Ajker Patrika

বাংলাদেশের সাংবাদিকদের সামনে কেন আসছেন না আফগানরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সাংবাদিকদের সামনে কেন আসছেন না আফগানরা

দিনের খেলা শেষে দূর থেকেই দেখা গেল আফগানিস্তান ড্রেসিংরুম থেকে একাই হেঁটে সংবাদ সম্মেলনের দিকে আসছেন জোনাথান ট্রট। সঙ্গে কোনো মিডিয়া ম্যানেজার কিংবা কোনো কর্মকর্তা নেই। 

দৃশ্যটা যেন পরিচিতই হয়ে উঠেছে গত কদিনে। বাংলাদেশ সফরে এসে টানা চারদিন সংবাদ সম্মেলনে এলেন আফগানদের ইংলিশ কোচ। তিনদিনই তাঁকে ব্যাখ্যা করতে হলো আফগানদের ত্রাহি পারফরম্যান্স।  

আধুনিক ক্রিকেটে দৃশ্যটা ব্যতিক্রমই। বাংলাদেশের সাংবাদিকদের সামনে কেন আসছেন না আফগানরা? কেন প্রতিদিন ট্রটই আসছেন সংবাদ সম্মেলনে? দলে কি কথা বলার মতো আর কেউ নেই? উত্তরে কোচ হিসেবে দলের খারাপ সময়ে ঢাল হওয়ার কথা বললেও পরে বাস্তবতাটা তুলে ধরেন আফগান কোচ। 

ট্রট বললেন, ‘আমার মনে হয় এটা কিছুটা ভাষার সমস্যার কারণে হতে পারে। ছেলেরা মিডিয়ার সামনে অতটা আত্মবিশ্বাসী না হয়তো। কারণ, আপনারা খুব চালাক! জটিল প্রশ্ন হতে পারে। তারা হয়তো এসব প্রশ্ন বুঝবে না এই ভয় করে। আমার মনে হয় তারা কিছুটা নার্ভাস এবং সংকোচ বোধও হয় । তবে আমি চেষ্টা করি (সংবাদমাধ্যমের সামনে) আসতে ছেলেদের অনুপ্রাণিত করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত