Ajker Patrika

জয়ের ফিফটির পরও কোনোরকমে ১০০ পেরোল ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২১: ২৫
জয়ের ফিফটির পরও কোনোরকমে ১০০ পেরোল ‘এ’ দল

পাকিস্তানেও উজ্জ্বল মাহমুদুল হাসান জয়। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে পেলেন টানা তৃতীয় ফিফটি। অস্ট্রেলিয়া সফরে এইচপির হয়ে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন দুটি ফিফটি। গতকাল ইসলামাবাদেও চার দিনের প্রথম ম্যাচের প্রথম ইনিংস বাংলাদেশ ‘এ’ দলের হয়ে করলেন ৬৫ রান।

কিন্তু নাসিম শাহ-মীর হামজার তোপ দাগানো বোলিংয়ের সামনে জয় ছাড়া বাকি ৯ ব্যাটার ছিলেন অসহায়। সবাই মিলে জয়ের রানটাই করতে পারেননি তাঁরা। প্রথম ইনিংসে ১২২ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল।

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয়। শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকেন তাঁরা। ওপেনিংয়ে নেমে দলের বিপর্যয়ে ১৯৪ মিনিট লড়াই করে ১১৬ বলে ৬৫ রান করেছেন জয়। ইনিংসে ছিল ৯টি চার।

 ৪ ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। চট্টগ্রামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে দুজনই ব্যর্থ হলেন। মুমিনুল ১১ ও মুশফিক আউট হয়েছেন ১৪ রানে। এ ছাড়া আর দুই অঙ্কের রান করেছেন রেজাউর রহমান রাজা (১০)।

পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও মীর হামজা নিয়েছেন ৩টি করে উইকেট। লেগ স্পিনার মোহাম্মদ রমিজ জুনিয়র নিয়েছেন ২ উইকেট। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২ রান করেছে পাকিস্তান ‘এ’ দল। মোহাম্মদ হুরাইরা ০ ও সায়েম আইয়ুব ২ রানে অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত