Ajker Patrika

পেসারদের বিরল কীর্তিতে জিমির সঙ্গী ব্রড

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২২: ৩৪
Thumbnail image

ইনিংসের প্রথম বলেই স্টুয়ার্ট ব্রডকে চার মেরে স্বাগত জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। আর সেটিই বোধ হয় তাতিয়ে দিয়েছিল ইংলিশ পেসারকে। ইনিংসের পঞ্চম ওভারে উসমান খাজাকে এলডব্লূল ফাঁদে ফেলে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙেন ব্রড। তাতেই টেস্টে ৫৯৯তম উইকেটের মালিক হয়ে যান তিনি। 

টেস্টে পঞ্চম বোলার হিসেবে ৬০০ উইকেট পেতে ব্রডের দরকার ছিল ১ উইকেট। আর সেটিই এলো ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে। ট্রাভিস হেডের (৪৮) ফিফটি কেড়ে নিয়ে এই কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে এই মাইলফলকে পা রাখলেন ব্রড। 

এই কীর্তিতে যে দুজন পেসার আছেন দুজনই ইংল্যান্ডের। ব্রডের আগে জেমস অ্যান্ডারসন এই কীর্তি গড়েন। ৬০০ উইকেট পেতে ব্রডের লাগল ১৬৬ টেস্ট ও ৩০৬ ইনিংস। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যাশেজের চতুর্থ টেস্টে টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেটে ২০৯ রান করেছে অজিরা। ব্যাটিংয়ে আছেন মিচেল মার্শ ও ক্যামরুন গ্রিন। 

টেস্টে সর্বোচ্চ উইকেট

                                                    ইনিংস                  উইকেট
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)                   ২৩০                  ৮০০
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)                          ২৭৩                 ৭০৮
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)                 ৩৩৮                 ৬৮৮*
অনিল কুম্বলে (ভারত)                            ২৩৬                 ৬১৯
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)                             ৩০৬                ৬০০*

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত