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পীড়াদায়ক হারের সংক্ষিপ্ত তালিকা করেছে।  সেখানে সবার ওপরে জায়গা দিয়েছে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের এই হার। 

নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড এ হারকে সবচেয়ে বড় অঘটন বলছেদেশটির শীর্ষ দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড এই হারকে অন্যতম বড় অঘটন হিসেবে দেখছে। তাদের অনলাইন সংস্করণের শিরোনাম, ‘অবিশ্বাস্য বাংলাদেশে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড, টেস্ট ইতিহাসের ঐতিহাসিক বিপর্যয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত