Ajker Patrika

ধুঁকতে ধুঁকতে ১৩৭ রানে থামল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৫: ০৩
ধুঁকতে ধুঁকতে ১৩৭ রানে থামল বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় স্কোর দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৭ রানে। হ্যাগলি ওভালের ব্যাটিং বন্ধুত্বপূর্ণ উইকেটে এই রান জেতার ঠিক যথেষ্ট হওয়ার কথা নয়। 

রানের জন্য সংগ্রাম করেছেন বাংলাদেশি ব্যাটাররা। শুরুটা ওপেনিং দিয়েই। আরেকবার পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি। এবার মেহেদী হাসান মিরাজের সঙ্গী হয়েছে নাজমুল হোসেন শান্ত। জীবন পেয়েও ৫ বলে ৫ রানের বেশি করতে পারেননি মিরাজ। বাংলাদেশের ওপেনিং জুটি আজ টিকল ১.৪ ওভার, তাতে উঠেছে ১২ রান। 

বাংলাদেশি ব্যাটারদের বেশি ভুগিয়েছেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল। ছবি: এএফপিআরেক ওপেনার শান্ত ৩৩ রানের ইনিংস খেললেও সেজন্য ২৯ বল খরচ করেন। ৪ চারের ইনিংসে উইকেটে খুব একটা স্বস্তিতে ছিলেন আজ সাব্বিরের পরিবর্তে জায়গা পাওয়া শান্ত। একি অবস্থা লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেনদের। ১৫ রান করেন লিটন, ২৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফেরেন আফিফ। ২৬ বলের বাউন্ডারিবিহীন ইনিংসে উইকেটে রীতিমতো সংগ্রাম করেছেন আফিফ। 

ব্যতিক্রম হতে পারেননি সাকিব আল হাসানও। একাদশে ফেরার ম্যাচে ১৬ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। শেষদিকে কিছু দ্রুত রান তোলার চেষ্টা করেন নুরুল হাসান সোহান। ১৯ তম ওভারে শেষ দুই বলে লেগ স্পিনার ইশ সৌধিকে টানা দুই ছক্কা মারেন এই উইকেটকিপার ব্যাটার। শেষ পর্যন্ত তাঁর ১২ বলে ২৫ রানের ইনিংসে একটা ভদস্থ চেহারা পেয়েছে বাংলাদেশের স্কোরকার্ড। তবে ১৩৮ রানের লক্ষ্যকে বোলারদের লড়াইয়ের পুঁজি বলাও কঠিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না: সামান্তা শারমিন

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত