Ajker Patrika

‘ভালো না করলে মজা নেই’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩: ০৮
‘ভালো না করলে মজা নেই’

টেস্ট ক্রিকেট যেকোনো ক্রিকেটারেরই স্বপ্ন। এই স্বপ্নপূরণের খুব কাছেই আছেন ফজলে মাহমুদ রাব্বি। সাকিব আল হাসানের ছুটি খুলে দিয়েছে তাঁর স্বপ্নের দুয়ার। সাকিবের বিকল্প হিসেবে গতকাল নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। অথচ আর দশটা ক্রিকেটারের মতো টেস্ট দলে ডাক পাওয়ার রোমাঞ্চ তাঁকে সেভাবে তাড়া করছে না। 

কারণটা অনুমেয়। বাংলাদেশ দলে আগেও সুযোগ মিলেছিল, কিন্তু কাজে লাগাতে পারেননি। দুটি ওয়ানডে খেললেও খুলতে পারেননি রানের খাতা। দুঃস্বপ্নের সেই অভিজ্ঞতার তিন বছর পেরিয়ে গেছে। এবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ৩৪ বছর ছুঁই ছুঁই এই ব্যাটার। এই আনন্দ ছুঁয়ে যাওয়ার কথা তাঁকে। সেখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দুঃস্বপ্নের অতীত। 

টেস্ট দলে জায়গা পাওয়ার পর রাব্বি তাই ফিরে গেলেন তিন বছর আগে। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘(জাতীয় দলে) আমার অভিজ্ঞতা ভালো নয় (২০১৮ সালে ওয়ানডেতে অভিষেক)। এটা একটা বিরাট সুযোগ, হয়তো আর আসত না। আসছে, অনেক খুশি।’ 

‘খুশি’ শব্দটা যেন ইচ্ছের বিরুদ্ধেই বলেছেন রাব্বি। আসলেই তিনি খুশি হবেন যদি পারফর্ম করতে পারেন। সেটা তাঁর কথাতেই পরিষ্কার, ‘আমি সব সময়ই দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলতে মজা পাই। বাকিটা পারফরম্যান্সের ওপর। পারফর্ম করলে সবই ভালো লাগে। করতে না পারলে কিছুতেই মজা নেই। সবারই টেস্ট খেলার স্বপ্ন। দেখা যাক কী হয়!’ 

রাব্বির শেষ বাক্যটা নিঃসৃত হলো দীর্ঘশ্বাসে। সাম্প্রতিককালে বাংলাদেশ দলের পারফরম্যান্সও তাঁর অভিব্যক্তির মতোই। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আড়াই দিনে ইনিংস হার ও ধবলধোলাইয়ের অস্বস্তি নিয়ে গতকাল রাত ১টায় নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন মুমিনুলরা। আগামী ১ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে। পরেরটা শুরু হবে ৯ জানুয়ারি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত