Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশ বানিয়ে দিলেন হগ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২: ২০
Thumbnail image

বাংলাদেশ-ভারত সিরিজ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। দুই এশিয়ার দলের লড়াই নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলাপ-আলোচনা।  ব্র্যাড হগও বাদ যান কী করে। তাঁর সেই পছন্দের একাদশটাও আকর্ষণীয়। 

চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। সেই টেস্টের জন্য ভারতের একাদশ বানিয়ে দিলেন হগ। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার গতকাল নিজের ইউটিউব চ্যানেলে সেটা প্রকাশ করেছেন। হগের একাদশে উদ্বোধনী জুটি গড়বেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। যেখানে রোহিত ভারতের অধিনায়ক। তিন নম্বরে ব্যাটিং করবেন শুবমান গিল। এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে রোহিত, জয়সওয়াল, গিল এই তিন ব্যাটার দুর্দান্ত খেলেছেন। হগের পছন্দের একাদশে চারে ব্যাটিং করবেন বিরাট কোহলি। টেস্টে কোহলি সবশেষ খেলেছেন এ বছরের জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

টেস্টে বেশিরভাগ সময় ছয়-সাত নম্বরে ব্যাটিং করা রবীন্দ্র জাদেজাকে পাঁচ নম্বরে উঠিয়ে আনলেন হগ। ছয়ে খেলবেন সরফরাজ খান। যেখানে দলীপ ট্রফিতে সরফরাজের নাম থাকায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা তুলনামূলক কম। উইকেটরক্ষক ঋষভ পন্ত  সাত নম্বরে খেলবেন হগের একাদশে।  

রবিচন্দ্রন অশ্বিনকে হগ তাঁর একাদশে রেখেছেন আট নম্বরে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কার্যকরী হতে পারেন অশ্বিন। ৯,১০ ও ১১ নম্বরে হগ রেখেছেন কুলদীপ  যাদব, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।  চেন্নাইতে প্রথম টেস্টের জন্য ভারতের ১৭ সদস্যের দলে ছিল লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল। রাহুল, অক্ষরকে নিজের একাদশে না রাখার ব্যাখ্যায় হগ বলেন, ‘এই দল অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো খেলবে। অস্ট্রেলিয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমার সেরা একাদশে লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল নেই।’

বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে কানপুরে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।  গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬,৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটরক্ষক),রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত